ETV Bharat / state

Rain Update : বৃষ্টি কমলেও শহরের বেশকিছু অঞ্চল এখনও জলমগ্ন - পশ্চিমবঙ্গে বৃষ্টি

রবিবার রাত থেকে লাগাতার বৃষ্টিতে শহরের বহু জায়গায় জল জমে রয়েছে ৷ আজ দুপুরে গঙ্গায় জোয়ার এলে শহরের জমা জল নামতে দেরি হবে ৷ কারণ লকগেট বন্ধ রাখা হবে ৷

জলমগ্ন শহরের রাস্তা
জলমগ্ন শহরের রাস্তা
author img

By

Published : Sep 21, 2021, 12:47 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : আজও কলকাতার আকাশ মেঘলা । সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে । আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও কলকাতা শহর ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । রবিবার রাত থেকে গতকাল মাঝরাত পর্যন্ত বৃষ্টি হওয়ায় শহরের বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন । সেইসঙ্গে দফায় দফায় বৃষ্টি হওয়ায় এখনও শহরের বেশ কিছু বড় রাস্তা থেকে অলিগলিতে জল জমে রয়েছে ।

শহরের বিভিন্ন অঞ্চল থেকে সম্পূর্ণ জল নামতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে ৷ কারণ একে তো বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, তার উপর দফায় দফায় বৃষ্টিপাতের ফলে জল বেরতে দেরি হচ্ছে ।

এখন যাদবপুর, তারাতলা রোড, তিলজলা রোড, গিরিশ পার্ক, শোভাবাজার, উল্টোডাঙা, নেতাজি নগর, বেহালা, পর্ণশ্রী, হরিদেবপুর, সোনিয়া কালীবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ, আলিপুর বডিগার্ড লাইন, খিদিরপুরের বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে । তবে এতে যানজটের কোনও সমস্যা নেই বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল ।

আজ দুপুর 1.32 মিনিটে গঙ্গায় জলের স্তর থাকবে 5.69 মিলিমিটার, 18.67 ফুটের কাছাকাছি । আজ সকাল 11:30 থেকে বিকেল 4টে পর্যন্ত লকগেট বন্ধ থাকবে । এর ফলে শহরের জমা জল নিষ্কাশনে বেশ কিছুটা সময় লাগবে । আজ গঙ্গায় জোয়ার আসার সময় দুপুর 1টা 32 মিনিট । সেই সময় গঙ্গার জলের উচ্চতা থাকবে 5.69 মিটার ।

গতকাল রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ-

  • তপসিয়া 58 মিমি
  • মনিপুর 57 মিমি
  • পামার ব্রিজ 48 মিমি
  • বেলগাছিয়া 48 মিমি
  • কামডহরি 47 মিমি
  • কালীঘাট 46.2 মিমি
  • ধাপা লকগেট 46 মিমি
  • উল্টোডাঙা 45 মিমি
  • দত্তবাগান 45 মিমি
  • ঠনঠনিয়া 43 মিমি
  • বালিগঞ্জ 43 মিমি
  • জিনজিরা বাজার 41 মিমি
  • বেহালা ফ্লাইং ক্লাব 40.40 মিমি
  • বীরপাড়া 40 মিমি
  • মানিকতলা 39 মিমি
  • চেতলা লকগেট 37 মিমি
  • যোধপুর পার্ক 36 মিমি

কলকাতা, 21 সেপ্টেম্বর : আজও কলকাতার আকাশ মেঘলা । সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে । আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও কলকাতা শহর ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । রবিবার রাত থেকে গতকাল মাঝরাত পর্যন্ত বৃষ্টি হওয়ায় শহরের বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন । সেইসঙ্গে দফায় দফায় বৃষ্টি হওয়ায় এখনও শহরের বেশ কিছু বড় রাস্তা থেকে অলিগলিতে জল জমে রয়েছে ।

শহরের বিভিন্ন অঞ্চল থেকে সম্পূর্ণ জল নামতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে ৷ কারণ একে তো বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, তার উপর দফায় দফায় বৃষ্টিপাতের ফলে জল বেরতে দেরি হচ্ছে ।

এখন যাদবপুর, তারাতলা রোড, তিলজলা রোড, গিরিশ পার্ক, শোভাবাজার, উল্টোডাঙা, নেতাজি নগর, বেহালা, পর্ণশ্রী, হরিদেবপুর, সোনিয়া কালীবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ, আলিপুর বডিগার্ড লাইন, খিদিরপুরের বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে । তবে এতে যানজটের কোনও সমস্যা নেই বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল ।

আজ দুপুর 1.32 মিনিটে গঙ্গায় জলের স্তর থাকবে 5.69 মিলিমিটার, 18.67 ফুটের কাছাকাছি । আজ সকাল 11:30 থেকে বিকেল 4টে পর্যন্ত লকগেট বন্ধ থাকবে । এর ফলে শহরের জমা জল নিষ্কাশনে বেশ কিছুটা সময় লাগবে । আজ গঙ্গায় জোয়ার আসার সময় দুপুর 1টা 32 মিনিট । সেই সময় গঙ্গার জলের উচ্চতা থাকবে 5.69 মিটার ।

গতকাল রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ-

  • তপসিয়া 58 মিমি
  • মনিপুর 57 মিমি
  • পামার ব্রিজ 48 মিমি
  • বেলগাছিয়া 48 মিমি
  • কামডহরি 47 মিমি
  • কালীঘাট 46.2 মিমি
  • ধাপা লকগেট 46 মিমি
  • উল্টোডাঙা 45 মিমি
  • দত্তবাগান 45 মিমি
  • ঠনঠনিয়া 43 মিমি
  • বালিগঞ্জ 43 মিমি
  • জিনজিরা বাজার 41 মিমি
  • বেহালা ফ্লাইং ক্লাব 40.40 মিমি
  • বীরপাড়া 40 মিমি
  • মানিকতলা 39 মিমি
  • চেতলা লকগেট 37 মিমি
  • যোধপুর পার্ক 36 মিমি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.