ETV Bharat / state

Complicated Surgery: হাঁটুতে টিউমার, জটিল অস্ত্রোপচার সফল আরজি কর হাসপাতালে - হাঁটু

হাঁটুতে টিউমার নিয়ে আরজি কর হাসপাতালে ভরতি হয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা পারভিনা বিবি ৷ যেখানে হাঁটু বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে সফল অস্ত্রোপচার হয়েছে আরজি কর হাসাপাতালে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 4, 2023, 8:33 PM IST

কলকাতা, 4 অগস্ট: হাঁটুতে টিউমার ৷ মঙ্গলবার জটিল অস্ত্রোপচার সফল হয়েছে আরজি কর হাসপাতালে ৷ দীর্ঘ দু'বছরের বেশি সময় ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসায় সাড়া না-পেয়ে আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে আসেন মুর্শিদাবাদের বাসিন্দা 33 বছরের পারভিনা বিবি ৷ সেখানে তাঁর পায়ের অপারেশন হয়। চিকিৎসক জানিয়েছেন, আট ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার হয়েছে পারভিনা বিবির ৷ হাঁটুর নিচে প্রায় 12 সেন্টিমিটার মত অংশ বাদ দিতে হয়েছে। মেগা প্রোসথথেসিস নামে একটি যন্ত্রও বসানো হয়েছে ।

হাসপাতালের চিকিৎসক এ. কে.গর্গ বলেন, "অপারেশন তো জটিল ছিলই। সেটা সফল হওয়ার পর একটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে পা-টাকে বাঁচানো গিয়েছে। এই পুরো প্রক্রিয়ার খরচ 2 লক্ষ টাকার বেশি। সরকারি হাসপাতাল হওয়ায় সেটা সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। এই যন্ত্র পুরোটাই টাইটেনিয়াম দিয়ে তৈরি। ফলে, ভবিষ্যতে সিটি স্ক্যান, এমআরআই কিছু করতে হলে কোনও সমস্যা হবে না। পা বাদ যাওয়া থেকে বেঁচে গিয়েছেন পারভিনা বিবি।" অস্ত্রোপচার সফল হওয়ায় চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন পারভিনা এবং তাঁর পরিবার। পারভিনা বলেন, "প্রথম দিকে ভেবেছিলাম আমার শিরার কোনও সমস্যা হয়েছে। তারপর আমি এমআরআই করাই। সেখানে ধরা পড়ে হাঁটুতে টিউমার হয়েছে । অবশেষে এই সমস্যা থেকে মুক্তি পেলাম ৷"

Complicated Surgery
জটির অস্ত্রোপচার সফল মুর্শিদাবাদের বাসিন্দার

জানা গিয়েছে, ঘটনার শুরু 2021 সালের প্রথম দিকে। ডান পায়ে সমস্যা শুরু হয় পারভিনার। হাঁটাচলার সময়ে প্রায়ই ডান পায়ের হাঁটুর কাছে ব্যথা হত ৷ প্রথম প্রথম অত গুরুত্ব দেননি তিনি। ভেবেছিলেন সামান্য ব্যথা কমে যাবে। কিন্তু ক্রমশ বাড়তেই থাকে যন্ত্রণা। পরীক্ষায় পর দেখা যায়, হাঁটুর কাছে টিউমার হয়েছে। সেই টিউমার থেকে হাঁটাচলা প্রায় বন্ধ হতে বসেছিল পারভিনার। টিউমার ধরা পড়ার পর পারভিনা ভর্তি হন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।

আরও পড়ুন: কালাচ সাপের কামড়ে মৃত্যু দম্পতির, পরিবারে শোকের ছায়া

সেখানকার চিকিৎসকরা জানান, ডান পা বাদ দিতে হবে। এরপর তিনি কলকাতায় এসে প্রথমে এসএসকেএম-এ তারপর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেন। তবে সব জায়গাতেই উত্তর একটাই পান তিনি। অবশেষে পারভিনা শরণাপন্ন হন কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসকের। সেখানেই জটিল অস্ত্রোপচারের পর ভালো আছেন মুর্শিদাবাদের বাসিন্দা পারভিন বাবি ৷

কলকাতা, 4 অগস্ট: হাঁটুতে টিউমার ৷ মঙ্গলবার জটিল অস্ত্রোপচার সফল হয়েছে আরজি কর হাসপাতালে ৷ দীর্ঘ দু'বছরের বেশি সময় ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসায় সাড়া না-পেয়ে আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে আসেন মুর্শিদাবাদের বাসিন্দা 33 বছরের পারভিনা বিবি ৷ সেখানে তাঁর পায়ের অপারেশন হয়। চিকিৎসক জানিয়েছেন, আট ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার হয়েছে পারভিনা বিবির ৷ হাঁটুর নিচে প্রায় 12 সেন্টিমিটার মত অংশ বাদ দিতে হয়েছে। মেগা প্রোসথথেসিস নামে একটি যন্ত্রও বসানো হয়েছে ।

হাসপাতালের চিকিৎসক এ. কে.গর্গ বলেন, "অপারেশন তো জটিল ছিলই। সেটা সফল হওয়ার পর একটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে পা-টাকে বাঁচানো গিয়েছে। এই পুরো প্রক্রিয়ার খরচ 2 লক্ষ টাকার বেশি। সরকারি হাসপাতাল হওয়ায় সেটা সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। এই যন্ত্র পুরোটাই টাইটেনিয়াম দিয়ে তৈরি। ফলে, ভবিষ্যতে সিটি স্ক্যান, এমআরআই কিছু করতে হলে কোনও সমস্যা হবে না। পা বাদ যাওয়া থেকে বেঁচে গিয়েছেন পারভিনা বিবি।" অস্ত্রোপচার সফল হওয়ায় চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন পারভিনা এবং তাঁর পরিবার। পারভিনা বলেন, "প্রথম দিকে ভেবেছিলাম আমার শিরার কোনও সমস্যা হয়েছে। তারপর আমি এমআরআই করাই। সেখানে ধরা পড়ে হাঁটুতে টিউমার হয়েছে । অবশেষে এই সমস্যা থেকে মুক্তি পেলাম ৷"

Complicated Surgery
জটির অস্ত্রোপচার সফল মুর্শিদাবাদের বাসিন্দার

জানা গিয়েছে, ঘটনার শুরু 2021 সালের প্রথম দিকে। ডান পায়ে সমস্যা শুরু হয় পারভিনার। হাঁটাচলার সময়ে প্রায়ই ডান পায়ের হাঁটুর কাছে ব্যথা হত ৷ প্রথম প্রথম অত গুরুত্ব দেননি তিনি। ভেবেছিলেন সামান্য ব্যথা কমে যাবে। কিন্তু ক্রমশ বাড়তেই থাকে যন্ত্রণা। পরীক্ষায় পর দেখা যায়, হাঁটুর কাছে টিউমার হয়েছে। সেই টিউমার থেকে হাঁটাচলা প্রায় বন্ধ হতে বসেছিল পারভিনার। টিউমার ধরা পড়ার পর পারভিনা ভর্তি হন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।

আরও পড়ুন: কালাচ সাপের কামড়ে মৃত্যু দম্পতির, পরিবারে শোকের ছায়া

সেখানকার চিকিৎসকরা জানান, ডান পা বাদ দিতে হবে। এরপর তিনি কলকাতায় এসে প্রথমে এসএসকেএম-এ তারপর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেন। তবে সব জায়গাতেই উত্তর একটাই পান তিনি। অবশেষে পারভিনা শরণাপন্ন হন কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসকের। সেখানেই জটিল অস্ত্রোপচারের পর ভালো আছেন মুর্শিদাবাদের বাসিন্দা পারভিন বাবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.