ETV Bharat / state

এসএসকেএম থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফেরানো হল জ্যোতিপ্রিয়কে, শীঘ্রই শুরু জিজ্ঞাসাবাদ! - প্রেসিডেন্সি সংশোধনাগার

Jyotipriya Mallick: এখন শারীরিক অবস্থা ভালো রয়েছে ৷ সেই কারণে এসএসকেএম হাসপাতাল থেকে শনিবার রাতে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হল ৷ ফের শুরু হবে জিজ্ঞাসাবাদ ৷

Etv Bharat
এসএসকেএম থেকে প্রেসিডেন্সি হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 6:47 AM IST

কলকাতা, 14 জানুয়ারি: হাসপাতাল থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফিরলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ শনিবার রাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কেন্দ্রীয়বাহিনীর জওয়ানদের সহযোগিতায় এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷

জানা গিয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারের পহেলা 22 নম্বর সেলে যেখানে আগে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন সেখানেই আবার থাকবেন তিনি । সম্প্রতি ইডি ডিরেক্টর রাহুল নবীন কলকাতায় এসে জোনাল অফিসারদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে বৈঠক করেন । সূত্রের খবর, তার মধ্যে অন্যতম দুটি বিষয় হল সন্দেশখালি এবং জ্যোতিপ্রিয় মল্লিক। মূলত, জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতিকাণ্ডে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি মুখ খুলতে চাননি । এবার অবশ্য প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তদন্তকারীরা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কথা বলতে চাইবেন । ইডি সূত্রের খবর, খুব শীঘ্রই আদালতের দ্বারস্থ হয়ে তাঁরা এই অনুমতি নেবেন ।

প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত বাকিবুর রহমানকে গ্রেফতার করে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জানতে পেরেছিলেন তদন্তকারীরা ৷ সেইমতো জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র উদ্ধার করা হয় ৷ তারপরই ইডি'র হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী ৷ তবে গ্রেফতারির পর থেকেই একাধিক শারীরিক অসুস্থতাকে সামনে তুলে ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক ।

আর সেই থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিকানা ছিল এসএসকেএম হাসপাতাল । জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগে তিনি এতদিন ধরে চিকিৎসাধীন ছিলেন । তবে হাসপাতালে ভর্তি থাকাকালীনও ইডির জিজ্ঞাসাবাদ থেকে ছাড় পাননি মন্ত্রী ৷ তাঁর সঙ্গে কথা বলার জন্য এসএসকেএম হাসপাতালে একাধিক বার যায় ইডি । কিন্তু সেখানে গিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেও তেমন একটা লাভ হয়নি তদন্তকারীদের । তবে এবার প্রাক্তন মন্ত্রীকে প্রেসিডেন্সি সংশোধনাগারে জিজ্ঞাসাবাদ করবে ইডি ৷ সেখান থেকেই রেশন দুর্নীতিকাণ্ডে নয়া তথ্য উঠে আসবে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন :

  1. 'মরে যাব ! শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে', দাবি জ্যোতিপ্রিয়র
  2. অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র চেম্বার থেকে উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি
  3. খাদ্য দুর্নীতি মামলার তদন্তে বন দফতরে ইডি! জ্যোতিপ্রিয় মল্লিকের ন‘তলার ঘরে চলল তল্লাশি

কলকাতা, 14 জানুয়ারি: হাসপাতাল থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফিরলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ শনিবার রাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কেন্দ্রীয়বাহিনীর জওয়ানদের সহযোগিতায় এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷

জানা গিয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারের পহেলা 22 নম্বর সেলে যেখানে আগে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন সেখানেই আবার থাকবেন তিনি । সম্প্রতি ইডি ডিরেক্টর রাহুল নবীন কলকাতায় এসে জোনাল অফিসারদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে বৈঠক করেন । সূত্রের খবর, তার মধ্যে অন্যতম দুটি বিষয় হল সন্দেশখালি এবং জ্যোতিপ্রিয় মল্লিক। মূলত, জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতিকাণ্ডে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি মুখ খুলতে চাননি । এবার অবশ্য প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তদন্তকারীরা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কথা বলতে চাইবেন । ইডি সূত্রের খবর, খুব শীঘ্রই আদালতের দ্বারস্থ হয়ে তাঁরা এই অনুমতি নেবেন ।

প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত বাকিবুর রহমানকে গ্রেফতার করে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জানতে পেরেছিলেন তদন্তকারীরা ৷ সেইমতো জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র উদ্ধার করা হয় ৷ তারপরই ইডি'র হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী ৷ তবে গ্রেফতারির পর থেকেই একাধিক শারীরিক অসুস্থতাকে সামনে তুলে ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক ।

আর সেই থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিকানা ছিল এসএসকেএম হাসপাতাল । জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগে তিনি এতদিন ধরে চিকিৎসাধীন ছিলেন । তবে হাসপাতালে ভর্তি থাকাকালীনও ইডির জিজ্ঞাসাবাদ থেকে ছাড় পাননি মন্ত্রী ৷ তাঁর সঙ্গে কথা বলার জন্য এসএসকেএম হাসপাতালে একাধিক বার যায় ইডি । কিন্তু সেখানে গিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেও তেমন একটা লাভ হয়নি তদন্তকারীদের । তবে এবার প্রাক্তন মন্ত্রীকে প্রেসিডেন্সি সংশোধনাগারে জিজ্ঞাসাবাদ করবে ইডি ৷ সেখান থেকেই রেশন দুর্নীতিকাণ্ডে নয়া তথ্য উঠে আসবে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন :

  1. 'মরে যাব ! শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে', দাবি জ্যোতিপ্রিয়র
  2. অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র চেম্বার থেকে উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি
  3. খাদ্য দুর্নীতি মামলার তদন্তে বন দফতরে ইডি! জ্যোতিপ্রিয় মল্লিকের ন‘তলার ঘরে চলল তল্লাশি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.