ETV Bharat / state

শুভেন্দু-র বদলে HRBC-এর নতুন চেয়ারম্যান কল‍্যাণ

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে দেখা যাচ্ছে কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়কে । তাঁকে নিয়ে বাঁকুড়া সফরে গিয়েছিলেন মমতা । কল‍্যাণ একের পর এক শুভেন্দুর সম্পর্কে তীর্যক মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন । এরপরই মমতার কাছাকাছি আসতে দেখা যায় কল‍্যাণকে । এরই মধ্যেই HRBC-এর পদ পেয়ে আবার গুরুত্ব বাড়ল কল‍্যাণের ।

author img

By

Published : Nov 26, 2020, 9:06 PM IST

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী

কলকাতা, 26 নভেম্বর : শুভেন্দু অধিকারীর বদলে হুগলি রিভার ব্রিজ কমিশনের নতুন চেয়ারম্যান হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তবে হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যানের পদ থেকে শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছেন নাকি তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে তা অবশ্য স্পষ্ট নয় । তবে এই ঘটনা শুভেন্দু অধিকারীর দল ছাড়ার জল্পনাকে আরও উসকে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

রাজ্যের পরিবহন ও সেচ দপ্তরের মন্ত্রীত্বের পাশাপাশি শুভেন্দু অধিকারী হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যান পদে এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে ছিলেন । দলের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দূরত্ব তৈরি হয়েছে তাঁর । ক্ষোভের বরফ গলাতে বর্ষীয়ান সাংসদ সৌগত রায় মধ্যস্থতা করছেন । এখনও পর্যন্ত পরপর দু'টো বৈঠক হলেও সমস্যার কোনও প্রকার সমাধান হয়নি । আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে । এরইমধ্যে HRBC -এর পদ থেকে সরলেন শুভেন্দু । তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে দেখা যাচ্ছে কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়কে । তাঁকে নিয়ে বাঁকুড়া সফরে গিয়েছিলেন মমতা । কল‍্যাণ একের পর এক শুভেন্দুর সম্পর্কে তীর্যক মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন । এরপরই মমতার কাছাকাছি আসতে দেখা যায় কল‍্যাণকে । শুভেন্দুর বিরোধিতা করাকে তাহলে কি ভালোভাবে নিয়েছেন দলনেত্রী ? রাজ‍্য রাজনীতিতে উঠতে শুরু করেছে এই প্রশ্ন । এরই মধ্যেই HRBC-এর পদ পেয়ে আবার গুরুত্ব বাড়ল কল‍্যাণের । এখন পরিস্থিতি কোন দিকে যায় , সেটাই দেখার ।

কলকাতা, 26 নভেম্বর : শুভেন্দু অধিকারীর বদলে হুগলি রিভার ব্রিজ কমিশনের নতুন চেয়ারম্যান হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তবে হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যানের পদ থেকে শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছেন নাকি তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে তা অবশ্য স্পষ্ট নয় । তবে এই ঘটনা শুভেন্দু অধিকারীর দল ছাড়ার জল্পনাকে আরও উসকে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

রাজ্যের পরিবহন ও সেচ দপ্তরের মন্ত্রীত্বের পাশাপাশি শুভেন্দু অধিকারী হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যান পদে এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে ছিলেন । দলের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দূরত্ব তৈরি হয়েছে তাঁর । ক্ষোভের বরফ গলাতে বর্ষীয়ান সাংসদ সৌগত রায় মধ্যস্থতা করছেন । এখনও পর্যন্ত পরপর দু'টো বৈঠক হলেও সমস্যার কোনও প্রকার সমাধান হয়নি । আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে । এরইমধ্যে HRBC -এর পদ থেকে সরলেন শুভেন্দু । তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে দেখা যাচ্ছে কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়কে । তাঁকে নিয়ে বাঁকুড়া সফরে গিয়েছিলেন মমতা । কল‍্যাণ একের পর এক শুভেন্দুর সম্পর্কে তীর্যক মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন । এরপরই মমতার কাছাকাছি আসতে দেখা যায় কল‍্যাণকে । শুভেন্দুর বিরোধিতা করাকে তাহলে কি ভালোভাবে নিয়েছেন দলনেত্রী ? রাজ‍্য রাজনীতিতে উঠতে শুরু করেছে এই প্রশ্ন । এরই মধ্যেই HRBC-এর পদ পেয়ে আবার গুরুত্ব বাড়ল কল‍্যাণের । এখন পরিস্থিতি কোন দিকে যায় , সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.