ETV Bharat / state

Madrasah Service Commission: মাদ্রাসা সার্ভিস কমিশনের বঞ্চিত চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযান - kalighat campaign of madrasah service commission

কালীঘাট অভিযানের কর্মসূচি নিল মাদ্রাসা সার্ভিস কমিশন (Madrasah Service Commission) উত্তীর্ণ বঞ্চিত চাকরিপ্রার্থীরা ৷ অবিলম্বে নিয়োগের দাবিতে আজ পথে নেমে বিক্ষোভ দেখায় তাঁরা ৷

Madrasah Service Commission
মাদ্রাসা সার্ভিস কমিশনের বঞ্চিত চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযান
author img

By

Published : Nov 23, 2022, 8:04 PM IST

কলকাতা, 23 নভেম্বর: এবার মাদ্রাসা সার্ভিস কমিশন (Madrasah Service Commission) উত্তীর্ণ বঞ্চিত চাকরিপ্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে আজ পথে নেমে বিক্ষোভ দেখায় তাঁরা । পাশাপাশি তাঁরা কালীঘাট অভিযানের কর্মসূচিও নেয় ।

এর আগেও তাঁরা কালীঘাটে ডেপুটেশন জমা দিয়েছিল । এছাড়াও একাধিকবার বিভিন্ন থানাতেও ডেপুটেশন জমা দিয়েছিল তাঁরা । কিন্তু কোথাও কোনও সদুত্তর মেলেনি । তাই আজ তাঁরা আবারও কালীঘাট অভিযানের কর্মসূচি নেয় । আজ ডেপুটেশন জমা দিতে গেলে তাদের জানানো হয় যে, 30 নভেম্বর পর্যন্ত বিধানসভা রয়েছে তাই ডিসেম্বরের 2 তারিখের আগে কিছু করা সম্ভব নয় । তাই আজ বঞ্চিতদের তরফে জানানো হয়, 2 তারিখের পর মাদ্রাজ কমিশনের তরফে নিয়োগের প্রক্রিয়া শুরু না-হলে বা নোটিফিকেশন জারি না-হলে হাজরা মোড়েই অবস্থান বিক্ষোভ চালাবেন তাঁরা ।

প্রসঙ্গত, 2014 সালে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল । 2016 সালে যার ফলাফল প্রকাশিত হয় ৷ এরপর 2017 সালে ইন্টারভিউ হয় । 2018 সালের নিয়োগ হয় তবে সেখানে কোনও প্যানেল প্রকাশ করা হয়নি । বঞ্চিতরা জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা তথ্য যা তাঁদের হাতে এসেছে তাতে তাঁদের দাবি যে, প্রায় 1500 জন নিয়োগ পেয়েছিলেন । যদিও পরে নাকি কমিশন স্বীকার করে নিয়েছিল যে 1900 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল । তবে পাশ করেছিলেন প্রায় 2800 জন । 3183টি পদে নিয়োগের কথা ছিল । তাঁরা দাবি করে যে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় মানেনি কমিশন । চাকরি প্রার্থীরা আরও দাবি করেন, অনেকেই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন । এমনকী পরীক্ষা না-দিয়ে অনেকে নাকি পাশ করেছিলেন ।

মাদ্রাসা সার্ভিস কমিশনের বঞ্চিত চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযান

আরও পড়ুন: ভোটার তালিকায় নাম না তুললে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, সতর্কবার্তা মমতার

এই ধরনের একাধিক দাবিদাওয়া নিয়ে তাঁরা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় হাজরা মোড়ে পুলিশ ব্যারিকেট করে দেয় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মালদা থেকে আসা চাকরিপ্রার্থী সঞ্জয় সরকার অসুস্থ হয়ে পড়েন ।

কলকাতা, 23 নভেম্বর: এবার মাদ্রাসা সার্ভিস কমিশন (Madrasah Service Commission) উত্তীর্ণ বঞ্চিত চাকরিপ্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে আজ পথে নেমে বিক্ষোভ দেখায় তাঁরা । পাশাপাশি তাঁরা কালীঘাট অভিযানের কর্মসূচিও নেয় ।

এর আগেও তাঁরা কালীঘাটে ডেপুটেশন জমা দিয়েছিল । এছাড়াও একাধিকবার বিভিন্ন থানাতেও ডেপুটেশন জমা দিয়েছিল তাঁরা । কিন্তু কোথাও কোনও সদুত্তর মেলেনি । তাই আজ তাঁরা আবারও কালীঘাট অভিযানের কর্মসূচি নেয় । আজ ডেপুটেশন জমা দিতে গেলে তাদের জানানো হয় যে, 30 নভেম্বর পর্যন্ত বিধানসভা রয়েছে তাই ডিসেম্বরের 2 তারিখের আগে কিছু করা সম্ভব নয় । তাই আজ বঞ্চিতদের তরফে জানানো হয়, 2 তারিখের পর মাদ্রাজ কমিশনের তরফে নিয়োগের প্রক্রিয়া শুরু না-হলে বা নোটিফিকেশন জারি না-হলে হাজরা মোড়েই অবস্থান বিক্ষোভ চালাবেন তাঁরা ।

প্রসঙ্গত, 2014 সালে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল । 2016 সালে যার ফলাফল প্রকাশিত হয় ৷ এরপর 2017 সালে ইন্টারভিউ হয় । 2018 সালের নিয়োগ হয় তবে সেখানে কোনও প্যানেল প্রকাশ করা হয়নি । বঞ্চিতরা জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা তথ্য যা তাঁদের হাতে এসেছে তাতে তাঁদের দাবি যে, প্রায় 1500 জন নিয়োগ পেয়েছিলেন । যদিও পরে নাকি কমিশন স্বীকার করে নিয়েছিল যে 1900 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল । তবে পাশ করেছিলেন প্রায় 2800 জন । 3183টি পদে নিয়োগের কথা ছিল । তাঁরা দাবি করে যে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় মানেনি কমিশন । চাকরি প্রার্থীরা আরও দাবি করেন, অনেকেই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন । এমনকী পরীক্ষা না-দিয়ে অনেকে নাকি পাশ করেছিলেন ।

মাদ্রাসা সার্ভিস কমিশনের বঞ্চিত চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযান

আরও পড়ুন: ভোটার তালিকায় নাম না তুললে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, সতর্কবার্তা মমতার

এই ধরনের একাধিক দাবিদাওয়া নিয়ে তাঁরা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় হাজরা মোড়ে পুলিশ ব্যারিকেট করে দেয় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মালদা থেকে আসা চাকরিপ্রার্থী সঞ্জয় সরকার অসুস্থ হয়ে পড়েন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.