ETV Bharat / state

কলকাতার বাতাসে বাড়ল দূষণ, শরীরে ক্ষতিকারক প্রভাব পড়ার আশংকায় পরিবেশবিজ্ঞানীরা - কলকাতার বাতাসে বাড়ল দূষণ

Air Pollution in Kolkata: কলকাতার বাতাস দূষণের মাত্রা আরও বাড়ল ৷ মানবশরীরে এর ক্ষতিকারক প্রভাব পড়বে বলে আশংকা করছেন পরিবেশ বিজ্ঞানী থেকে চিকিৎসকরা ৷

Air Pollution in Kolkata
কলকাতার বাতাসে দূষণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 5:19 PM IST

কলকাতা, 24 নভেম্বর: কালী পুজো কেটেছে প্রায় দুই সপ্তাহ হতে চলল । তবু বাতাসের গুণমানের পরিবর্তন ঘটেনি । পরিস্থিতি ভালো তো হয়ইনি বরং দূষণের মাত্রা বেড়েছে । ধূলিকণা থেকে গ্যাসীয় কণা । আর এর জেরে শহরে বসবাসকারী মানুষজনের শ্বাসজনিত নানা সমস্যা বৃদ্ধির আশংকা করছেন পরিবেশ বিজ্ঞানী থেকে চিকিৎসক মহল ।

শুক্রবার কলকাতার দক্ষিণে বালিগঞ্জ এলাকায় বাতাসের মানের সূচক 309-এ উঠেছে । ভিক্টোরিয়া মেমোরিয়াল 309 ও ফোর্ট উইলিয়ামে 310-এ সূচক ঠেকেছে । কলকাতার উত্তর দিকে বিধাননগর এলাকার বাতাসের গুণমান সূচক ছুঁয়েছে 286-এ । রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এলাকার যন্ত্রের সূচক দেখাচ্ছে 218, রবীন্দ্র সরোবরে 260 । যা নিয়ম মাফিক খারাপ ।

বেশকিছু দিন আগে বাতাসের দূষণ সূচক মাঝামাঝি ছিল । সূচক 0-50 থাকলে সেটা ভালো । 51-100 পর্যন্ত সন্তোষজনক । 101-200 মাঝারি, 201-300 খারাপ, 301-400 খুব খারাপ, 401 থেকে 500 গুরুতর উদ্বেগের হিসেবে ধরা হয় ।

আজকের বায়ু দূষণের সূচক অনুসারে পরিবেশ বিজ্ঞানীদের মতে, বাতাসের গুণমান সূচক যথেষ্ট খারাপ । মানব দেহের ক্ষেত্রে তা উদ্বেগজনক ।
এই প্রসঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক আধিকারিক বলেন, শীতকালীন পরিস্থিতি তৈরি হয়েছে । সকালবেলা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ছিল । ফলে বাতাসে ধূলিকণার পরিমাণ পিএম 10, পিএম 2.5 বেড়ে গিয়েছে । তাই যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাঁদের ওষুধ ও মাস্ক ব্যবহার করা ভালো । 201-300 সূচক থাকলে বাসিন্দাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি করে ।

পরিবেশবিদ সোমেন্দ্রমোহন ঘোষ বলেন, যেভাবে বাতাসের গুণমান খারাপ হচ্ছে, বৃষ্টি না হলে দূষণের সূচক আরও বাড়বে । শরীরে এই পরিবেশ পরিস্থিতি খারাপ প্রভাব ফেলবে । বাতাসের ধূলিকণা নিয়ন্ত্রণে পৌর প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে । তাহলে অনেকটাই দূষণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব ।

আরও পড়ুন:

  1. তিলোত্তমায় লাগামহীন শব্দ-তাণ্ডব, বাজি ফেটেছে হাসপাতালের ভিতরেও; দাবি পরিবেশ কর্মীদের
  2. দূষণ বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি ! জেনে নিন কী কী উপায়ে প্রতিরোধ সম্ভব
  3. দিল্লিতে কিছুটা কমল বায়ু দূষণ, একিউআই দাঁড়িয়েছে 394

কলকাতা, 24 নভেম্বর: কালী পুজো কেটেছে প্রায় দুই সপ্তাহ হতে চলল । তবু বাতাসের গুণমানের পরিবর্তন ঘটেনি । পরিস্থিতি ভালো তো হয়ইনি বরং দূষণের মাত্রা বেড়েছে । ধূলিকণা থেকে গ্যাসীয় কণা । আর এর জেরে শহরে বসবাসকারী মানুষজনের শ্বাসজনিত নানা সমস্যা বৃদ্ধির আশংকা করছেন পরিবেশ বিজ্ঞানী থেকে চিকিৎসক মহল ।

শুক্রবার কলকাতার দক্ষিণে বালিগঞ্জ এলাকায় বাতাসের মানের সূচক 309-এ উঠেছে । ভিক্টোরিয়া মেমোরিয়াল 309 ও ফোর্ট উইলিয়ামে 310-এ সূচক ঠেকেছে । কলকাতার উত্তর দিকে বিধাননগর এলাকার বাতাসের গুণমান সূচক ছুঁয়েছে 286-এ । রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এলাকার যন্ত্রের সূচক দেখাচ্ছে 218, রবীন্দ্র সরোবরে 260 । যা নিয়ম মাফিক খারাপ ।

বেশকিছু দিন আগে বাতাসের দূষণ সূচক মাঝামাঝি ছিল । সূচক 0-50 থাকলে সেটা ভালো । 51-100 পর্যন্ত সন্তোষজনক । 101-200 মাঝারি, 201-300 খারাপ, 301-400 খুব খারাপ, 401 থেকে 500 গুরুতর উদ্বেগের হিসেবে ধরা হয় ।

আজকের বায়ু দূষণের সূচক অনুসারে পরিবেশ বিজ্ঞানীদের মতে, বাতাসের গুণমান সূচক যথেষ্ট খারাপ । মানব দেহের ক্ষেত্রে তা উদ্বেগজনক ।
এই প্রসঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক আধিকারিক বলেন, শীতকালীন পরিস্থিতি তৈরি হয়েছে । সকালবেলা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ছিল । ফলে বাতাসে ধূলিকণার পরিমাণ পিএম 10, পিএম 2.5 বেড়ে গিয়েছে । তাই যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাঁদের ওষুধ ও মাস্ক ব্যবহার করা ভালো । 201-300 সূচক থাকলে বাসিন্দাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি করে ।

পরিবেশবিদ সোমেন্দ্রমোহন ঘোষ বলেন, যেভাবে বাতাসের গুণমান খারাপ হচ্ছে, বৃষ্টি না হলে দূষণের সূচক আরও বাড়বে । শরীরে এই পরিবেশ পরিস্থিতি খারাপ প্রভাব ফেলবে । বাতাসের ধূলিকণা নিয়ন্ত্রণে পৌর প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে । তাহলে অনেকটাই দূষণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব ।

আরও পড়ুন:

  1. তিলোত্তমায় লাগামহীন শব্দ-তাণ্ডব, বাজি ফেটেছে হাসপাতালের ভিতরেও; দাবি পরিবেশ কর্মীদের
  2. দূষণ বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি ! জেনে নিন কী কী উপায়ে প্রতিরোধ সম্ভব
  3. দিল্লিতে কিছুটা কমল বায়ু দূষণ, একিউআই দাঁড়িয়েছে 394
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.