কলকাতা, 9 নভেম্বর : রাজ্য সরকারের প্রস্তাবিত তারিখেই সায় দিল নির্বাচন কমিশন (EC) ৷ কলকাতা ও হাওড়া পৌরনিগমের ভোট হতে চলেছে 19 ডিসেম্বরে ৷ ভোট নেওয়া হবে কলকাতার সবক'টি ওয়ার্ডে এবং হাওড়ার 50টি ওয়ার্ডে ৷
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অবশ্য কমিশনের এই সিদ্ধান্তে একমত নয় ৷ তারা চাইছে, রাজ্যের সবকটি পৌরসভার ভোট একইসঙ্গে করা হোক ৷ বিষয়টি নিয়ে তারা হাইকোটের শরণাপন্ন হচ্ছে ৷ রাজ্য সরকার ডিসেম্বর 19 কলকাতা ও হাওড়া পৌরনিগমের ভোট করতে চেয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনে ৷ মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের এই সুপারিশ মেনে নিয়েছে বলে কমিশন সূত্রে খবর।
রাজ্য সরকারের সুপারিশ অনুসারে একইসঙ্গে কলকাতা ও হাওড়া পৌরনিগমের ভোট করতে রাজি হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই দুই পুরসভার ভোটার গণনা হবে ডিসেম্বর 22। ইভিএম মেশিনেই ভোট গ্রহণ হবে বলে জানা গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, নভেম্বর 25 তারিখ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ডিসেম্বর 2। ডিসেম্বর 3 মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন । ডিসেম্বর 4 স্ক্রুটিনির দিন ধার্য করা হয়েছে ৷
আরও পড়ুন : সিঙ্গুর মডেলে দেউচা-পাচামিতে জমি অধিগ্রহণ নয়, ঘোষণা মমতার
সূত্রের খবর, রাজ্যের বাকি 112টি পৌরসভা ও পৌরনিগমের ভোট হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। তবে রাজ্য বিজেপি চায়, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই একই সঙ্গে সব ক'টি পৌরসভা ও পৌরনিগমের ভোট হোক।