ETV Bharat / state

Kanchan Mullick : এবার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কাঞ্চন মল্লিক - এবার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কাঞ্চন মল্লিক

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ৷ তার পরিপ্রেক্ষিতে এদিন স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন কাঞ্চন ৷

এবার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কাঞ্চন মল্লিক
এবার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কাঞ্চন মল্লিক
author img

By

Published : Jun 20, 2021, 10:41 PM IST

Updated : Jun 21, 2021, 3:01 AM IST

কলকাতা, 20 জুন : কাঞ্চন মল্লিকের(Kanchan Mullick) বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee) ৷ যা নিয়ে সরগরম টলিপাড়া থেকে শুরু করে রাজনৈতিক মহল ৷ এবার স্ত্রী পিঙ্কির বিরুদ্ধে নির্যাতনে অভিযোগ দায়ের করলেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন মল্লিক ।

বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন উঠছিল কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্ক নিয়ে ৷ তবে এই বিষয়ে এতদিন অভিনেতার স্ত্রী পিঙ্কি কোনও রকম মন্তব্য করেননি ৷ তবে শনিবার পিঙ্কি বলেন, "দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করতেই পারেন, তবে তা অস্বীকার করলে অসম্মান করা হয় প্রাক্তন ও বর্তমান দুজনকেই ৷"

এরপরই শনিবার রাতে নিউ আলিপুর থানার সবুজ বাগান এলাকায় পিঙ্কির ফ্ল্যাটে কথা বলতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক এবং তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজ । অভিযোগ, সেখানেই তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । নিউ আলিপুর থানা সূত্রের খবর, কাঞ্চন মল্লিক এবং তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক হেনস্থার অভিযোগ করেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ৷

জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরে কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে চিড় ধরেছে । এরপর থেকেই পিঙ্কি নিউ আলিপুর থানার সবুজ বাগানের একটি ফ্ল্যাটে থাকছিলেন । টলিপাড়ায় কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পরই স্ত্রীর সঙ্গে নতুন করে কাঞ্চনের অশান্তি শুরু হয়ে যায় । এরপরই স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পিঙ্কি ৷ তার পরিপ্রেক্ষিতে এদিন স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন কাঞ্চন ৷ যদিও এই বিষয়ে কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি ।

আরও পড়ুন : Kanchan Mullick : কাঞ্চন প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ তৃণমূল

কলকাতা, 20 জুন : কাঞ্চন মল্লিকের(Kanchan Mullick) বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee) ৷ যা নিয়ে সরগরম টলিপাড়া থেকে শুরু করে রাজনৈতিক মহল ৷ এবার স্ত্রী পিঙ্কির বিরুদ্ধে নির্যাতনে অভিযোগ দায়ের করলেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন মল্লিক ।

বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন উঠছিল কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্ক নিয়ে ৷ তবে এই বিষয়ে এতদিন অভিনেতার স্ত্রী পিঙ্কি কোনও রকম মন্তব্য করেননি ৷ তবে শনিবার পিঙ্কি বলেন, "দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করতেই পারেন, তবে তা অস্বীকার করলে অসম্মান করা হয় প্রাক্তন ও বর্তমান দুজনকেই ৷"

এরপরই শনিবার রাতে নিউ আলিপুর থানার সবুজ বাগান এলাকায় পিঙ্কির ফ্ল্যাটে কথা বলতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক এবং তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজ । অভিযোগ, সেখানেই তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । নিউ আলিপুর থানা সূত্রের খবর, কাঞ্চন মল্লিক এবং তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক হেনস্থার অভিযোগ করেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ৷

জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরে কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে চিড় ধরেছে । এরপর থেকেই পিঙ্কি নিউ আলিপুর থানার সবুজ বাগানের একটি ফ্ল্যাটে থাকছিলেন । টলিপাড়ায় কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পরই স্ত্রীর সঙ্গে নতুন করে কাঞ্চনের অশান্তি শুরু হয়ে যায় । এরপরই স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পিঙ্কি ৷ তার পরিপ্রেক্ষিতে এদিন স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন কাঞ্চন ৷ যদিও এই বিষয়ে কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি ।

আরও পড়ুন : Kanchan Mullick : কাঞ্চন প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ তৃণমূল

Last Updated : Jun 21, 2021, 3:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.