কলকাতা, 19 মে: মাধ্যমিকের 118 জনের মেধাতালিকায় নেই কলকাতার কোনও স্কুলের পড়ুয়া ৷ তবে, জেলাভিত্তিক পাশের হারে তৃতীয় কলকাতা ৷ বিগত কয়েকবছরে মেধাতালিকায় কলকাতার না থাকা ভাবাচ্ছে শিক্ষামহলের একাংশকে ৷ এর জন্য বর্তমান শহুরে সমাজ ব্যবস্থা ও চিন্তাধারাকে দায়ী করছেন একাংশ শিক্ষাবিদ ৷ তাঁদের মতে, অভিভাবক এবং পড়ুয়াদের কেরিয়ার ভিত্তিক মানসিকতার কারণে আগের মতো মেধা বাংলা মাধ্যমের স্কুলগুলিতে আসছে না ৷ যদিও, মেধাতালিকায় না থাকাকে সর্বপরি মনে করছেন না পর্ষদ সভাপতি ৷ আর তাঁর এই বক্তব্যের কারণ, জেলাভিত্তিক পাশের হারের পরিসংখ্যান ৷
আইসিএসই, আএসসি ও সিবিএসই বোর্ডের দশম শ্রেণির মেধাতালিকায় কলকাতার পরীক্ষার্থীদের জয়জয়কার ছিল ৷ আর সেই জায়গায় রাজ্যের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় কলকাতার নাম না থাকা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের ৷ মাধ্যমিকের মেধাতালিকায় 118 জনের মধ্যে একজনও কলকাতার কোনও স্কুলের পড়ুয়া নয় ৷ আর এই ছবিটা বিগত কয়েকবছর ধরেই দেখা যাচ্ছে ৷ এর জন্য শিক্ষাব্যবস্থা নিয়ে বর্তমান সমাজ তথা অভিভাবকদের চিন্তাভাবনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ৷
শিক্ষাবিদ মীরাতুন নাহার জানিয়েছেন, কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলে যে সকল পড়ুয়ারা রয়েছে, তাদের অভিভাবকদের চিন্তাভাবনা এর অন্যতম কারণ ৷ তাঁর মতে, ‘‘মানুষজন এখন তাদের সন্তানদের অনেক বেশি কেরিয়ার ভিত্তিক গড়ে তুলতে চাইছে ৷ বিশেষত, শহরাঞ্চলের একটা ধারণা, ইংরেজি না জানলে চাকরি ক্ষেত্রে বা সফল কেরিয়ার গড়তে পারবে না তাদের সন্তানরা ৷ তাই বাংলা মাধ্যমে ছেলে-মেয়েদের কেউ ভরতি করাচ্ছেন না ৷’’ ফলে আইসিএসই, আএসসি ও সিবিএসই বোর্ডের মেধাতালিকায় কলকাতার পড়ুয়ারা থাকলেও ৷ রাজ্যের মাধ্যমিকে সেই সংখ্যাটা কমতে কমতে শূন্যে এসে ঠেকছে ৷
প্রায় একই সুর কলকাতার একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা শাশ্বতী মজমুদারের ৷ তিনি অবশ্য আর্থসামাজিক দিকটিকেও তুলে ধরেছেন ৷ তিনি বলেন, ‘‘আজকাল মোটামুটি আর্থিকভাবে স্বচ্ছ্বল পরিবারগুলি বাংলা মাধ্যমে ছেলে-মেয়েদের পাঠাচ্ছেন না ৷ এমনকি আর্থিকভাবে স্বচ্ছল না হলেও, সন্তানকে কোনওভাবে হলেও আইসিএসই বা সিবিএসই বোর্ডে ভরতি করাচ্ছেন অধিকাংশ অভিভাবক ৷ ফলে বোর্ড ভিত্তিক মেধার ফারাক দেখা দিচ্ছে ৷’’
আরও পড়ুন: মেধাতালিকায় জেলার জয়জয়কার, মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা; দ্বিতীয় বর্ধমানেরই শুভম
কলকাতার কোনও স্কুলের পড়ুয়ারা মেধাতালিকায় নেই বলে খারাপ ফল হয়েছে তা মানতে নারাজ পর্ষদ ৷ এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ফলাফল ঘোষণার সময় পরিসংখ্যান তুলে ধরেছেন ৷ তিনি জানিয়েছেন, কলকাতা মেধাতালিকায় নেই ঠিকই ৷ কিন্তু, জেলাভিত্তিক পাশের হারের তালিকায় কলকাতা তৃতীয় স্থানে ৷ আর মেধাতালিকাটাই যে সব, তা মানতে নারাজ তিনি ৷ কারণ, মেধাতালিকায় না থাকলেও প্রাপ্ত নম্বরের দিক থেকে কলকাতার স্কুলের পড়ুয়ারা যথেষ্ঠ ভালো ফল করেছে ৷ কলকাতায় এ বারের পাশের হার 93.75 শতাংশ ৷ তাই মেধাতালিকাকে মাপকাঠি করে কলকাতার ফলাফলকে বিচার করতে নারাজ পর্ষদ ৷