ETV Bharat / state

Kolkata Book Fair 2023: আবোল তাবোলের সেঞ্চুরিতে 175 বছরে পা বেথুন স্কুলের, বইমেলায় উদযাপন গিল্ডের

আবোল তাবোলের শতবর্ষে (Abol Tabol 100 Years) 175-এ পা দিল বেথুন স্কুল ৷ বইমেলায় এই দুই জন্মজয়ন্তী উদযাপন করল গিল্ড (Kolkata Book Fair 2023)৷ বেথুনের পড়ুয়াদের (Bethune Collegiate schools 175th year) হাতে তুলে দেওয়া হল আবোল তাবোল ৷

book fair ETV Bharat
কলকাতা বইমেলা 2023
author img

By

Published : Feb 6, 2023, 9:21 PM IST

আবোল তাবোলের সেঞ্চুরি

কলকাতা, 6 ফেব্রুয়ারি: একসঙ্গে সাহিত্য ও স্কুলের জন্মজয়ন্তী পালন ৷ এ বছর বেথুন স্কুলের 175 বছর ৷ আর সুকুমার রায়ের আবোল তাবোলের শততম বর্ষ ৷ আর এই দুই বিষয়কে এক সূতোয় বাঁধল 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৷ ভবিষ্যতের পাঠক তৈরি করতে বেথুন কলেজিয়েট স্কুলের (Bethune Collegiate schools 175th year) ছাত্রীদের হাতে আবোল তাবোল তুলে দিল গিল্ড (Kolkata Book Fair 2023)৷

175 বছরে বেথুন স্কুল: শৈশব মানেই স্কুলবেলা । সেই স্কুলের মাঝেই রয়েছে আনন্দের পাঠ । শহরের ঐতিহ্যবাহী বেথুন স্কুল বাংলার নবজাগরণের অন্যতম পথপ্রদর্শক ৷ 1800 শতাব্দীর মাঝ বরাবর কলকাতা শহরে তৈরি হয় প্রথম মেয়েদের স্কুল । মাত্র 21 জন ছাত্রীকে নিয়েই শুরু হয়েছিল বেথুনের পঠন পাঠন । তারপর বিভিন্ন ঘাত-প্রতিঘাত কাটিয়ে আজও উত্তর কলকাতার বুকে অন্যতম সেরা স্কুল হয়ে দাঁড়িয়ে রয়েছে বেথুন কলিজিয়েট স্কুল । বিভিন্ন স্বনামধন্য মানুষের নাম খুঁজে পাওয়া যায় ওই স্কুলের রেজিস্টারে । এ বছর মে মাসের 7 তারিখ সেই স্কুলেরই 175তম জন্মদিন ।

book fair ETV Bharat
কলকাতা বইমেলা 2023

শতবর্ষে আবোল তাবোল: তবে শুধুই বেথুন স্কুল নয়, 2023 সালের সঙ্গে জড়িয়ে রয়েছে ছোটদেরই আরও একটা বিষয় ৷ সকলের ছোটবেলার সঙ্গে আষ্টেপিষ্টে জড়িয়ে থাকে সুকুমার রায়ের লেখা । "গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা/ আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা !"- 'গানের গুঁতো' কবিতার এই লাইন গুলির মতোই বিশ্বজোড়া খ্যাতি রয়েছে সুকুমার রায়ের আবোল-তাবোলের । বর্ণের সঙ্গে পরিচয় হওয়ার পরেই শুরু হয় ছোটদের আবোল-তাবোলের পাঠ । সেই আবোল-তাবোলের এ বছর শতবর্ষ ।

আরও পড়ুন: বাংলাদেশেও হোক কলকাতা বইমেলা, প্রস্তাব গিল্ডের

বইমেলায় সুকুমার রায় স্মরণ: তাই 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এ বছর সম্মান জানানো হয়েছে এই শিশু সাহিত্যিককে । তাঁরই অমর সৃষ্টি আবোল তাবোলের রূপে সাজিয়ে তোলা হয়েছে চিলড্রেন প্যাভিলিয়ন । তবে এখানেই শেষ নয়, গত 5 তারিখ বইমেলায় পালিত হয়েছে 'শিশু দিবস' এবং সেই অনুষ্ঠানে বেথুন স্কুল থেকে আসা প্রায় 189 জন পড়ুয়ার হাতে 'আবোল তাবোল' তুলে দিয়েছেন গিল্ড কর্তৃপক্ষ ।

ভবিষ্যতের পাঠক গড়ার প্রয়াস গিল্ডের: গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন," এ বছর বইমেলায় বেথুন স্কুলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাঁদের স্কুলের এ বার 175 বছর । কোনও ভাবে তাঁরা এই বইমেলায় অংশ নিতে পারে কি না তা জানতে চেয়েছিল স্কুল কর্তৃপক্ষ । তখন আমরা তাঁদেরকে বলি যে, আমরা শিশু দিবস পালন করব বইমেলায় । সেইখানে আপনারা স্কুলের ছাত্রীদের নিয়ে আসবেন ৷ আমরা ওদের হাতে আবোল তাবোল তুলে দেব । এই উদ্যোগে তাঁরা এগিয়ে এসে এতজন ছাত্রীকে নিয়ে এসেছেন । ফলে এখানে 175 এবং 100 বছরের একটা মিলনক্ষেত্র ঘটল ।"

আপ্লুত বেথুন স্কুল কর্তৃপক্ষ: বেথুন স্কুলের প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য জানান, "নারী শিক্ষার অগ্রগতিতে বেথুন কলিজিয়েট স্কুলের ভূমিকা অনস্বীকার্য । বেথুন স্কুলে এসে ছাত্রীরা যে শিক্ষালাভ করতে শুরু করেছিল সেই আনন্দ শিক্ষা লাভের শুরুটা মনে হয় 'আবোল তাবোল' দিয়েই হয় । তাই বাচ্চারা এই বইমেলায় এসেছে এবং আবোল তাবোল পেয়ে তারা খুব খুশি । গিল্ডের পক্ষ থেকে এই আমন্ত্রণে আমরা খুশি । আজ মনে হচ্ছে আমরাও ছোটবেলায় ফিরে গিয়েছি ।"

আবোল তাবোলের সেঞ্চুরি

কলকাতা, 6 ফেব্রুয়ারি: একসঙ্গে সাহিত্য ও স্কুলের জন্মজয়ন্তী পালন ৷ এ বছর বেথুন স্কুলের 175 বছর ৷ আর সুকুমার রায়ের আবোল তাবোলের শততম বর্ষ ৷ আর এই দুই বিষয়কে এক সূতোয় বাঁধল 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৷ ভবিষ্যতের পাঠক তৈরি করতে বেথুন কলেজিয়েট স্কুলের (Bethune Collegiate schools 175th year) ছাত্রীদের হাতে আবোল তাবোল তুলে দিল গিল্ড (Kolkata Book Fair 2023)৷

175 বছরে বেথুন স্কুল: শৈশব মানেই স্কুলবেলা । সেই স্কুলের মাঝেই রয়েছে আনন্দের পাঠ । শহরের ঐতিহ্যবাহী বেথুন স্কুল বাংলার নবজাগরণের অন্যতম পথপ্রদর্শক ৷ 1800 শতাব্দীর মাঝ বরাবর কলকাতা শহরে তৈরি হয় প্রথম মেয়েদের স্কুল । মাত্র 21 জন ছাত্রীকে নিয়েই শুরু হয়েছিল বেথুনের পঠন পাঠন । তারপর বিভিন্ন ঘাত-প্রতিঘাত কাটিয়ে আজও উত্তর কলকাতার বুকে অন্যতম সেরা স্কুল হয়ে দাঁড়িয়ে রয়েছে বেথুন কলিজিয়েট স্কুল । বিভিন্ন স্বনামধন্য মানুষের নাম খুঁজে পাওয়া যায় ওই স্কুলের রেজিস্টারে । এ বছর মে মাসের 7 তারিখ সেই স্কুলেরই 175তম জন্মদিন ।

book fair ETV Bharat
কলকাতা বইমেলা 2023

শতবর্ষে আবোল তাবোল: তবে শুধুই বেথুন স্কুল নয়, 2023 সালের সঙ্গে জড়িয়ে রয়েছে ছোটদেরই আরও একটা বিষয় ৷ সকলের ছোটবেলার সঙ্গে আষ্টেপিষ্টে জড়িয়ে থাকে সুকুমার রায়ের লেখা । "গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা/ আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা !"- 'গানের গুঁতো' কবিতার এই লাইন গুলির মতোই বিশ্বজোড়া খ্যাতি রয়েছে সুকুমার রায়ের আবোল-তাবোলের । বর্ণের সঙ্গে পরিচয় হওয়ার পরেই শুরু হয় ছোটদের আবোল-তাবোলের পাঠ । সেই আবোল-তাবোলের এ বছর শতবর্ষ ।

আরও পড়ুন: বাংলাদেশেও হোক কলকাতা বইমেলা, প্রস্তাব গিল্ডের

বইমেলায় সুকুমার রায় স্মরণ: তাই 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এ বছর সম্মান জানানো হয়েছে এই শিশু সাহিত্যিককে । তাঁরই অমর সৃষ্টি আবোল তাবোলের রূপে সাজিয়ে তোলা হয়েছে চিলড্রেন প্যাভিলিয়ন । তবে এখানেই শেষ নয়, গত 5 তারিখ বইমেলায় পালিত হয়েছে 'শিশু দিবস' এবং সেই অনুষ্ঠানে বেথুন স্কুল থেকে আসা প্রায় 189 জন পড়ুয়ার হাতে 'আবোল তাবোল' তুলে দিয়েছেন গিল্ড কর্তৃপক্ষ ।

ভবিষ্যতের পাঠক গড়ার প্রয়াস গিল্ডের: গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন," এ বছর বইমেলায় বেথুন স্কুলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাঁদের স্কুলের এ বার 175 বছর । কোনও ভাবে তাঁরা এই বইমেলায় অংশ নিতে পারে কি না তা জানতে চেয়েছিল স্কুল কর্তৃপক্ষ । তখন আমরা তাঁদেরকে বলি যে, আমরা শিশু দিবস পালন করব বইমেলায় । সেইখানে আপনারা স্কুলের ছাত্রীদের নিয়ে আসবেন ৷ আমরা ওদের হাতে আবোল তাবোল তুলে দেব । এই উদ্যোগে তাঁরা এগিয়ে এসে এতজন ছাত্রীকে নিয়ে এসেছেন । ফলে এখানে 175 এবং 100 বছরের একটা মিলনক্ষেত্র ঘটল ।"

আপ্লুত বেথুন স্কুল কর্তৃপক্ষ: বেথুন স্কুলের প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য জানান, "নারী শিক্ষার অগ্রগতিতে বেথুন কলিজিয়েট স্কুলের ভূমিকা অনস্বীকার্য । বেথুন স্কুলে এসে ছাত্রীরা যে শিক্ষালাভ করতে শুরু করেছিল সেই আনন্দ শিক্ষা লাভের শুরুটা মনে হয় 'আবোল তাবোল' দিয়েই হয় । তাই বাচ্চারা এই বইমেলায় এসেছে এবং আবোল তাবোল পেয়ে তারা খুব খুশি । গিল্ডের পক্ষ থেকে এই আমন্ত্রণে আমরা খুশি । আজ মনে হচ্ছে আমরাও ছোটবেলায় ফিরে গিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.