ETV Bharat / state

অসুস্থ হয়ে এসএসকেএমে ভরতি জ্যোতিপ্রিয়; আজ হতে পারে কয়েকটি পরীক্ষা - জ্যোতিপ্রিয়

Jyotipriya Mallick: গতকাল রাতে জেলে হঠাৎই অসুস্থ বোধ করেন জ্যোতিপ্রিয় ৷ ভরতি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে ৷ বুধবার সকালে শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে, আজ তাঁর বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা হতে পারে।

অসুস্থ জ্যোতিপ্রিয়
Jyotipriya Mallick
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 11:44 AM IST

Updated : Nov 22, 2023, 12:05 PM IST

কলকাতা, 22 নভেম্বর: বেশ কয়েকদিন ধরে অসুস্থ বলে নিজেই জানাচ্ছিলেন জেলবন্দি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকী এই অসুস্থতার জন্যই শেষ শুনানিতে সশরীরে আদালতে উপস্থিত হতে পারেননি। আচমকাই মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়। বুধবার সকালে শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে, আজ তাঁর বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা হতে পারে।

গত কয়েকদিন ধরে বনমন্ত্রী দাবি করছিলেন, তাঁর শরীরের এক সাইড অবশ হয়ে আসছে। সেগুলি প্যারালাইজড হয়ে যেতে পারে। যদিও এসএসকেএম কর্তৃপক্ষের তরফ থেকে এখনই জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থতা নিয়ে কিছু বলা হয়নি তবে, আজ তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট হতে পারে বলে খবর। গতকাল রাতে তাঁকে কার্ডিওলজি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। রাতেই তাঁর ইসিজি এবং কয়েকটি ব্লাড টেস্ট করা হয়। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই শরীরে একাধিক অস্বস্তি বোধ করছিলেন মন্ত্রী।

জেল হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্‍সকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রয়োজনীয় ওষুধ দিলেও তেমন কোনও শারীরিক উন্নতি জ্যোতিপ্রিয়ের হয়নি। এরপরই রাতে প্রেসিডেন্সি জেল ও হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, শেষ যেদিন তাঁর শুনানি ছিল সেদিন শারীরিক অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে পারেনি জ্যোতিপ্রিয় মল্লিক। জেল হাসপাতালে চিকিৎসকরা শেষ মুহূর্তে পরীক্ষা করে জানিয়েছিল তিনি ফিট নন। বেশ অসুস্থ। উঠতে পর্যন্ত পারছেন না। একথাই জানা গিয়েছিল।

এরপর ভার্চুয়ালি তিনি আদালতের শুনানিতে উপস্থিত ছিলেন। বিচারকের সামনেও তিনি নিজের অসুস্থতার কথা বলেছিলেন। 350-এর উপর ব্লাড সুগার। এছাড়াও একাধিক অসুস্থতা রয়েছে। বিচারকের কাছে তিনি মুক্তি চেয়েছিলেন। বিচারক তাঁকে বিশ্রাম নিতে বলেছিলেন ৷ এই অবস্থায় অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় এবার এসএসকেএম হাসপাতালে ভরতি হতে হল তাঁকে।

আরও পড়ুন:

  1. 'মরে যাব ! শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে', দাবি জ্যোতিপ্রিয়র
  2. 'আমার শরীর আরও খারাপ হয়েছে, হাতে-পায়ে পক্ষাঘাত হতে পারে'; দাবি জ্যোতিপ্রিয়র

কলকাতা, 22 নভেম্বর: বেশ কয়েকদিন ধরে অসুস্থ বলে নিজেই জানাচ্ছিলেন জেলবন্দি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকী এই অসুস্থতার জন্যই শেষ শুনানিতে সশরীরে আদালতে উপস্থিত হতে পারেননি। আচমকাই মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়। বুধবার সকালে শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে, আজ তাঁর বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা হতে পারে।

গত কয়েকদিন ধরে বনমন্ত্রী দাবি করছিলেন, তাঁর শরীরের এক সাইড অবশ হয়ে আসছে। সেগুলি প্যারালাইজড হয়ে যেতে পারে। যদিও এসএসকেএম কর্তৃপক্ষের তরফ থেকে এখনই জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থতা নিয়ে কিছু বলা হয়নি তবে, আজ তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট হতে পারে বলে খবর। গতকাল রাতে তাঁকে কার্ডিওলজি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। রাতেই তাঁর ইসিজি এবং কয়েকটি ব্লাড টেস্ট করা হয়। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই শরীরে একাধিক অস্বস্তি বোধ করছিলেন মন্ত্রী।

জেল হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্‍সকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রয়োজনীয় ওষুধ দিলেও তেমন কোনও শারীরিক উন্নতি জ্যোতিপ্রিয়ের হয়নি। এরপরই রাতে প্রেসিডেন্সি জেল ও হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, শেষ যেদিন তাঁর শুনানি ছিল সেদিন শারীরিক অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে পারেনি জ্যোতিপ্রিয় মল্লিক। জেল হাসপাতালে চিকিৎসকরা শেষ মুহূর্তে পরীক্ষা করে জানিয়েছিল তিনি ফিট নন। বেশ অসুস্থ। উঠতে পর্যন্ত পারছেন না। একথাই জানা গিয়েছিল।

এরপর ভার্চুয়ালি তিনি আদালতের শুনানিতে উপস্থিত ছিলেন। বিচারকের সামনেও তিনি নিজের অসুস্থতার কথা বলেছিলেন। 350-এর উপর ব্লাড সুগার। এছাড়াও একাধিক অসুস্থতা রয়েছে। বিচারকের কাছে তিনি মুক্তি চেয়েছিলেন। বিচারক তাঁকে বিশ্রাম নিতে বলেছিলেন ৷ এই অবস্থায় অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় এবার এসএসকেএম হাসপাতালে ভরতি হতে হল তাঁকে।

আরও পড়ুন:

  1. 'মরে যাব ! শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে', দাবি জ্যোতিপ্রিয়র
  2. 'আমার শরীর আরও খারাপ হয়েছে, হাতে-পায়ে পক্ষাঘাত হতে পারে'; দাবি জ্যোতিপ্রিয়র
Last Updated : Nov 22, 2023, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.