কলকাতা,1 ডিসেম্বর: রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি হতে পারেন আইনজীবী কিশোর দত্ত। আজ কিংবা আগামী এক দুদিনের মধ্যে অ্যাডভোকেট জেনারেল বা এজি হিসেবে দত্তের নাম ঘোষণা হতে পারে। নিয়োগ পত্র দিতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, কিশোর দত্তর নামেই নবান্ন থেকে রাজভবনে ফাইল পাঠানো হয়েছে। ফাইল হাতে পাওয়ার পরেই কিশোর দত্তের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে নবান্নের কাছে ফের ফাইল পাঠায় রাজভবন। বিস্তারিত তথ্য সহ সেই ফাইল পুনরায় রাজভবনে পৌঁছেছে।
প্রবীণ আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দিন কুড়ি আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে এজি পদ থেকে ইস্তফা দেন। লন্ডন থেকে ইমেল করে রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র পাঠান তিনি। তারপরই এজি পদের জন্য কিশোর দত্তের নাম শোনা যায়। যিনি রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল। 2021 সালে ব্যক্তিগত কারণে ওই পদে ইস্তফা দেন কিশোর দত্ত। তিনি পুনরায় নিজের পদ ফিরে পেতে চলেছেন বলে খবর।
কিন্তু, ব্যক্তিগত কারণ দেখালেও 2021 সালের ভোট পরবর্তী মামলায় রাজ্যের হয়ে খুব বেশি শক্তপোক্ত সওয়াল জবাব করতে পারেননি কিশোর দত্ত । সেকারণেই তাঁকে সরে যাওয়ার কথা বলা হয় বলে আইনজীবী মহলে গুঞ্জন রয়েছে আজও । এদিকে কুড়ি দিন পেরতে চলল, নতুন এজি না থাকা দুর্ভাগ্যজনক বলে মনে করছেন আইনজীবী মহল। কারণ, বাইরের আইনজীবী দিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। যা একেবারেই কাম্য নয় বলে মনে করছেন তাঁরা। অন্যদিকে, আড়াই বছর আগে পদ থেকে ইস্তফা দেওয়া কিশোর দত্তকে এজি পদে ফেরানো নিয়ে শাসক দলই বিব্রত বলে মনে করছে অভিজ্ঞমহল।
এই প্রসঙ্গে একটি তথ্য জানা প্রয়োজন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় লন্ডন থেকে ফিরে মুখ খোলেন। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর কথায়, " আমি পদত্যাগ করছি, বা আমাকে সরানো হতে পারে বলে সংবাদ মাধ্যমে খবর চাউর হয়। তার বিরুদ্ধে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি। তখনই বিষয়টি স্পষ্ট হয় , সরকার চাইছেন আমি সরে যাই । তাই, পদত্যাগ করি।"
কোনও সরকারি প্রতিনিধিকে দিয়ে পরিকল্পনা মাফিক এমনটা করানো হয়েছে বলেও মন্তব্য করেন প্রাক্তন এজি। এবার তাঁর জায়গায় পুনরায় কিশোর দত্ত ফিরছেন কি না সেই নিয়েই চলছে জল্পনা।
আরও পড়ুন: