ETV Bharat / state

Local Train Derailed in Dum Dum: দমদমে লাইনচ্যুত কল্যাণী থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেন, ভোগান্তি যাত্রীদের - লাইনচ্যুত লোকাল ট্রেন

দমদমে লাইনচ্যুত হয়ে গেল কল্যাণী থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেন ৷ অল্পের জোরে রক্ষা পেয়েছে ট্রেনে থাকা যাত্রীরা ৷ তবে ভোগান্তির মুখে পড়েছে সকলে ৷

Train derailed
ট্রেন লাইনচ্যুত
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 12:27 PM IST

Updated : Sep 16, 2023, 1:18 PM IST

দমদমে লাইনচ্যুত কল্যাণী থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেন

কলকাতা, 16 সেপ্টেম্বর: ফের লাইনচ্যুত লোকাল ট্রেন ৷ শনিবার দমদম 5 নম্বর প্লাটফর্মে লাইনচ্যুত হয়ে গেল কল্যাণী থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেনের চাকা । অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীরা । তবে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে হয়ে পড়ে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ৷ লাইনচ্যুত হওয়ার ফলে দু'ঘণ্টা লোকাল ট্রেনটি দাঁড়িয়ে পরে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ৷ চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা ৷ এরপর মেরামতের পর সেটিকে দমদম থেকে ছাড়া হয় ৷

জানা গিয়েছে, শনিবার সকাল 9.30 মিনিট নাগাদ দমদম লাইনের ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকালের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায় । এর জেরে ব্যাহত হয়ে পড়ে ওই লাইনে ট্রেন পরিষেবা । দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ট্রেনের কর্মীরা । এরপর বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ রেখে মেরামতের কাজ করা হয় । পূর্ব রেল সূত্রে খবর, কিছুক্ষণ আগেই সমস্যার সমাধান হয়েছে । স্বাভাবিক হয়েছে ট্রেন পরিষেবাও ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ট্রেনটি যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তখনই কল্যাণী-মাঝেরহাট লোকালের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায় । যেহেতু ট্রেনটি তখনও প্ল্যাটফর্মেই ছিল তাই বড়সর কোনও দুর্ঘটনা ঘটেনি । এরপর আবার 11.30 নাগাদ ট্রেনটিকে দমদম স্টেশন থেকে ছেড়ে বেরিয়েছে । বর্তমানে স্বাভাবিক হয়েছে পরিষেবা ।

আরও পড়ুন: ফরাক্কা ব্যারেজে চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন তিনটি বগি, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা

লোকাল ট্রেন নাগরিক জীবনের লাইফ লাইন । লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন শহরে আসেন বিভিন্ন কাজে । সকালে অফিসের ব্যস্ত সময়ে লোকাল ট্রেনগুলিতে তিল ধারণের জায়গাটুকু পর্যন্ত থাকে না । তাই স্বাভাবিকভাবেই সকালের ব্যস্ত সময়ে এই ধরনের বিপত্তি ঘটায় মাথায় হাত পড়েছে যাত্রীদের । যাত্রীদের হয়রানির স্বীকার হতে হয় । তবে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই বেশ কিছুক্ষনের জন্য পরিষেবা একেবারে বন্ধ রেখে দ্রুত লাইন পুনরায় ঠিক করার কাজ করা হয়েছে রেলের তরফে ।

দমদমে লাইনচ্যুত কল্যাণী থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেন

কলকাতা, 16 সেপ্টেম্বর: ফের লাইনচ্যুত লোকাল ট্রেন ৷ শনিবার দমদম 5 নম্বর প্লাটফর্মে লাইনচ্যুত হয়ে গেল কল্যাণী থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেনের চাকা । অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীরা । তবে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে হয়ে পড়ে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ৷ লাইনচ্যুত হওয়ার ফলে দু'ঘণ্টা লোকাল ট্রেনটি দাঁড়িয়ে পরে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ৷ চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা ৷ এরপর মেরামতের পর সেটিকে দমদম থেকে ছাড়া হয় ৷

জানা গিয়েছে, শনিবার সকাল 9.30 মিনিট নাগাদ দমদম লাইনের ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকালের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায় । এর জেরে ব্যাহত হয়ে পড়ে ওই লাইনে ট্রেন পরিষেবা । দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ট্রেনের কর্মীরা । এরপর বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ রেখে মেরামতের কাজ করা হয় । পূর্ব রেল সূত্রে খবর, কিছুক্ষণ আগেই সমস্যার সমাধান হয়েছে । স্বাভাবিক হয়েছে ট্রেন পরিষেবাও ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ট্রেনটি যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তখনই কল্যাণী-মাঝেরহাট লোকালের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায় । যেহেতু ট্রেনটি তখনও প্ল্যাটফর্মেই ছিল তাই বড়সর কোনও দুর্ঘটনা ঘটেনি । এরপর আবার 11.30 নাগাদ ট্রেনটিকে দমদম স্টেশন থেকে ছেড়ে বেরিয়েছে । বর্তমানে স্বাভাবিক হয়েছে পরিষেবা ।

আরও পড়ুন: ফরাক্কা ব্যারেজে চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন তিনটি বগি, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা

লোকাল ট্রেন নাগরিক জীবনের লাইফ লাইন । লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন শহরে আসেন বিভিন্ন কাজে । সকালে অফিসের ব্যস্ত সময়ে লোকাল ট্রেনগুলিতে তিল ধারণের জায়গাটুকু পর্যন্ত থাকে না । তাই স্বাভাবিকভাবেই সকালের ব্যস্ত সময়ে এই ধরনের বিপত্তি ঘটায় মাথায় হাত পড়েছে যাত্রীদের । যাত্রীদের হয়রানির স্বীকার হতে হয় । তবে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই বেশ কিছুক্ষনের জন্য পরিষেবা একেবারে বন্ধ রেখে দ্রুত লাইন পুনরায় ঠিক করার কাজ করা হয়েছে রেলের তরফে ।

Last Updated : Sep 16, 2023, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.