ETV Bharat / state

Electricity Bill issue in KMC : পৌরবাজারে দোকানদারদের পৃথক মিটার না দিলে বিদ্যুৎ বিল দেবে না কেএমসি

author img

By

Published : Apr 26, 2022, 1:47 PM IST

প্রতিটি পৌর বাজারের প্রতি দোকানদারকে আলাদা মিটার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ তবে সেই আলাদা আলাদা মিটার দিতে রাজি নয় সিইএসসি (Electricity Bill issue in KMC) ৷

KMC News
কলকাতা পৌরনিগম

কলকাতা, 26 এপ্রিল : প্রতিটা পৌর বাজারের প্রতি দোকানদারকে আলাদা মিটার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । কিন্তু প্রত্যেককে আলাদা মিটার দিতে রাজি নয় সিইএসসি । তাই পৃথক মিটার না দিলে আপাতত পৌরবাজারে বিদ্যুতের বিলের টাকা মেটাবে না কলকাতা পৌরনিগম এমনটাই সূত্রে খবর (Electricity Bill issue in KMC) ।

কলকাতা পৌর নিগমের হাতে থাকা প্রায় 10 থেকে 12টি বাজারের ইতিমধ্যে সিএসসির তরফ থেকে দোকানদারদের আলাদা আলাদা মিটার দেওয়া হয়েছে । তবে বাকি বাজারগুলিতে বাল্ক মিটার দেওয়া রয়েছে । যেখান থেকে আলাদা করে লাইন টেনে আলো,পাখা চালান দোকানদাররা । সেই বিল আলাদা আলাদা করে হিসাব করে আদায় করে কলকাতা পৌরনিগম, তারপর সেই টাকা সিইএসসিকে জমা দেয় । এই বাড়তি দায়-দায়িত্ব আর নিতে চাইছে না কলকাতা পৌরনিগম ।

কেএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, এর ফলে অনেক দোকানদার চাইলেও প্রয়োজনীয় কোনও যন্ত্রাংশ বা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগাতে পারেন না নিজস্ব মিটার না থাকায় । ইতিমধ্যে কয়েকটি পৌরবাজারে বাজারে দেওয়া থাকলে বাকি বাজারগুলিতে কেন দেওয়া যাবে না ? এই প্রশ্ন তুলেছেন বাজার দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য আমিরুদ্দিন ববি । গত কয়েক সপ্তাহ আগেই এই বিষয়ে বৈঠক হয়েছিল । এরপরে যৌথভাবে সিইএসসি এবং কলকাতা পৌরনিগমের আধিকারিকরা বিভিন্ন বাজার পরিদর্শন করেন । ইতিমধ্যেই বাঁশদ্রোণী, বকুলতলা, বেহালা ম্যানটন, শিশির মার্কেটের মতো বাজারগুলিতে প্রত্যেক ব্যবসায়ীর আলাদা আলাদা মিটার আছে । অন্যান্য বাজারে মিটার না দেওয়ায় আপাতত কলকাতা পৌরনিগমের তরফ থেকে বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজার বিভাগ বলে জানান মেয়র পারিষদ আমিরউদ্দিন ববি ।

মেয়র পারিষদ আমিরউদ্দিন ববি

আরও পড়ুন : মার্কাস স্কোয়ার মাঠে বিকল্প জলাধার কলকাতা পৌরনিগমের

মেয়র পারিষদ বলেন, "কলকাতা পৌর বাজারে বেশ কয়েকটিতে আলাদা আলাদা মিটার দেওয়া হলে বাকিগুলিতে কেন দেওয়া যাবে না ? তার কোনও সদুত্তর সিইএসসি কর্তৃপক্ষ দিতে পারেনি । তাই বাকি বাজারগুলিতে যতদিন না ব্যক্তিগত মিটার দেওয়া হচ্ছে ততদিন আমরা বিদ্যুতের বিল দেব না বলেই সিদ্ধান্ত গ্রহণ করেছি ।"

কলকাতা, 26 এপ্রিল : প্রতিটা পৌর বাজারের প্রতি দোকানদারকে আলাদা মিটার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । কিন্তু প্রত্যেককে আলাদা মিটার দিতে রাজি নয় সিইএসসি । তাই পৃথক মিটার না দিলে আপাতত পৌরবাজারে বিদ্যুতের বিলের টাকা মেটাবে না কলকাতা পৌরনিগম এমনটাই সূত্রে খবর (Electricity Bill issue in KMC) ।

কলকাতা পৌর নিগমের হাতে থাকা প্রায় 10 থেকে 12টি বাজারের ইতিমধ্যে সিএসসির তরফ থেকে দোকানদারদের আলাদা আলাদা মিটার দেওয়া হয়েছে । তবে বাকি বাজারগুলিতে বাল্ক মিটার দেওয়া রয়েছে । যেখান থেকে আলাদা করে লাইন টেনে আলো,পাখা চালান দোকানদাররা । সেই বিল আলাদা আলাদা করে হিসাব করে আদায় করে কলকাতা পৌরনিগম, তারপর সেই টাকা সিইএসসিকে জমা দেয় । এই বাড়তি দায়-দায়িত্ব আর নিতে চাইছে না কলকাতা পৌরনিগম ।

কেএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, এর ফলে অনেক দোকানদার চাইলেও প্রয়োজনীয় কোনও যন্ত্রাংশ বা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগাতে পারেন না নিজস্ব মিটার না থাকায় । ইতিমধ্যে কয়েকটি পৌরবাজারে বাজারে দেওয়া থাকলে বাকি বাজারগুলিতে কেন দেওয়া যাবে না ? এই প্রশ্ন তুলেছেন বাজার দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য আমিরুদ্দিন ববি । গত কয়েক সপ্তাহ আগেই এই বিষয়ে বৈঠক হয়েছিল । এরপরে যৌথভাবে সিইএসসি এবং কলকাতা পৌরনিগমের আধিকারিকরা বিভিন্ন বাজার পরিদর্শন করেন । ইতিমধ্যেই বাঁশদ্রোণী, বকুলতলা, বেহালা ম্যানটন, শিশির মার্কেটের মতো বাজারগুলিতে প্রত্যেক ব্যবসায়ীর আলাদা আলাদা মিটার আছে । অন্যান্য বাজারে মিটার না দেওয়ায় আপাতত কলকাতা পৌরনিগমের তরফ থেকে বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজার বিভাগ বলে জানান মেয়র পারিষদ আমিরউদ্দিন ববি ।

মেয়র পারিষদ আমিরউদ্দিন ববি

আরও পড়ুন : মার্কাস স্কোয়ার মাঠে বিকল্প জলাধার কলকাতা পৌরনিগমের

মেয়র পারিষদ বলেন, "কলকাতা পৌর বাজারে বেশ কয়েকটিতে আলাদা আলাদা মিটার দেওয়া হলে বাকিগুলিতে কেন দেওয়া যাবে না ? তার কোনও সদুত্তর সিইএসসি কর্তৃপক্ষ দিতে পারেনি । তাই বাকি বাজারগুলিতে যতদিন না ব্যক্তিগত মিটার দেওয়া হচ্ছে ততদিন আমরা বিদ্যুতের বিল দেব না বলেই সিদ্ধান্ত গ্রহণ করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.