ETV Bharat / state

কলকাতা পৌরনিগমের সদস্যদের ভাতা বৃদ্ধি, হল দ্বিগুণ

author img

By

Published : Jul 30, 2019, 4:22 PM IST

কলকাতা পৌরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপার্সন, মেয়র পারিষদ , বিরোধী দলনেতা ও কাউন্সিলরদের ভাতা বাড়ল ৷ পৌরনিগমের সদস্যরা আগে যা ভাতা পেতেন তার দ্বিগুণ পাবেন এবার থেকে ।

মেয়র

কলকাতা, 30 জুলাই : দ্বিগুণ হল কলকাতা পৌরনিগমের মেয়র, ডেপুটি মেয়র , চেয়ারপার্সন , মেয়র পারিষদ , বিরোধী দলনেতো ও কাউন্সিলরদের ভাতা ৷ আজ কলকাতা পৌর অধিবেশনের শেষে বর্ধিত ভাতার প্রস্তাব ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম ৷ পয়লা অগাস্ট 2019 থেকে নতুন ভাতা কার্যকর হবে ৷

কলকাতা পৌরনিগমের মেয়রের ভাতা ছিল 5500 টাকা, দ্বিগুণ হওয়ায় এবার থেকে মেয়র পাবেন 11 হাজার 500 টাকা । ডেপুটি মেয়র ও চেয়ারপার্সন ভাতা পেতেন 5,250 টাকা । বেড়ে হল 11 হাজার 250 টাকা । মেয়র পরিষদ ও বিরোধী দলনেতার ভাতা ছিল 4 হাজার 700 টাকা, পাবেন 10 হাজার 700 টাকা । কাউন্সিলরদের ভাতা 4,000 টাকা থেকে বাড়িয়ে 10 হাজার টাকা করা হয়েছে ।

কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী , মন্ত্রী ও বিধায়কদের ভাতা বৃদ্ধি হয় ৷ ভাতা বেড়েছে জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির প্রধানসহ সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্যদেরও ৷ এবার সেই ভাতা বৃদ্ধির পথে হেঁটেই পৌরনিগমের সবস্তরে ভাতা বৃদ্ধি করল কলকাতা পৌরনিগম ৷

কলকাতা, 30 জুলাই : দ্বিগুণ হল কলকাতা পৌরনিগমের মেয়র, ডেপুটি মেয়র , চেয়ারপার্সন , মেয়র পারিষদ , বিরোধী দলনেতো ও কাউন্সিলরদের ভাতা ৷ আজ কলকাতা পৌর অধিবেশনের শেষে বর্ধিত ভাতার প্রস্তাব ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম ৷ পয়লা অগাস্ট 2019 থেকে নতুন ভাতা কার্যকর হবে ৷

কলকাতা পৌরনিগমের মেয়রের ভাতা ছিল 5500 টাকা, দ্বিগুণ হওয়ায় এবার থেকে মেয়র পাবেন 11 হাজার 500 টাকা । ডেপুটি মেয়র ও চেয়ারপার্সন ভাতা পেতেন 5,250 টাকা । বেড়ে হল 11 হাজার 250 টাকা । মেয়র পরিষদ ও বিরোধী দলনেতার ভাতা ছিল 4 হাজার 700 টাকা, পাবেন 10 হাজার 700 টাকা । কাউন্সিলরদের ভাতা 4,000 টাকা থেকে বাড়িয়ে 10 হাজার টাকা করা হয়েছে ।

কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী , মন্ত্রী ও বিধায়কদের ভাতা বৃদ্ধি হয় ৷ ভাতা বেড়েছে জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির প্রধানসহ সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্যদেরও ৷ এবার সেই ভাতা বৃদ্ধির পথে হেঁটেই পৌরনিগমের সবস্তরে ভাতা বৃদ্ধি করল কলকাতা পৌরনিগম ৷

Intro:এবার থেকে শহরবাসী রাতেও তাদের সমস্যার কথা জানাতে পারবেন। শহরবাসী রাতেও তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন কন্ট্রোল রুমে। পুরনিগমের কন্ট্রোলরুম সারারাত খুললে রাখার সিদ্ধান্ত হয়েছে। রাতে কোন নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা হলে নাগরিকরা সরাসরি পুর নিগমের কন্ট্রোল রুমের ফোন করে তাদের সমস্যার কথা জানাতে পারবেন। সেই ক্ষেত্রে প্রশ্নের উত্তর দিলে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। সেইমতো সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। এতদিন কন্ট্রোল রুমে শুধুমাত্র পুরনিগমের বিভিন্ন অফিস গুলি থেকে খবর আসার জন্য খোলা থাকতো ।প্রধান কার্যালয়ের কন্ট্রোলরুম এবার 365 দিনই 24 ঘন্টা খোলা থাকবে‌। কলকাতা পুরনিগমে্য কন্ট্রোল রুম এখানে মধ্যরাতেও ফোন করে শহরবাসী তার অভাব অভিযোগ জানাতে পারবেন।



Body:নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয়ে কোন ব্যক্তির ফোন করে অভিযোগ জানালে সেই ক্ষেত্রে কন্ট্রোল রুম থেকে জানতে চাওয়া হবে কি বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি অভিযোগ জানাচ্ছেন। সেই মতো কন্ট্রোল রুম থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি এক্সটেনশন নম্বর দেওয়া হবে ।সেই নম্বরে পুনরায় ডায়াল করলে ফোন সরাসরি পৌঁছে যাবে সে আধিকারিকের কাছে সংশ্লিষ্ট দপ্তরে।


Conclusion:এতদিন পর্যন্ত বর্ষার সময় বিশেষ দিনগুলোতে পুর নিগমের কন্ট্রোল রুম জনসাধারনের জন্য সারারাত খোলা থাকতো।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.