ETV Bharat / state

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফের বাতিল বাংলার 'কন্যাশ্রী'!

Kanyashree tableau Rejected from Republic Day Parade: 2015 সালেও বাতিল হয়েছিল ৷ 75 তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকেও বাতিল করে দেওয়া হল বাংলার কন্যাশ্রী প্রকল্পের ট্যাবলো ৷ নবান্ন সূত্রে খবর, ট্যাবলোর মডেল ডেমনস্ট্রেশনের সুযোগও দেওয়া হয়নি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 12:01 PM IST

Updated : Dec 29, 2023, 2:55 PM IST

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 29 ডিসেম্বর: সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফের একবার ব্রাত্য পশ্চিমবঙ্গের ট্যাবলো ৷ এবার বাতিল করা হল দেশে-বিদেশে প্রশংসিত ও পুরস্কৃত পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পের ট্যাবলো ৷ ইউনিসেফ ও রাষ্ট্রসংঘের সর্বোচ্চ জনসেবা পুরস্কার এবং একাধিকবার কেন্দ্রের তরফে সেরা প্রকল্পের সম্মান পেয়েছে কন্যাশ্রী ৷ তবে, এটাই প্রথম নয় ৷ তৃতীয়বার রাজ্যের পাঠানো কন্যাশ্রী ট্যাবলোর মডেল বাতিল করল কেন্দ্র ৷ এর আগে 2015 ও 2020 সালে কন্যাশ্রী প্রকল্পের ট্যাবলো সাজিয়ে সাধারণতন্ত্র দিবসে পাঠানো হয়েছিল ৷ সেবারও ট্যাবলো উপস্থাপনের অনুমতি দেওয়া হয়নি ৷

26 জানুয়ারি 75 তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য ট্যাবলো তালিকা থেকে বাংলার নাম বাতিল করা হয়েছে ৷ গতবারের মতো এবারেও দিল্লির কুচকাওয়াজে থাকছে না বাংলার কোনও উপস্থাপনা ৷ 2022 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে তৈরি বাংলার ট্যাবলো বাতিল করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ একইভাবে 2020 সালে কন্যাশ্রী 'সেভ ওয়াটার, সেভ লাইফ'-সহ মোট তিনটি প্রকল্পের ডেমনস্ট্রেশন বাতিল করা হয়েছিল ৷ 2017 সালে রাজ্যের 'সাম্প্রদায়িক সম্প্রীতি' নিয়ে তৈরি 'একতাই সম্প্রীতি' মডেলে কেন্দ্রের অনুমতি মেলেনি ৷

নবান্ন সূত্রে খবর, এবছর রাজ্য থেকে কন্যাশ্রী প্রকল্পকে তুলে ধরে ট্যাবলো পাঠানো হবে, তা প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞ দলকে আগেই জানানো হয়েছিল ৷ সেই মতো ট্যাবলোর নকশাও পাঠানো হয়েছিল ৷ কিন্তু, তারপরেই তা বাতিল করে দেওয়া হয় ৷ অভিযোগ, মডেল ডেমনস্ট্রেশনের সুযোগটুকুও আর বাংলাকে দেওয়া হয়নি ৷

এ নিয়ে রাজ্যের নারী শিশু এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা বলেন, "রাজ্যের মেয়েদের স্কুলছুট ও বাল্যবিবাহ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন ‘কন্যাশ্রী’ প্রকল্প ৷ এই প্রকল্প রাজ্যে যে চূড়ান্ত সফলতার মুখ দেখেছে তাই নয় ৷ বিশ্বের দরবারে রাষ্ট্রসংঘের স্বীকৃতিও আদায় করে নিয়েছে ৷ এক দশক ধরে চলা কন্যাশ্রী প্রকল্পে ইতিমধ্যেই উপকৃত হয়েছে বাংলার 81 লক্ষের বেশি মেয়ে ৷ কেন্দ্রীয় সরকার চায় না পুরো দেশের কাছে বাংলার এই সাফল্য উঠে আসুক ৷ সবচেয়ে বড় কথা নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা ও নারী উন্নয়নের লক্ষ্যে নেওয়া এই প্রকল্প প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হলে, কেন্দ্রীয় প্রকল্পের ব্যর্থতা প্রকাশ্যে চলে আসবে ৷ সেই কারণে বাংলার এই প্রকল্পকে পরপর দু’বার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থাপন করতে দেওয়া হল না ৷"

তবে, শুধু পশ্চিমবঙ্গ নয় ৷ বিরোধী শাসিত দিল্লি সরকারের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসিত স্বাস্থ্য-শিক্ষার মডেলকেও সাধারণতন্ত্র দিবসের কুচকওয়াজে উপস্থাপনের অনুমতি দেওয়া হয়নি ৷ ইতিমধ্যে, তা নিয়ে সরব হয়েছে দিল্লির আপ নেতৃত্ব ৷ একইভাবে রাজ্যের ট্যাবলো বাতিল নিয়ে এ রাজ্যে সরব তৃণমূল কংগ্রেস ৷ সাংসদ সৌগত রায় এই প্রসঙ্গে বলেন, "বাংলার কন্যাশ্রী প্রকল্পকে অনুকরণ করেই কেন্দ্রীয় সরকার 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্পটি তৈরি করেছে ৷ আর সে কারণেই বাংলার এই প্রকল্পের প্রচার হোক চাইছে না কেন্দ্রীয় সরকার ৷ তারা মনে করছে, এই প্রকল্পের প্রচার হলে ভোটে হেরে যাবে ৷"

আরও পড়ুন:

  1. ধমকে চমকে বাংলাকে আটকানো যাবে না, কন্যাশ্রীর মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
  2. বাংলার মেয়েদের ক্ষমতায়নের ছবি কন্যাশ্রী দিবসে তুলে ধরল রাজ্য
  3. সাধারণতন্ত্র দিবস উদযাপনে সম্ভবত ভারতে আসছেন না বাইডেন, এখনই হচ্ছে না কোয়াড সামিটও

কলকাতা, 29 ডিসেম্বর: সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফের একবার ব্রাত্য পশ্চিমবঙ্গের ট্যাবলো ৷ এবার বাতিল করা হল দেশে-বিদেশে প্রশংসিত ও পুরস্কৃত পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পের ট্যাবলো ৷ ইউনিসেফ ও রাষ্ট্রসংঘের সর্বোচ্চ জনসেবা পুরস্কার এবং একাধিকবার কেন্দ্রের তরফে সেরা প্রকল্পের সম্মান পেয়েছে কন্যাশ্রী ৷ তবে, এটাই প্রথম নয় ৷ তৃতীয়বার রাজ্যের পাঠানো কন্যাশ্রী ট্যাবলোর মডেল বাতিল করল কেন্দ্র ৷ এর আগে 2015 ও 2020 সালে কন্যাশ্রী প্রকল্পের ট্যাবলো সাজিয়ে সাধারণতন্ত্র দিবসে পাঠানো হয়েছিল ৷ সেবারও ট্যাবলো উপস্থাপনের অনুমতি দেওয়া হয়নি ৷

26 জানুয়ারি 75 তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য ট্যাবলো তালিকা থেকে বাংলার নাম বাতিল করা হয়েছে ৷ গতবারের মতো এবারেও দিল্লির কুচকাওয়াজে থাকছে না বাংলার কোনও উপস্থাপনা ৷ 2022 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে তৈরি বাংলার ট্যাবলো বাতিল করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ একইভাবে 2020 সালে কন্যাশ্রী 'সেভ ওয়াটার, সেভ লাইফ'-সহ মোট তিনটি প্রকল্পের ডেমনস্ট্রেশন বাতিল করা হয়েছিল ৷ 2017 সালে রাজ্যের 'সাম্প্রদায়িক সম্প্রীতি' নিয়ে তৈরি 'একতাই সম্প্রীতি' মডেলে কেন্দ্রের অনুমতি মেলেনি ৷

নবান্ন সূত্রে খবর, এবছর রাজ্য থেকে কন্যাশ্রী প্রকল্পকে তুলে ধরে ট্যাবলো পাঠানো হবে, তা প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞ দলকে আগেই জানানো হয়েছিল ৷ সেই মতো ট্যাবলোর নকশাও পাঠানো হয়েছিল ৷ কিন্তু, তারপরেই তা বাতিল করে দেওয়া হয় ৷ অভিযোগ, মডেল ডেমনস্ট্রেশনের সুযোগটুকুও আর বাংলাকে দেওয়া হয়নি ৷

এ নিয়ে রাজ্যের নারী শিশু এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা বলেন, "রাজ্যের মেয়েদের স্কুলছুট ও বাল্যবিবাহ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন ‘কন্যাশ্রী’ প্রকল্প ৷ এই প্রকল্প রাজ্যে যে চূড়ান্ত সফলতার মুখ দেখেছে তাই নয় ৷ বিশ্বের দরবারে রাষ্ট্রসংঘের স্বীকৃতিও আদায় করে নিয়েছে ৷ এক দশক ধরে চলা কন্যাশ্রী প্রকল্পে ইতিমধ্যেই উপকৃত হয়েছে বাংলার 81 লক্ষের বেশি মেয়ে ৷ কেন্দ্রীয় সরকার চায় না পুরো দেশের কাছে বাংলার এই সাফল্য উঠে আসুক ৷ সবচেয়ে বড় কথা নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা ও নারী উন্নয়নের লক্ষ্যে নেওয়া এই প্রকল্প প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হলে, কেন্দ্রীয় প্রকল্পের ব্যর্থতা প্রকাশ্যে চলে আসবে ৷ সেই কারণে বাংলার এই প্রকল্পকে পরপর দু’বার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থাপন করতে দেওয়া হল না ৷"

তবে, শুধু পশ্চিমবঙ্গ নয় ৷ বিরোধী শাসিত দিল্লি সরকারের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসিত স্বাস্থ্য-শিক্ষার মডেলকেও সাধারণতন্ত্র দিবসের কুচকওয়াজে উপস্থাপনের অনুমতি দেওয়া হয়নি ৷ ইতিমধ্যে, তা নিয়ে সরব হয়েছে দিল্লির আপ নেতৃত্ব ৷ একইভাবে রাজ্যের ট্যাবলো বাতিল নিয়ে এ রাজ্যে সরব তৃণমূল কংগ্রেস ৷ সাংসদ সৌগত রায় এই প্রসঙ্গে বলেন, "বাংলার কন্যাশ্রী প্রকল্পকে অনুকরণ করেই কেন্দ্রীয় সরকার 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্পটি তৈরি করেছে ৷ আর সে কারণেই বাংলার এই প্রকল্পের প্রচার হোক চাইছে না কেন্দ্রীয় সরকার ৷ তারা মনে করছে, এই প্রকল্পের প্রচার হলে ভোটে হেরে যাবে ৷"

আরও পড়ুন:

  1. ধমকে চমকে বাংলাকে আটকানো যাবে না, কন্যাশ্রীর মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
  2. বাংলার মেয়েদের ক্ষমতায়নের ছবি কন্যাশ্রী দিবসে তুলে ধরল রাজ্য
  3. সাধারণতন্ত্র দিবস উদযাপনে সম্ভবত ভারতে আসছেন না বাইডেন, এখনই হচ্ছে না কোয়াড সামিটও
Last Updated : Dec 29, 2023, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.