ETV Bharat / state

পুরোদমে অনলাইনে ক্লাস শুরু করল কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় - কোরোনা পরিস্থিতিতে 17 জন গেস্ট লেকচারার দিয়ে শুরু কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অনলাইনে ক্লাস

বর্তমান কোরোনা পরিস্থিতিতে 17 জন গেস্ট লেকচারার দিয়ে শুরু কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অনলাইনে ক্লাস ৷

Kanyashree University
Kanyashree University
author img

By

Published : Dec 18, 2020, 1:40 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর : সম্পূর্ণ অনলাইনে ক্লাস চালু করল নদিয়ার কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে পড়ুয়াদের জন্য ইন্ট্রোডাকটরি ইন্ডাকশন প্রোগ্রাম পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিতা বন্দ্যোপাধ্যায়।

মিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স রয়েছে । ইংরেজি, বাংলা, ইতিহাস এবং এডুকেশন। এই চারটি কোর্স মিলিয়ে 250 জন ছাত্র-ছাত্রী ভরতি হয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই অনলাইন ক্লাসে যোগ দিয়েছেন এবং তাঁরা খুব উৎসাহিত নিজেদের বাড়িতে বসে উচ্চশিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে।"

কোরোনা ভাইরাসের জেরে বর্তমান পরিস্থিতিতে ভার্চুয়ালি পড়ুয়াদের ক্লাস করানোর জন্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে 17 জন গেস্ট লেকচারার রয়েছেন। যখন ফিজিকাল ক্লাস শুরু হবে তখন এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কৃষ্ণনগর উইমেন্স কলেজে সেই ক্লাসে অংশগ্রহণ করবেন। এই বিশ্ববিদ্যালয়ে ভরতির প্রক্রিয়া শুরু হয় তিন নভেম্বর থেকে। নদিয়া জেলার পাশাপাশি বর্ধমান, হুগলি এবং উত্তরবঙ্গ থেকেও পড়ুয়ারা এখানে ভরতি হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন : কন্যাশ্রী, রূপশ্রী বনাম মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ


এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিস কৃষ্ণনগর রাষ্ট্রীয় মহাবিদ্যালয়ে তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের ফেব্রুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কৃষ্ণনগর রাষ্ট্রীয় মহাবিদ্যালয়ের একটি জমিতে বর্তমানে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং তৈরির কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, "আমাদের ফিজ়িকাল ক্লাস শুরু হলে কিছু পড়ুয়ার জন্য ছাত্রাবাসের সুবিধা লাগবে। তাই আমরা কৃষ্ণনগর উইমেন্স কলেজের ছাত্রাবাসটিকে এই কাজে লাগানোর উদ্দেশ্যে সংস্কার করছি ।"

কলকাতা, 18 ডিসেম্বর : সম্পূর্ণ অনলাইনে ক্লাস চালু করল নদিয়ার কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে পড়ুয়াদের জন্য ইন্ট্রোডাকটরি ইন্ডাকশন প্রোগ্রাম পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিতা বন্দ্যোপাধ্যায়।

মিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স রয়েছে । ইংরেজি, বাংলা, ইতিহাস এবং এডুকেশন। এই চারটি কোর্স মিলিয়ে 250 জন ছাত্র-ছাত্রী ভরতি হয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই অনলাইন ক্লাসে যোগ দিয়েছেন এবং তাঁরা খুব উৎসাহিত নিজেদের বাড়িতে বসে উচ্চশিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে।"

কোরোনা ভাইরাসের জেরে বর্তমান পরিস্থিতিতে ভার্চুয়ালি পড়ুয়াদের ক্লাস করানোর জন্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে 17 জন গেস্ট লেকচারার রয়েছেন। যখন ফিজিকাল ক্লাস শুরু হবে তখন এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কৃষ্ণনগর উইমেন্স কলেজে সেই ক্লাসে অংশগ্রহণ করবেন। এই বিশ্ববিদ্যালয়ে ভরতির প্রক্রিয়া শুরু হয় তিন নভেম্বর থেকে। নদিয়া জেলার পাশাপাশি বর্ধমান, হুগলি এবং উত্তরবঙ্গ থেকেও পড়ুয়ারা এখানে ভরতি হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন : কন্যাশ্রী, রূপশ্রী বনাম মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ


এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিস কৃষ্ণনগর রাষ্ট্রীয় মহাবিদ্যালয়ে তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের ফেব্রুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কৃষ্ণনগর রাষ্ট্রীয় মহাবিদ্যালয়ের একটি জমিতে বর্তমানে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং তৈরির কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, "আমাদের ফিজ়িকাল ক্লাস শুরু হলে কিছু পড়ুয়ার জন্য ছাত্রাবাসের সুবিধা লাগবে। তাই আমরা কৃষ্ণনগর উইমেন্স কলেজের ছাত্রাবাসটিকে এই কাজে লাগানোর উদ্দেশ্যে সংস্কার করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.