ETV Bharat / state

কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলছে স্কাইপে - corona

দেশজুড়ে লকডাউন ৷ জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সব কিছু ৷ তাই স্কাইপেই কলকাতা হাইকোর্টে চলছে জরুরি মামলার শুনানি ৷

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Apr 3, 2020, 6:09 PM IST

কলকাতা, 3 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশের অন্য আদালতের মতো এরাজ্যের আদালতগুলিতেও জরুরি মামলার শুনানি চলছে স্কাইপে-র মাধ্যমেই ৷ সেরকমই একটি মামলার শুনানিতে দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও জয়মাল্য বাগচিকে ৷

এই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে চলছে শুনানি ৷ তাঁদের সামনের টেবিলে রাখা ছিল একটি ল্যাপটপ ৷ স্কাইপের মাধ্যমে দুই পক্ষের আইনজীবী জানাচ্ছেন তাঁদের বক্তব্য ৷ শুনছেন বিচারপতিরা ৷ প্রয়োজন মতো প্রশ্নও করছেন তাঁদের ৷

সুপ্রিম কোর্ট একাধিক রাজ্যের সংশোধনাগারের বন্দীদের দ্রুত বিচারের জন্য অনেকদিন আগেই একটি নির্দেশ দিয়েছিল ৷ নির্দেশে বলা হয়েছিল, বিভিন্ন রাজ্যের সংশোধনাগারগুলির সঙ্গে নিম্ন আদালতগুলির ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানির ব্যবস্থা করতে ৷ কিন্তু, রাজ্যগুলি এখনও এই ব্যবস্থা ঠিকমতো করে উঠতে পারেনি ৷ তবে দেশের অন্য আদালতের মতো কলকাতা হাইকোর্টও জরুরি বিচার পাইয়ে দিতে ভিডিয়ো কনফারেন্সকেই বেছে নিল ৷

আদালতের সওয়াল জবাব সাধারণত বাইরে প্রকাশ করা যায় না ৷ কিন্তু, এক্ষেত্রে তা করায় কোনও বাধা নেই বলেই আদালতের পক্ষে জানানো হয়েছে ৷

কলকাতা, 3 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশের অন্য আদালতের মতো এরাজ্যের আদালতগুলিতেও জরুরি মামলার শুনানি চলছে স্কাইপে-র মাধ্যমেই ৷ সেরকমই একটি মামলার শুনানিতে দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও জয়মাল্য বাগচিকে ৷

এই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে চলছে শুনানি ৷ তাঁদের সামনের টেবিলে রাখা ছিল একটি ল্যাপটপ ৷ স্কাইপের মাধ্যমে দুই পক্ষের আইনজীবী জানাচ্ছেন তাঁদের বক্তব্য ৷ শুনছেন বিচারপতিরা ৷ প্রয়োজন মতো প্রশ্নও করছেন তাঁদের ৷

সুপ্রিম কোর্ট একাধিক রাজ্যের সংশোধনাগারের বন্দীদের দ্রুত বিচারের জন্য অনেকদিন আগেই একটি নির্দেশ দিয়েছিল ৷ নির্দেশে বলা হয়েছিল, বিভিন্ন রাজ্যের সংশোধনাগারগুলির সঙ্গে নিম্ন আদালতগুলির ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানির ব্যবস্থা করতে ৷ কিন্তু, রাজ্যগুলি এখনও এই ব্যবস্থা ঠিকমতো করে উঠতে পারেনি ৷ তবে দেশের অন্য আদালতের মতো কলকাতা হাইকোর্টও জরুরি বিচার পাইয়ে দিতে ভিডিয়ো কনফারেন্সকেই বেছে নিল ৷

আদালতের সওয়াল জবাব সাধারণত বাইরে প্রকাশ করা যায় না ৷ কিন্তু, এক্ষেত্রে তা করায় কোনও বাধা নেই বলেই আদালতের পক্ষে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.