ETV Bharat / state

Kolkata Metro Service: আগামিকাল হচ্ছে না ট্র্যাকের কাজ, স্বাভাবিক থাকছে মেট্রো পরিষেবা - ট্র্যাকের কাজ

আগামিকাল মেট্রোর ট্র্যাকের কাজ হচ্ছে না ৷ ফলে স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা ৷ অন্যান্য শনিবারের মতোই স্বাভাবিক ছন্দে চলবে মেট্রো পরিষেবা ৷

Kolkata Metro Service
Kolkata Metro Service
author img

By

Published : May 26, 2023, 7:19 PM IST

কলকাতা, 26 মে: আগামিকাল অর্থাৎ শনিবার হচ্ছে না মেট্রোর ট্র্যাকের কাজ ৷ পরিষেবা শুরু হয়ে যাবে সকাল 6.50 থেকেই ৷ আজ এ কথা জানিয়েছে মেট্রো রেল । আগামিকাল অর্থাৎ 27 মে মেট্রোর ট্র্যাক মেরামতের কাজের জন্য যে পাওয়ার ব্লক নেওয়ার কথা ছিল তা হচ্ছে না বলে জানিয়ছে মেট্রো রেল কর্তৃপক্ষ । অর্থাৎ শনিবার স্বাভাবিক ছন্দেই চলবে মেট্রো ।

আগে জানানো হয়েছিল যে, আগামিকাল মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে ৷ ফলে ওই অংশের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে । সকাল 10টা পর্যন্ত রদবদল হবে সময়সূচি । তবে তা আর এখন হচ্ছে না । শুক্রবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, শনিবার ট্র্যাকের কাজ হচ্ছে না ৷ তাই অন্যান্য শনিবারের মতোই আগামিকাল সকাল 6.50 মিনিট থেকে পাওয়া যাবে মেট্রো ।

আগামিকাল দিনের প্রথম পরিষেবা:

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে

দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:00 মিনিটে

আগামিকাল দিনের শেষ পরিষেবা:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:28 মিনিটে

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:30 মিনিটে

দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে

কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে

আরও পড়ুন: ফের নিয়ন্ত্রণ করা হবে ব্লু লাইন মেট্রো পরিষেবা; রইল নয়া সূচি

কলকাতা, 26 মে: আগামিকাল অর্থাৎ শনিবার হচ্ছে না মেট্রোর ট্র্যাকের কাজ ৷ পরিষেবা শুরু হয়ে যাবে সকাল 6.50 থেকেই ৷ আজ এ কথা জানিয়েছে মেট্রো রেল । আগামিকাল অর্থাৎ 27 মে মেট্রোর ট্র্যাক মেরামতের কাজের জন্য যে পাওয়ার ব্লক নেওয়ার কথা ছিল তা হচ্ছে না বলে জানিয়ছে মেট্রো রেল কর্তৃপক্ষ । অর্থাৎ শনিবার স্বাভাবিক ছন্দেই চলবে মেট্রো ।

আগে জানানো হয়েছিল যে, আগামিকাল মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে ৷ ফলে ওই অংশের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে । সকাল 10টা পর্যন্ত রদবদল হবে সময়সূচি । তবে তা আর এখন হচ্ছে না । শুক্রবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, শনিবার ট্র্যাকের কাজ হচ্ছে না ৷ তাই অন্যান্য শনিবারের মতোই আগামিকাল সকাল 6.50 মিনিট থেকে পাওয়া যাবে মেট্রো ।

আগামিকাল দিনের প্রথম পরিষেবা:

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে

দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:00 মিনিটে

আগামিকাল দিনের শেষ পরিষেবা:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:28 মিনিটে

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:30 মিনিটে

দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে

কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে

আরও পড়ুন: ফের নিয়ন্ত্রণ করা হবে ব্লু লাইন মেট্রো পরিষেবা; রইল নয়া সূচি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.