ETV Bharat / state

Amusement Tax: শহরজুড়ে বন্ধ সিনেমা, থিয়েটার হল! কিন্তু বছর বছর আসছে বিনোদন করের বিল - সিনেমাহল

সিনেমাহল থেকে শুরু করে থিয়েটার হলের ঝাঁপ একে একে বন্ধ হয়েছে ৷ সে জায়গায় মাথা তুলেছে বহুতল ও শপিংমল। কিন্তু বন্ধ হয়ে থাকা সিনেমাহল বা থিয়েটার হলের (Cinema and Theatre Hall Which are Closed) নামে বছর বছর তৈরি হচ্ছে বিনোদন কর বিল।

Amusement Tax
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Mar 12, 2023, 7:19 PM IST

কলকাতা, 12 মার্চ: কলকাতার সিনেমাপাড়া বা থিয়েটারপাড়া আজ শুনশান । একে একে ঝাঁপ বন্ধ হয়েছে সিঙ্গল স্ক্রিন । বন্ধ হয়েছে থিয়েটার হল । বেশ কিছু ইতিমধ্যে প্রোমোটিং গ্রাসে গিয়েছে । সেখানে মাথা তুলেছে বহুতল, শপিংমল । তবে অবাক কাণ্ড হল এই সব তথ্য নথিভুক্ত নেই কলকাতা কর্পোরেশনের বিনোদন কর বিভাগের কাছে । ফলে অস্তিত্বহীন, দীর্ঘ বছর বন্ধ হয়ে থাকা সিনেমাহল থেকে শুরু করে থিয়েটার হলের নামে বছর বছর তৈরি হচ্ছে বিনোদন কর বিল (KMC Claims Amusement Taxes for Cinema and Theatre Hall) ।

আর অংকের নিয়মে এই বকেয়ার পাহাড় জমছে ক্রমশ । এই বিরাট গলদ চোখে পড়েছে কর্তৃপক্ষের, তাই এবার সমীক্ষার নির্দেশ দিয়েছেন তাঁরা । চলতি সপ্তাহে কলকাতা কর্পোরেশনের বিভাগে জমা পড়বে সমীক্ষার বিস্তারিত রিপোর্ট । কর্পোরেশন সূত্রে খবর, জ্যোতি, নিউ এম্পেয়ার, এলিট, রক্সি, রিগালের ঝাঁপ একে একে বন্ধ হয়েছে । ওদিকে লাইট হাউস, মেট্রো থেকে শুরু করে সম্প্রতি মিত্রা সিনেমা হলেরও একই অবস্থা । উত্তরা, শ্রী, বিশ্বরূপাও ব্যতিক্রম নয় । এমনই লম্বা তালিকা রয়েছে নাট্যমঞ্চেরও। সারকারিনা, রঙমহল, রঙ্গনা, সম্প্রতি বিজন থিয়েটারও বন্ধের মুখে।

আরও পড়ুন: তৎপর কর্পোরেশন, রক্সি সিনেমার নীচে সিল করা হল 13টি দোকান

তবে দেওয়ালের গায়ে পাহাড় প্রমাণ বকেয়া বিনোদন করের চিঠি। জানা গিয়েছে, কম-বেশি 40টির বেশি সিঙ্গল স্ক্রিন সিনেমাহল যার মধ্যে অধিকাংশ বন্ধ। 10-15টি মতো নাট্যমঞ্চ বন্ধ। এর পরেও 'ব্যাড ডিমান্ড' নিয়মিত বিনোদন করের বিল তৈরি হচ্ছে । বন্ধ হলের তথ্য হাতে না-থাকতেই এমন গণ্ডগোল । কর্পোরেশনের এক আধিকারিকদের কথায়, "সিনেমাহল বা থিয়েটার হল বন্ধ হয়ে গেলেও মালিকপক্ষের তরফে কিছু জানানো হয় না কর্পোরেশনকে । ফলে প্রতিবছর নিয়মিত বিল পাঠানো হয় । বকেয়া টাকা কীভাবে আদায় করা যায়, কতটা আদায় করা যায় সেটা নিয়ে আলোচনা হবে সমীক্ষা রিপোর্ট নিয়ে । আসতে আসতে নতুন এই ধরনের বিল তৈরি বন্ধ করা হবে । সমীক্ষা রিপোর্ট আলোচনা করে সেই সমস্ত হল মালিকের সঙ্গে যোগাযোগ করা হবে বকেয়া প্রসঙ্গে ।

কলকাতা, 12 মার্চ: কলকাতার সিনেমাপাড়া বা থিয়েটারপাড়া আজ শুনশান । একে একে ঝাঁপ বন্ধ হয়েছে সিঙ্গল স্ক্রিন । বন্ধ হয়েছে থিয়েটার হল । বেশ কিছু ইতিমধ্যে প্রোমোটিং গ্রাসে গিয়েছে । সেখানে মাথা তুলেছে বহুতল, শপিংমল । তবে অবাক কাণ্ড হল এই সব তথ্য নথিভুক্ত নেই কলকাতা কর্পোরেশনের বিনোদন কর বিভাগের কাছে । ফলে অস্তিত্বহীন, দীর্ঘ বছর বন্ধ হয়ে থাকা সিনেমাহল থেকে শুরু করে থিয়েটার হলের নামে বছর বছর তৈরি হচ্ছে বিনোদন কর বিল (KMC Claims Amusement Taxes for Cinema and Theatre Hall) ।

আর অংকের নিয়মে এই বকেয়ার পাহাড় জমছে ক্রমশ । এই বিরাট গলদ চোখে পড়েছে কর্তৃপক্ষের, তাই এবার সমীক্ষার নির্দেশ দিয়েছেন তাঁরা । চলতি সপ্তাহে কলকাতা কর্পোরেশনের বিভাগে জমা পড়বে সমীক্ষার বিস্তারিত রিপোর্ট । কর্পোরেশন সূত্রে খবর, জ্যোতি, নিউ এম্পেয়ার, এলিট, রক্সি, রিগালের ঝাঁপ একে একে বন্ধ হয়েছে । ওদিকে লাইট হাউস, মেট্রো থেকে শুরু করে সম্প্রতি মিত্রা সিনেমা হলেরও একই অবস্থা । উত্তরা, শ্রী, বিশ্বরূপাও ব্যতিক্রম নয় । এমনই লম্বা তালিকা রয়েছে নাট্যমঞ্চেরও। সারকারিনা, রঙমহল, রঙ্গনা, সম্প্রতি বিজন থিয়েটারও বন্ধের মুখে।

আরও পড়ুন: তৎপর কর্পোরেশন, রক্সি সিনেমার নীচে সিল করা হল 13টি দোকান

তবে দেওয়ালের গায়ে পাহাড় প্রমাণ বকেয়া বিনোদন করের চিঠি। জানা গিয়েছে, কম-বেশি 40টির বেশি সিঙ্গল স্ক্রিন সিনেমাহল যার মধ্যে অধিকাংশ বন্ধ। 10-15টি মতো নাট্যমঞ্চ বন্ধ। এর পরেও 'ব্যাড ডিমান্ড' নিয়মিত বিনোদন করের বিল তৈরি হচ্ছে । বন্ধ হলের তথ্য হাতে না-থাকতেই এমন গণ্ডগোল । কর্পোরেশনের এক আধিকারিকদের কথায়, "সিনেমাহল বা থিয়েটার হল বন্ধ হয়ে গেলেও মালিকপক্ষের তরফে কিছু জানানো হয় না কর্পোরেশনকে । ফলে প্রতিবছর নিয়মিত বিল পাঠানো হয় । বকেয়া টাকা কীভাবে আদায় করা যায়, কতটা আদায় করা যায় সেটা নিয়ে আলোচনা হবে সমীক্ষা রিপোর্ট নিয়ে । আসতে আসতে নতুন এই ধরনের বিল তৈরি বন্ধ করা হবে । সমীক্ষা রিপোর্ট আলোচনা করে সেই সমস্ত হল মালিকের সঙ্গে যোগাযোগ করা হবে বকেয়া প্রসঙ্গে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.