ETV Bharat / state

ঘূর্ণিঝড় "বায়ু"-র প্রভাবে কলকাতা বিমানবন্দরে ব্যাহত পরিষেবা, যাত্রীদের বিক্ষোভ - stop

ঘূর্ণিঝড় "বায়ু"-র প্রভাবে গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয় পরিষেবা । এর জেরে বিক্ষোভ দেখান যাত্রীরা ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jun 13, 2019, 3:53 PM IST

Updated : Jun 13, 2019, 4:22 PM IST

দমদম, 13 জুন : ঘূর্ণিঝড় "বায়ু"-র প্রভাবে ব্যাহত হল বিমান পরিষেবা । বুধবার রাতে প্রায় আধঘণ্টা বন্ধ ছিল বিমান পরিষেবা । এর জেরে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায় । একটি বিমান সংস্থার বোর্ডিং কাউন্টারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা । তাঁদের দাবি, টিকিটের টাকা ফেরত দিতে হবে । যাত্রীদের অভিযোগ, কী কারণে বোর্ডিং পাস দিতে বিলম্ব হচ্ছে তা জানায়নি বিমান সংস্থার কর্মীরা ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় "বাযু"-র প্রভাবে গতরাতে বন্ধ রাখা হয় গুজরাতগামী উড়ান । আজ সকালেও বন্ধ ছিল আহমেদাবাদগামী বিমান । এছাড়া গতরাতে কলকাতা বিমানবন্দরে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের জেরে 9টা 50 মিনিট থেকে 10টা 20 মিনিট পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ ছিল । আর তার প্রভাব পড়ে অন্যান্য বিমানের সময়সূচিতে । এর ফলে দশটি বিমান দেরিতে ওঠা-নামা করে । আর এর জেরে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । তবে বিমান সংস্থার দাবি, পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হওয়ায় টাকা ফেরত দেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি ।

দমদম, 13 জুন : ঘূর্ণিঝড় "বায়ু"-র প্রভাবে ব্যাহত হল বিমান পরিষেবা । বুধবার রাতে প্রায় আধঘণ্টা বন্ধ ছিল বিমান পরিষেবা । এর জেরে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায় । একটি বিমান সংস্থার বোর্ডিং কাউন্টারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা । তাঁদের দাবি, টিকিটের টাকা ফেরত দিতে হবে । যাত্রীদের অভিযোগ, কী কারণে বোর্ডিং পাস দিতে বিলম্ব হচ্ছে তা জানায়নি বিমান সংস্থার কর্মীরা ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় "বাযু"-র প্রভাবে গতরাতে বন্ধ রাখা হয় গুজরাতগামী উড়ান । আজ সকালেও বন্ধ ছিল আহমেদাবাদগামী বিমান । এছাড়া গতরাতে কলকাতা বিমানবন্দরে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের জেরে 9টা 50 মিনিট থেকে 10টা 20 মিনিট পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ ছিল । আর তার প্রভাব পড়ে অন্যান্য বিমানের সময়সূচিতে । এর ফলে দশটি বিমান দেরিতে ওঠা-নামা করে । আর এর জেরে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । তবে বিমান সংস্থার দাবি, পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হওয়ায় টাকা ফেরত দেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি ।

Intro: দমদম, ১৩ জুন: ঘূর্ণিঝড় বায়ুর প্রভাব পড়ল কলকাতা বিমানবন্দরেও। গতকাল রাতে প্রায় আধ ঘন্টা বিমান পরিষেবা স্থগিত থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দানা বাধে। 9:50 থেকে 10:20 পর্যন্ত উড়ান বন্ধ ছিল কলকাতা বিমানবন্দরে। ফ্লাইট ডিলে হওয়ায় বোর্ডিং পাস সময়মত না হওয়ায় যাত্রীরা আশংকিত হয়ে পড়ে। তারা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখায় কলকাতা বিমানবন্দরের বেসরকারি বিমানবসংস্থার বোর্ডিং কাউন্টারের সামনে বিক্ষোভ দেখায়।

Body:বিমানবন্দর সূত্রে জানা গেছে গতকাল রাতে বন্ধ হয়ে যায় গুজরাতগামী উড়ান। আজ সকালেও আমেদাবাদগামী বিমান কলকাতা বিমানবন্দর থেকে ওড়েনি। এরই মাঝে গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের প্রভাবে 9:50 থেকে 10:20 পর্যন্ত উড়ান স্থগিত রাখা হয়। এর প্রভাব পড়ে পরবর্তী সময়ে ওড়া বিমানগুলিতেও। ফলে গভীর রাত পর্যন্ত প্রায় গোটা দশেক বিমান দেরিতে। ওঠানামা করেছে।

Conclusion:যাত্রীদের অভিযোগ কি কারণে বোর্ডিং পাস দেরিতে হচ্ছে তা ঠিক ভাবে জানানো হয়নি বিমানসংস্থার পক্ষ থেকে। ঠিক কতক্ষণ দেরি হবে তাও জানাতে পারেনি বোর্ডিং পাসে তৈরির দায়িত্বে থাকা বিমান সংস্থার কর্মীরা। যাত্রীদের মনে ধোঁয়াশা তৈরি হওয়ায় ফলে তাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। তারা বোর্ডিং তৈরি করার দায়িত্বে থাকা কর্মীদের ঘিরে তাদের ক্ষোভ জানাতে থাকে। টিকিটের টাকা ফেরতের দাবিতে তুলে অনেকেই বিমানবন্দরের ভেতরে বিক্ষোভ দেখায়। জানা গিয়েছে এদিন রাতে কলকাতা বিমানবন্দর থেকে ঝড়বৃষ্টির ফলে বিমান বাতিল করা হয়নি। যদিও বহু বিমান দেরিতে উড়েছে। বিমানবন্দর সূত্রের দাবি পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। বিমান বাতিল না হওয়ায় টিকিটের টাকা ফেরতের পরিস্থিতি তৈরি হয়নি।
Last Updated : Jun 13, 2019, 4:22 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.