কলকাতা, 29 জুন : বিজেপির কার্যকরী বৈঠকের একেবারে শেষবেলায় দেখা গেল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে । বৈঠকের প্রথমার্ধে উপস্থিত ছিলেন না কৈলাস ৷ দ্বিতীয়ার্ধে দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে যখন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যোগ দেন তখন তাঁর সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়কে দেখা যায় ।
নির্বাচনী বিপর্যয়ের পর কার্যকারী সমিতির প্রথম বৈঠকে বসে বঙ্গ-বিজেপি (BJP) ৷ সেখানে প্রথমার্ধে অনুপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ ছিলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়ও ৷ যদিও তিনি এই সমিতির সদস্য নন ৷ কিন্তু তাঁকে এই হাইভোল্টেজ বৈঠকে উপস্থিত থাকার জন্য বিশেষ আমন্ত্রণ পাঠানো হয় ৷ তাঁকে এদিন ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য লিঙ্কও পাঠানো হয়েছিল ৷ কিন্তু তিনি তার পরও বৈঠকে অংশ নেননি ৷
তবে বৈঠকে বিজয়বর্গীয়র অনুপস্থিতি নিয়ে জোর জল্পনা শুরু হয় ৷ বৈঠকে কৈলাস কেন অনুপস্থিত, সেই প্রশ্ন ওঠে বিজেপির অন্দরে ৷ কারও কারও প্রশ্ন, তাহলে কি রাজ্যের পর্যবেক্ষক পদ থেকে সরছেন কৈলাস ? কারণ, মুকুল রায় (Mukul Roy) বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দেওয়ার পর বিজেপির অন্দরে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন মধ্যপ্রদেশের এই নেতা ৷ তাঁর সঙ্গে মুকুলের সম্পর্কের কথা তুলে কলকাতায় পোস্টারও পড়ে ৷
আরও পড়ুন : Tathagata Roy: বোকা বিড়াল কৈলাসকেও নিয়ে যাক তৃণমূল, কটাক্ষ তথাগতর
এদিনের বৈঠকের শুরুতে ভাষণ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ বিকেল সাড়ে 4টে নাগাদ ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেওয়ার জন্য আসেন দলের জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (JP Nadda) ৷ তখনই নাড্ডার পাশে কৈলাশ বিজয়বর্গীয়কে দেখা যায় । যা দেখে সবাই চমকে যায় । এছাড়া বক্তার তালিকায় নাম থাকা সত্ত্বেও বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) শিবা প্রকাশকে বৈঠকে দেখা যায়নি । এমনকী পঞ্জাবে বিজেপির কার্যকরী বৈঠকেও অনুপস্থিত ছিলেন শিবাপ্রকাশ । সাংগঠনিক শিব প্রকাশের মতো নেতারা অনুপস্থিত থাকায় দল বিড়ম্বনায় পড়ে যায় ।