ETV Bharat / state

Kolkata Municipal Corporation: বাণিজ্যিক ক্ষেত্রে কর কমানোর পরিকল্পনা পৌরনিগমের, অপেক্ষা নবান্নের সবুজ সংকেতের

বাণিজ্যিক করের বোঝা কমাতে চাইছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ এই সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে ৷ অপেক্ষা নবান্নের সবুজ সংকেতের

ETV Bharat
কলকাতা পৌরসভা
author img

By

Published : Jan 2, 2023, 9:39 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: কলকাতায় এখন বাধ্যতা মূলক নয়া পদ্ধতি ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট( ইউএএ)। বেশ কয়েক ধাপে এই কর পদ্ধতি নথিভুক্তকরণ ও কর মূল্যায়ণ সরলীকরণ করা হয়েছে । পাশাপাশি চলছে মূল্যায়িত হয়নি এমন সম্পত্তি খুঁজে চিহ্নিত করার কাজ । এবার আয় বাড়াতে নতুন বছরে ফের চমক দিতে চাইছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ দাওয়াই বাণিজ্যিক করের বোঝা কমিয়ে আয় বৃদ্ধির পথ আরও মসৃণ করা । সেই লক্ষ্যেই পৌরনিগম তাদের পরিকল্পনা এবার নবান্নে পাঠিয়েছে । নবান্নের সবুজ সংকেত পেলেই বাস্তবায়ন করা হবে ।

সূত্রের খবর, সমস্ত বিষয়টি বাস্তবায়িত হলে কমবেশি 50 শতাংশ পর্যন্ত ছাড় মিলবে বাণিজ্যিক কর প্রদানের ক্ষেত্রে । একলপ্তে এতটা ছাড় পাওয়া গেলে বাণিজ্যিক সম্পত্তির থেকে রাজস্ব আদায় আরও বাড়বে বলেই মনে করছেন পৌরনিগমের কর্তারা । বর্তমান নিয়ম অনুসারে, আবাসিকের সঙ্গে বাণিজ্যিক করের মধ্য ফারাক অনেকটাই । পাঁচটি বিষয়ের উপর ব্যবসায়িক ক্ষেত্রে কর নির্ধারিত হয় । আবাসিক করের তুলনায় তা প্রায় কয়েকগুণ বেশি । এমন অস্বাভাবিক পার্থক্যর কারণেই বাণিজ্যিক কর প্রদানে ব্যাপক অনীহা লক্ষ্য করা যায় । বেশিরভাগ ক্ষেত্রেই কর বাকি পড়ে থাকছিল । এই পার্থক্য কমাতেই কর মূল্যায়ণ বিভাগের নয়া এই পরিকল্পনা (KMC plans to reduce tax in commercial sector) ।

সম্প্রতি, কলকাতা পৌরনিগমের মেয়র পরিষদের বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয় । সেই ফাইল প্রস্তাব আকারে নবান্নের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে । এই নিয়ম বাস্তবায়নে প্রায় 50 শতাংশ ছাড় মিলতে পারে । এই বিষয় পৌরনিগমের এক আধিকারিক বলেন, ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট 2017 সালে চালু করা হলেও তা খুব একটা সাফল্যের মুখ দেখেনি । আবাসিক ও বাণিজ্যিক করের ফারাক অনেকটাই । করের পরিমাণ বেশি হওয়াতে টাকা জমা দেওয়ার প্রবণতা অনেক কম থাকে । আমরা বর্তমানে এই ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করেছি । বাণিজ্যিক ক্ষেত্রকে বিপুল ছাড়ের সুযোগ করে দিলে কর দেওয়ার প্রবণতা বাড়বে । এক্ষেত্রে আরও প্রচুর সংখ্যক করদাতা এরিয়া ভিত্তিক কর ব্যবস্থায় নিজেদের নথিভুক্ত করবেন ।

আরও পড়ুন: মিউটেশনের ফাইল ফেলে রাখা যাবে না, নির্দেশিকা কলকাতা পৌরনিগমের

প্রসঙ্গত, ইউএএ সরলীকরণ ও বাধ্যতামূলক করায় নথিভুক্ত করদাতার সংখ্যা এখন সাড়ে আট লক্ষ । এর মধ্যে দু'লক্ষের কাছাকাছি করদাতা ইউনিট এরিয়া অ্যাসেসমেন্টে যুক্ত রয়েছে । আগামিদিনে আরও করদাতার সংখ্যা বাড়বে বলে আশাবাদী কলকাতা পৌরনিগম ৷

কলকাতা, 2 জানুয়ারি: কলকাতায় এখন বাধ্যতা মূলক নয়া পদ্ধতি ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট( ইউএএ)। বেশ কয়েক ধাপে এই কর পদ্ধতি নথিভুক্তকরণ ও কর মূল্যায়ণ সরলীকরণ করা হয়েছে । পাশাপাশি চলছে মূল্যায়িত হয়নি এমন সম্পত্তি খুঁজে চিহ্নিত করার কাজ । এবার আয় বাড়াতে নতুন বছরে ফের চমক দিতে চাইছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ দাওয়াই বাণিজ্যিক করের বোঝা কমিয়ে আয় বৃদ্ধির পথ আরও মসৃণ করা । সেই লক্ষ্যেই পৌরনিগম তাদের পরিকল্পনা এবার নবান্নে পাঠিয়েছে । নবান্নের সবুজ সংকেত পেলেই বাস্তবায়ন করা হবে ।

সূত্রের খবর, সমস্ত বিষয়টি বাস্তবায়িত হলে কমবেশি 50 শতাংশ পর্যন্ত ছাড় মিলবে বাণিজ্যিক কর প্রদানের ক্ষেত্রে । একলপ্তে এতটা ছাড় পাওয়া গেলে বাণিজ্যিক সম্পত্তির থেকে রাজস্ব আদায় আরও বাড়বে বলেই মনে করছেন পৌরনিগমের কর্তারা । বর্তমান নিয়ম অনুসারে, আবাসিকের সঙ্গে বাণিজ্যিক করের মধ্য ফারাক অনেকটাই । পাঁচটি বিষয়ের উপর ব্যবসায়িক ক্ষেত্রে কর নির্ধারিত হয় । আবাসিক করের তুলনায় তা প্রায় কয়েকগুণ বেশি । এমন অস্বাভাবিক পার্থক্যর কারণেই বাণিজ্যিক কর প্রদানে ব্যাপক অনীহা লক্ষ্য করা যায় । বেশিরভাগ ক্ষেত্রেই কর বাকি পড়ে থাকছিল । এই পার্থক্য কমাতেই কর মূল্যায়ণ বিভাগের নয়া এই পরিকল্পনা (KMC plans to reduce tax in commercial sector) ।

সম্প্রতি, কলকাতা পৌরনিগমের মেয়র পরিষদের বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয় । সেই ফাইল প্রস্তাব আকারে নবান্নের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে । এই নিয়ম বাস্তবায়নে প্রায় 50 শতাংশ ছাড় মিলতে পারে । এই বিষয় পৌরনিগমের এক আধিকারিক বলেন, ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট 2017 সালে চালু করা হলেও তা খুব একটা সাফল্যের মুখ দেখেনি । আবাসিক ও বাণিজ্যিক করের ফারাক অনেকটাই । করের পরিমাণ বেশি হওয়াতে টাকা জমা দেওয়ার প্রবণতা অনেক কম থাকে । আমরা বর্তমানে এই ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করেছি । বাণিজ্যিক ক্ষেত্রকে বিপুল ছাড়ের সুযোগ করে দিলে কর দেওয়ার প্রবণতা বাড়বে । এক্ষেত্রে আরও প্রচুর সংখ্যক করদাতা এরিয়া ভিত্তিক কর ব্যবস্থায় নিজেদের নথিভুক্ত করবেন ।

আরও পড়ুন: মিউটেশনের ফাইল ফেলে রাখা যাবে না, নির্দেশিকা কলকাতা পৌরনিগমের

প্রসঙ্গত, ইউএএ সরলীকরণ ও বাধ্যতামূলক করায় নথিভুক্ত করদাতার সংখ্যা এখন সাড়ে আট লক্ষ । এর মধ্যে দু'লক্ষের কাছাকাছি করদাতা ইউনিট এরিয়া অ্যাসেসমেন্টে যুক্ত রয়েছে । আগামিদিনে আরও করদাতার সংখ্যা বাড়বে বলে আশাবাদী কলকাতা পৌরনিগম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.