কলকাতা, 6 জানুয়ারি : বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যা মামলায় কেস ডায়েরি তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । সিআইডিকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত । এবং এই মামলায় যুক্ত করা হল মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লাকে ।
8 অক্টোবর ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। 13 অক্টোবর বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মণীশ শুক্লা খুনে কী তদন্ত হয়েছে বা কীভাবে তদন্ত করা হচ্ছে সমস্ত ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চায়। রাজ্যের তরফে সেই রিপোর্ট এর আগে কলকাতা হাইকোর্টে পেশ করা হয় । 16 অক্টোবর কলকাতা হাইকোর্ট মণীশ শুক্লা খুনের যথাযথ তদন্ত হওয়া জরুরি বলে মন্তব্য করে। তিনি যে রাজনৈতিক দলের সদস্য হোন না কেন, এটা একটা নৃশংস খুন । এর যথাযথ তদন্ত হওয়া দরকার। এমনই পর্যবেক্ষণ ছিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ।
কিন্তু মামলার শুনানিতে রাজ্যের তরফে বলা হয়, আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ভারতীয় জনতা পার্টির সদস্য। তিনি যে মামলা করেছেন জনস্বার্থের নামে সেটা আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত । তাতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের বক্তব্য ছিল, মণীশ শুক্লা যে রাজনৈতিক দলের সদস্য হোন না কেন এটা একটা নৃশংস খুন । এর যথাযথ তদন্ত হওয়া দরকার। সিআইডি যে তদন্ত করছে সেই তদন্তের গতিবিধির উপর আমরা নজর রাখছি। তারপর মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত হয় । 4 অক্টোবর রাতে আততায়ীদের গুলিতে টিটাগড়ে খুন হন মণীশ শুক্লা । এই খুনের তদন্ত করতে নেমে সিআইডি ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ।