কলকাতা, 9 অগস্ট: বর্ষা ফিরতেই শহরে ফিরেছে ডেঙ্গি আতঙ্ক। দিন গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে তিলোত্তমায় বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কারণ হিসেবে যেমন নাগরিকদের বেপরোয়া মনোভাব উঠে এসেছে, একইভাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি বিভিন্ন সংস্থার উদাসীনতাও ক্রমশ প্রকট হচ্ছে। এবার ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে রাজ্য ও কেন্দ্রের 12 সংস্থার আধিকারিককে চিঠি পাঠাচ্ছে কলকাতা কর্পোরেশন।
মারণ ডেঙ্গির বার বাড়ন্ত হলেও নাগরিকদের একাংশের যেন হুঁশ ফিরছে না । নাগরিকদের পৌরনিগমের তরফে নোটিশ পাঠানোর যে তালিকা দেখা যাচ্ছে, তাতে এটাই প্রমাণিত হচ্ছে । কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের তরফে পাঁচ হাজারের বেশি বেপরোয়া মনোভাব নাগরিককে পাঠানো হয়েছে ডেঙ্গি নোটিশ । তার মধ্যে প্রায় কয়োকশো জনকে জরিমানাও করা হয়েছে। যার একাধিক জরিমানার অঙ্ক প্রায় লক্ষাধিক টাকা। এই পরিস্থিতিতে শুধু নাগরিক নয়, রাজ্য ও কেন্দ্রের উভয় সরকারের বিভিন্ন সংস্থার উদাসীনতাও নজরে এসেছে পৌরনিগম কর্তৃপক্ষের।
মঙ্গলবারই কেন্দ্রীয় সংস্থা কোল ইন্ডিয়ার একটি জমিতে গিয়ে আবর্জনাময় পরিবেশ ও তাতে ডেঙ্গির লার্ভা ও মশার ঝাঁক দেখে ক্ষোভ ফেটে পড়েছিলেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। স্বাস্থ্য বিভাগের তরফে দুটো নোটিশ পাঠানোর পরও এলাকা পরিষ্কার করা হয়নি বলে অভিযোগ। তাই মেয়র জানান, আইন মেনেই সাত দিন পর এমন অবস্থা থাকলে মিউনসিপ্যাল কোর্টে মামলা করা হবে। এবার আরও 12 সংস্থাকে তাদের নিজেদের জায়গা দ্রুত পরিষ্কার করার জন্য আবেদন জানিয়ে চিঠি দিচ্ছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, চিঠি পাঠানো হচ্ছে রাজ্যের পূর্ত দফতরের সচিবকে, বিদ্যুৎ দফতরের সচিবকে, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর)-সহ রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর, দমকল দফতরের ডিজি, রাজ্যের আবাসন দফতরের মুখ্য ইঞ্জিনিয়র, পূর্ত দফতরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়রকে (হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত)। একই ভাবে চিঠি পাঠানোর তালিকায় আছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, ডিআরএম শিয়ালদহ, মেট্রো রেলের মুখ্য ইঞ্জিনিয়র, কেন্দ্রীয় পূর্ত মন্ত্রণালয়ের মুখ্য ইঞ্জিনিয়র, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সহকারী ইঞ্জিনিয়রও।
এই বিষয় কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "আমরা এই সমস্ত সংস্থার আধিকারিকদের চিঠি দিতে চলেছি। তাদের স্পষ্ট চিঠিতে বলা হবে তাদের যে জমি বা স্থাবর সম্পত্তি কলকাতা কর্পোরেশন এলাকায় আছে সেগুলো আবর্জনা ও জল জমে মশার ডিম পাড়ার আদর্শ পরিবেশ তৈরি হয়ে রয়েছে। বহু ক্ষেত্রে লার্ভা হয়েছে আবার বেশ কিছু জায়গায় মশাও হয়েছে। ফলে দ্রুততার সঙ্গে যাতে সেই জমা জল ও আবর্জনা পরিষ্কার করে ফেলতে হবে।"