কলকাতা, 14 জানুয়ারি: হাসপাতাল থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফিরলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ শনিবার রাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কেন্দ্রীয়বাহিনীর জওয়ানদের সহযোগিতায় এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷
জানা গিয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারের পহেলা 22 নম্বর সেলে যেখানে আগে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন সেখানেই আবার থাকবেন তিনি । সম্প্রতি ইডি ডিরেক্টর রাহুল নবীন কলকাতায় এসে জোনাল অফিসারদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে বৈঠক করেন । সূত্রের খবর, তার মধ্যে অন্যতম দুটি বিষয় হল সন্দেশখালি এবং জ্যোতিপ্রিয় মল্লিক। মূলত, জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতিকাণ্ডে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি মুখ খুলতে চাননি । এবার অবশ্য প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তদন্তকারীরা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কথা বলতে চাইবেন । ইডি সূত্রের খবর, খুব শীঘ্রই আদালতের দ্বারস্থ হয়ে তাঁরা এই অনুমতি নেবেন ।
প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত বাকিবুর রহমানকে গ্রেফতার করে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জানতে পেরেছিলেন তদন্তকারীরা ৷ সেইমতো জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র উদ্ধার করা হয় ৷ তারপরই ইডি'র হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী ৷ তবে গ্রেফতারির পর থেকেই একাধিক শারীরিক অসুস্থতাকে সামনে তুলে ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক ।
আর সেই থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিকানা ছিল এসএসকেএম হাসপাতাল । জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগে তিনি এতদিন ধরে চিকিৎসাধীন ছিলেন । তবে হাসপাতালে ভর্তি থাকাকালীনও ইডির জিজ্ঞাসাবাদ থেকে ছাড় পাননি মন্ত্রী ৷ তাঁর সঙ্গে কথা বলার জন্য এসএসকেএম হাসপাতালে একাধিক বার যায় ইডি । কিন্তু সেখানে গিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেও তেমন একটা লাভ হয়নি তদন্তকারীদের । তবে এবার প্রাক্তন মন্ত্রীকে প্রেসিডেন্সি সংশোধনাগারে জিজ্ঞাসাবাদ করবে ইডি ৷ সেখান থেকেই রেশন দুর্নীতিকাণ্ডে নয়া তথ্য উঠে আসবে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
আরও পড়ুন :