ETV Bharat / state

মহুয়ার পাশে অধীর, তীব্র কটাক্ষ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর - হুয়ার পাশে অধীর

Kaustav Bagchi: শনিবার মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন লোকসভার কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন কৌস্তভ বাগচী ৷

ETV Bharat
অধীরকে কটাক্ষ কৌস্তভের
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 5:03 PM IST

কৌস্তভ বাগচীর বক্তব্য

কলকাতা, 2 ডিসেম্বর: ঘুষের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে রিপোর্ট জমা দিয়েছে এথিক্স কমিটি ৷ সোমবার থেকে শুরু হচ্ছে লোকসভার শীতকালীন অধিবেশন ৷ মনে করা হচ্ছে এই অধিবেশনেই মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারেন স্পিকার ওম বিড়লা ৷ এই প্রেক্ষিতে শনিবার মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন লোকসভার কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ চিঠিতে তিনি লিখেছেন, 'মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হলে তা অত্যন্ত গুরুতর শাস্তি হবে ৷' তবে অধীরের এই চিঠি নিয়ে কংগ্রেসের অন্দরেই সমালোচনা শুরু হয়েছে ৷ প্রদেশ কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীও সরব হয়েছেন ।

কৌস্তভের কটাক্ষ, "পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অবস্থা গিনিপিগের থেকেও খারাপ ৷" এদিন তিনি বলেন, "পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অবস্থা গিনিপিগের থেকেও খারাপ । এত পরীক্ষানিরীক্ষা গিনিপিগদের নিয়েও হয় না। এবার থেকে চোরকে সাধু বলার অভ্যাস করতে হবে । তপন কান্দুর স্ত্রীকে দিয়ে শুরু করলে ভালো হয় । এই দায়িত্ব দলীয় নেতৃত্বকে নিতে হবে। চোরেদের সাধু বলানো । তৃণমূলীদের ভালো বলা এবার এটা শুরু করতে হবে ।"

ETV Bharat
কৌস্তভ বাগচীর পোস্ট

এছাড়াও এদিন পুকুর-নদীর তত্ত্ব দিয়ে সকালেই ফেসবুকে একটি পোস্ট করেন কৌস্তভ বাগচী ৷ সেখানে লেখেন, "আজ মহুয়া মৈত্রকে সাধু বলব, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, পরশু মমতা বন্দ্যোপাধ্যায়কে । বাংলার কংগ্রেস কর্মীরা তাহলে চলুন চোরদের সাধু বলা প্র্যাকটিস করি । বিষয়টা নিহত তপন কন্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে দিয়ে শুরু করলে কেমন হয়?" এর আগেও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং শীর্ষ নেতৃত্বকে কড়া ভাষায় সমালোচনা করেছেন কৌস্তভ বাগচী । দিল্লিতে রাহুল গান্ধির সঙ্গে তৃণমূল সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়েও সমালোচনা করেন তিনি । এরই মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন বিক্ষোভ-মিছিলে কৌস্তভ বাগচীর পা-মেলানো নিয়েও সমালোচনা শুরু হয়েছে ।

আরও পড়ুন:

  1. মহুয়া মৈত্রকে বহিষ্কার অত্যন্ত গুরুতর শাস্তি হতে পারে, লোকসভার অধ্যক্ষকে চিঠি অধীরের
  2. মহুয়ার পাশে দাঁড়ালেন সিপিএমের বিকাশ, সিবিআই তদন্তে ষড়যন্ত্র দেখছেন আইনজীবী
  3. 'ভোটের তিন মাস আগে সাংসদ পদ গেলে কী হবে !' মহুয়ার পাশে দাঁড়িয়ে সওয়াল মমতার

কৌস্তভ বাগচীর বক্তব্য

কলকাতা, 2 ডিসেম্বর: ঘুষের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে রিপোর্ট জমা দিয়েছে এথিক্স কমিটি ৷ সোমবার থেকে শুরু হচ্ছে লোকসভার শীতকালীন অধিবেশন ৷ মনে করা হচ্ছে এই অধিবেশনেই মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারেন স্পিকার ওম বিড়লা ৷ এই প্রেক্ষিতে শনিবার মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন লোকসভার কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ চিঠিতে তিনি লিখেছেন, 'মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হলে তা অত্যন্ত গুরুতর শাস্তি হবে ৷' তবে অধীরের এই চিঠি নিয়ে কংগ্রেসের অন্দরেই সমালোচনা শুরু হয়েছে ৷ প্রদেশ কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীও সরব হয়েছেন ।

কৌস্তভের কটাক্ষ, "পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অবস্থা গিনিপিগের থেকেও খারাপ ৷" এদিন তিনি বলেন, "পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অবস্থা গিনিপিগের থেকেও খারাপ । এত পরীক্ষানিরীক্ষা গিনিপিগদের নিয়েও হয় না। এবার থেকে চোরকে সাধু বলার অভ্যাস করতে হবে । তপন কান্দুর স্ত্রীকে দিয়ে শুরু করলে ভালো হয় । এই দায়িত্ব দলীয় নেতৃত্বকে নিতে হবে। চোরেদের সাধু বলানো । তৃণমূলীদের ভালো বলা এবার এটা শুরু করতে হবে ।"

ETV Bharat
কৌস্তভ বাগচীর পোস্ট

এছাড়াও এদিন পুকুর-নদীর তত্ত্ব দিয়ে সকালেই ফেসবুকে একটি পোস্ট করেন কৌস্তভ বাগচী ৷ সেখানে লেখেন, "আজ মহুয়া মৈত্রকে সাধু বলব, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, পরশু মমতা বন্দ্যোপাধ্যায়কে । বাংলার কংগ্রেস কর্মীরা তাহলে চলুন চোরদের সাধু বলা প্র্যাকটিস করি । বিষয়টা নিহত তপন কন্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে দিয়ে শুরু করলে কেমন হয়?" এর আগেও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং শীর্ষ নেতৃত্বকে কড়া ভাষায় সমালোচনা করেছেন কৌস্তভ বাগচী । দিল্লিতে রাহুল গান্ধির সঙ্গে তৃণমূল সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়েও সমালোচনা করেন তিনি । এরই মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন বিক্ষোভ-মিছিলে কৌস্তভ বাগচীর পা-মেলানো নিয়েও সমালোচনা শুরু হয়েছে ।

আরও পড়ুন:

  1. মহুয়া মৈত্রকে বহিষ্কার অত্যন্ত গুরুতর শাস্তি হতে পারে, লোকসভার অধ্যক্ষকে চিঠি অধীরের
  2. মহুয়ার পাশে দাঁড়ালেন সিপিএমের বিকাশ, সিবিআই তদন্তে ষড়যন্ত্র দেখছেন আইনজীবী
  3. 'ভোটের তিন মাস আগে সাংসদ পদ গেলে কী হবে !' মহুয়ার পাশে দাঁড়িয়ে সওয়াল মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.