ETV Bharat / state

Palmars Bazar Pumping Station: বর্ষার আগেই পামার বাজার পাম্পিং স্টেশনের কার্যক্ষমতা দ্বিগুণ করতে চায় পৌরনিগম - Palmars Bazar Pumping Station

জমা জলের ভোগান্তি কমাতে বছর শুরুতেই নতুন ভাবনা কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) ৷ পামার বাজার পাম্পিং স্টেশনের (Palmars Bazar Pumping Station) কার্যক্ষমতা করা হচ্ছে দ্বিগুণ ৷

KMC
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jan 4, 2023, 10:34 AM IST

কলকাতা, 4 জানুয়ারি: বর্ষা এলেই ভাসে কলকাতা । শাসক বিরোধী তরজায় সরগরম হয় রাজনীতি । দুর্ভোগের শিকার হন নগরবাসী । এবার নতুন বছরের শুরুতেই নগরবাসীর হয়রানি কমাতে তৎপর হল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । পামার বাজার পাম্পিং স্টেশনের বর্তমান কার্যক্ষমতা বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণ । বসানো হবে নতুন পাম্পও । করা হবে নতুন সাম্প । এর ফলে বিপুল এলাকার জল দ্রুত নিষ্কাশন করা যাবে আরও কম সময়ে । এমনটাই মনে করছে পৌরনিগম । সবমিলিয়ে জমা জলের ভোগান্তি কমবে শহরবাসীর ।

শ্যামবাজার থেকে শুরু করে এপিসি রোড, এজেসি বসু রোড হয়ে শিয়ালদা এবং মৌলালির বিস্তীর্ণ এলাকার বর্ষার জল নিষ্কাশন হয় এই ব্রিটিশ আমলের পামার বাজার পাম্পিং স্টেশন (Palmars Bridge Pumping Station) থেকে । কলকাতার বড় পাম্পিং স্টেশনগুলির মধ্যে এটি অন্যতম । তবে সময়ের সঙ্গেই এলাকা বেড়েছে । তবে জল ধারণ ক্ষমতা বা নিষ্কাশন ক্ষমতা একই রয়ে গিয়েছে । ফলে সব কটি পাম্প চালু থাকার পরেও বিস্তীর্ণ এলাকা দীর্ঘ সময় থাকে জলের তলায় ।

এদিকে ব্রিটিশ আমল থেকে টানা চলে আসার ফলে পাম্পের কার্য ক্ষমতা অনেক কমেছে । তাই সমস্ত বিষয় মাথায় রেখেই এই পাম্পিং স্টেশনের কার্যক্ষমতা দ্বিগুণ করে ফেলার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগমের (KMC) নিকাশি বিভাগ । খুব দ্রুত নির্দিষ্ট প্রকল্প রিপোর্ট তৈরি করতে চলেছে আধিকারিকরা, বলেই সূত্রের খবর ।

জানা গিয়েছে, সোমবার পামারবাজার পাম্পিং স্টেশন (Palmars Bazar Pumping Station) পরিদর্শন করেছেন নিকাশি বিভাগের আধিকারিকরা । সেখানে ঘণ্টায় এখন 24 হাজার কিউসেক জলধারণ ক্ষমতার সাম্প আছে । কলকাতার উত্তর, মধ্য ও পূর্বের বিরাট এলাকার বর্ষার জল এই পাম্পিং স্টেশনের মাধ্যমে বের হয় । তাই কর্মক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে । এখন সেখানে তিনটি কুয়ো মিলিয়ে ঘণ্টায় 72 হাজার কিউসেক জল ধরে । ঘণ্টায় এত পরিমান জল ওই পাম্পিং স্টেশন টানতে পারে । এবার দ্বিগুণ করে ঘণ্টায় এক লক্ষ 44 হাজার কিউসেক করা হবে ।

আরও পড়ুন: চলতি মাসেই শুরু হাম ও রুবেলা টিকাকরণ, অসহযোগিতার অভিযোগ বেসরকারি স্কুলের বিরুদ্ধে

কলকাতা পৌরনিগমের এক আধিকারিকের কথায়, "এবার এই সংক্রান্ত বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি হবে । মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) ও নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ তারক সিংয়ের (Tarak Singh) সঙ্গে আলোচনা হয়েছে । তাঁরা পাম্পিং স্টেশন পরিদর্শনেও যেতে পারেন । ক্ষমতা বাড়লে শ্যামবাজার, ঠনঠনিয়া, বড়বাজার, এজেসি বোস রোড, এস পি মুখার্জি রোড, শিয়ালদা, বিধান সরণির বিস্তীর্ণ এলাকা আর দীর্ঘ সময় জলের তলায় থাকবে না । দ্রুত জল টেনে নেবে পাম্পিং স্টেশন ।"

কলকাতা, 4 জানুয়ারি: বর্ষা এলেই ভাসে কলকাতা । শাসক বিরোধী তরজায় সরগরম হয় রাজনীতি । দুর্ভোগের শিকার হন নগরবাসী । এবার নতুন বছরের শুরুতেই নগরবাসীর হয়রানি কমাতে তৎপর হল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । পামার বাজার পাম্পিং স্টেশনের বর্তমান কার্যক্ষমতা বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণ । বসানো হবে নতুন পাম্পও । করা হবে নতুন সাম্প । এর ফলে বিপুল এলাকার জল দ্রুত নিষ্কাশন করা যাবে আরও কম সময়ে । এমনটাই মনে করছে পৌরনিগম । সবমিলিয়ে জমা জলের ভোগান্তি কমবে শহরবাসীর ।

শ্যামবাজার থেকে শুরু করে এপিসি রোড, এজেসি বসু রোড হয়ে শিয়ালদা এবং মৌলালির বিস্তীর্ণ এলাকার বর্ষার জল নিষ্কাশন হয় এই ব্রিটিশ আমলের পামার বাজার পাম্পিং স্টেশন (Palmars Bridge Pumping Station) থেকে । কলকাতার বড় পাম্পিং স্টেশনগুলির মধ্যে এটি অন্যতম । তবে সময়ের সঙ্গেই এলাকা বেড়েছে । তবে জল ধারণ ক্ষমতা বা নিষ্কাশন ক্ষমতা একই রয়ে গিয়েছে । ফলে সব কটি পাম্প চালু থাকার পরেও বিস্তীর্ণ এলাকা দীর্ঘ সময় থাকে জলের তলায় ।

এদিকে ব্রিটিশ আমল থেকে টানা চলে আসার ফলে পাম্পের কার্য ক্ষমতা অনেক কমেছে । তাই সমস্ত বিষয় মাথায় রেখেই এই পাম্পিং স্টেশনের কার্যক্ষমতা দ্বিগুণ করে ফেলার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগমের (KMC) নিকাশি বিভাগ । খুব দ্রুত নির্দিষ্ট প্রকল্প রিপোর্ট তৈরি করতে চলেছে আধিকারিকরা, বলেই সূত্রের খবর ।

জানা গিয়েছে, সোমবার পামারবাজার পাম্পিং স্টেশন (Palmars Bazar Pumping Station) পরিদর্শন করেছেন নিকাশি বিভাগের আধিকারিকরা । সেখানে ঘণ্টায় এখন 24 হাজার কিউসেক জলধারণ ক্ষমতার সাম্প আছে । কলকাতার উত্তর, মধ্য ও পূর্বের বিরাট এলাকার বর্ষার জল এই পাম্পিং স্টেশনের মাধ্যমে বের হয় । তাই কর্মক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে । এখন সেখানে তিনটি কুয়ো মিলিয়ে ঘণ্টায় 72 হাজার কিউসেক জল ধরে । ঘণ্টায় এত পরিমান জল ওই পাম্পিং স্টেশন টানতে পারে । এবার দ্বিগুণ করে ঘণ্টায় এক লক্ষ 44 হাজার কিউসেক করা হবে ।

আরও পড়ুন: চলতি মাসেই শুরু হাম ও রুবেলা টিকাকরণ, অসহযোগিতার অভিযোগ বেসরকারি স্কুলের বিরুদ্ধে

কলকাতা পৌরনিগমের এক আধিকারিকের কথায়, "এবার এই সংক্রান্ত বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি হবে । মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) ও নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ তারক সিংয়ের (Tarak Singh) সঙ্গে আলোচনা হয়েছে । তাঁরা পাম্পিং স্টেশন পরিদর্শনেও যেতে পারেন । ক্ষমতা বাড়লে শ্যামবাজার, ঠনঠনিয়া, বড়বাজার, এজেসি বোস রোড, এস পি মুখার্জি রোড, শিয়ালদা, বিধান সরণির বিস্তীর্ণ এলাকা আর দীর্ঘ সময় জলের তলায় থাকবে না । দ্রুত জল টেনে নেবে পাম্পিং স্টেশন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.