কলকাতা, 29 ডিসেম্বর: সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফের একবার ব্রাত্য পশ্চিমবঙ্গের ট্যাবলো ৷ এবার বাতিল করা হল দেশে-বিদেশে প্রশংসিত ও পুরস্কৃত পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পের ট্যাবলো ৷ ইউনিসেফ ও রাষ্ট্রসংঘের সর্বোচ্চ জনসেবা পুরস্কার এবং একাধিকবার কেন্দ্রের তরফে সেরা প্রকল্পের সম্মান পেয়েছে কন্যাশ্রী ৷ তবে, এটাই প্রথম নয় ৷ তৃতীয়বার রাজ্যের পাঠানো কন্যাশ্রী ট্যাবলোর মডেল বাতিল করল কেন্দ্র ৷ এর আগে 2015 ও 2020 সালে কন্যাশ্রী প্রকল্পের ট্যাবলো সাজিয়ে সাধারণতন্ত্র দিবসে পাঠানো হয়েছিল ৷ সেবারও ট্যাবলো উপস্থাপনের অনুমতি দেওয়া হয়নি ৷
26 জানুয়ারি 75 তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য ট্যাবলো তালিকা থেকে বাংলার নাম বাতিল করা হয়েছে ৷ গতবারের মতো এবারেও দিল্লির কুচকাওয়াজে থাকছে না বাংলার কোনও উপস্থাপনা ৷ 2022 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে তৈরি বাংলার ট্যাবলো বাতিল করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ একইভাবে 2020 সালে কন্যাশ্রী 'সেভ ওয়াটার, সেভ লাইফ'-সহ মোট তিনটি প্রকল্পের ডেমনস্ট্রেশন বাতিল করা হয়েছিল ৷ 2017 সালে রাজ্যের 'সাম্প্রদায়িক সম্প্রীতি' নিয়ে তৈরি 'একতাই সম্প্রীতি' মডেলে কেন্দ্রের অনুমতি মেলেনি ৷
নবান্ন সূত্রে খবর, এবছর রাজ্য থেকে কন্যাশ্রী প্রকল্পকে তুলে ধরে ট্যাবলো পাঠানো হবে, তা প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞ দলকে আগেই জানানো হয়েছিল ৷ সেই মতো ট্যাবলোর নকশাও পাঠানো হয়েছিল ৷ কিন্তু, তারপরেই তা বাতিল করে দেওয়া হয় ৷ অভিযোগ, মডেল ডেমনস্ট্রেশনের সুযোগটুকুও আর বাংলাকে দেওয়া হয়নি ৷
এ নিয়ে রাজ্যের নারী শিশু এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা বলেন, "রাজ্যের মেয়েদের স্কুলছুট ও বাল্যবিবাহ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন ‘কন্যাশ্রী’ প্রকল্প ৷ এই প্রকল্প রাজ্যে যে চূড়ান্ত সফলতার মুখ দেখেছে তাই নয় ৷ বিশ্বের দরবারে রাষ্ট্রসংঘের স্বীকৃতিও আদায় করে নিয়েছে ৷ এক দশক ধরে চলা কন্যাশ্রী প্রকল্পে ইতিমধ্যেই উপকৃত হয়েছে বাংলার 81 লক্ষের বেশি মেয়ে ৷ কেন্দ্রীয় সরকার চায় না পুরো দেশের কাছে বাংলার এই সাফল্য উঠে আসুক ৷ সবচেয়ে বড় কথা নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা ও নারী উন্নয়নের লক্ষ্যে নেওয়া এই প্রকল্প প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হলে, কেন্দ্রীয় প্রকল্পের ব্যর্থতা প্রকাশ্যে চলে আসবে ৷ সেই কারণে বাংলার এই প্রকল্পকে পরপর দু’বার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থাপন করতে দেওয়া হল না ৷"
তবে, শুধু পশ্চিমবঙ্গ নয় ৷ বিরোধী শাসিত দিল্লি সরকারের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসিত স্বাস্থ্য-শিক্ষার মডেলকেও সাধারণতন্ত্র দিবসের কুচকওয়াজে উপস্থাপনের অনুমতি দেওয়া হয়নি ৷ ইতিমধ্যে, তা নিয়ে সরব হয়েছে দিল্লির আপ নেতৃত্ব ৷ একইভাবে রাজ্যের ট্যাবলো বাতিল নিয়ে এ রাজ্যে সরব তৃণমূল কংগ্রেস ৷ সাংসদ সৌগত রায় এই প্রসঙ্গে বলেন, "বাংলার কন্যাশ্রী প্রকল্পকে অনুকরণ করেই কেন্দ্রীয় সরকার 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্পটি তৈরি করেছে ৷ আর সে কারণেই বাংলার এই প্রকল্পের প্রচার হোক চাইছে না কেন্দ্রীয় সরকার ৷ তারা মনে করছে, এই প্রকল্পের প্রচার হলে ভোটে হেরে যাবে ৷"
আরও পড়ুন: