ETV Bharat / state

Action against Headmasters: অবসরপ্রাপ্তদের পরিষেবায় গড়িমসি ! প্রধান শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ বিচারপতির - কলকাতা হাইকোর্ট

অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রাপ্য সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত করে রাখলে এবার ভুগতে হবে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের ৷ এইসব ক্ষেত্রে প্রধান শিক্ষকদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার (Action against Headmasters) মৌখিক নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ৷

Justice Rajasekhar Mantha directs DIs to take action against Headmasters if they delay to activate services of Retired Teachers
ফাইল ছবি
author img

By

Published : Feb 10, 2023, 3:31 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: "বহু স্কুলের প্রধান শিক্ষকদের গাফিলতিতে সেখানকার অবসরপ্রাপ্ত শিক্ষকরা অবসরকালীন আর্থিক সুবিধা পাচ্ছেন না ৷ সেইসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করুন ৷" শুক্রবার জেলা স্কুল পরিদর্শকদের (DI) মৌখিকভাবে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ৷

ঠিক কোন বিষয়ে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ?

বিচারপতির কড়া বার্তা, যদি কোনও স্কুল শিক্ষকদের অবসরকালীন সুযোগ-সুবিধা দিতে দেরি বা টালবাহানা করে, এবার থেকে সেই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে ডিআইদের ৷ বিচারপতি মান্থার এজলাসে বেশ কয়েকটি আদালত অবমাননার মামলা চলছে ৷ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, স্কুলের প্রধান শিক্ষকের উদাসীনতায় অবসরপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ৷

বিষয়টি নিয়ে এদিন উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ তিনি বলেন, "স্কুলের প্রধান শিক্ষকদের এমন ক্যাজুয়াল অ্যাপ্রোচের জন্য অবসরপ্রাপ্তরা কেন তার ফল ভোগ করবেন ? এবার থেকে এমন ক্ষেত্রে ডিআইরা অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করবেন ৷ তা না-হলে এই প্রবণতা বন্ধ করা যাবে না ৷ শিক্ষক বা শিক্ষাকর্মীরা যখন বছরের পর বছর পরিষেবা দিয়ে যাচ্ছেন, তখন তাঁরা কেন প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন না ? কেন এটা খেয়াল করা হচ্ছে না ?"

উল্লেখ্য, হাওড়ার একটি স্কুলের একজন শিক্ষাকর্মী অবসর নেওয়ার দু'বছর পরও তাঁর অবসরকালীন মাসিক ভাতা পাচ্ছেন না ! এর জন্য সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করেছেন তিনি ৷ এই মামলার শুনানি চলাকালীন গত শুক্রবারও ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি মান্থা ৷ তিনি বলেছিলেন, "অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি হচ্ছে ? শিক্ষকদের ক্ষেত্রে সরকারের আরও সচেতন হওয়া উচিত ৷ শিক্ষকরা শিক্ষাদান করেন ৷ এটি অত্যন্ত পবিত্র কাজ ৷ তাই তাঁদের যদি অবসরের পর প্রাপ্য আর্থিক সুবিধা পেতে বিলম্ব হয়, তা অত্যন্ত দুঃখজনক বিষয় ৷ এই বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন ৷ আপনারা (সংশ্লিষ্ট প্রশাসন) এই বিষয়ে কী করছেন ? আপনাদের এই ব্যুরোক্রেসি আদালত মানতে রাজি নয় ৷ আপনাদের সরকারি বিভিন্ন বিভাগের মধ্যে ফাইল স্থানান্তরে দেরি হবে, আর তার জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবেন, এটা চলতে পারে না ৷"

আরও পড়ুন: রাজ্যে কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

গত শুক্রবারের এই মন্তব্যের পর এদিন সরাসরি অভিযুক্ত প্রধান শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন বিচারপতি মান্থা ৷ তাঁর এই কড়া হুঁশিয়ারিতে আশার আলো দেখছেন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা ৷ তাঁদের আশা, এবার হয়তো কর্তৃপক্ষের টনক নড়বে ৷ তাঁরা তাঁদের প্রাপ্য সুবিধা ভোগ করতে পারবেন ৷

কলকাতা, 10 ফেব্রুয়ারি: "বহু স্কুলের প্রধান শিক্ষকদের গাফিলতিতে সেখানকার অবসরপ্রাপ্ত শিক্ষকরা অবসরকালীন আর্থিক সুবিধা পাচ্ছেন না ৷ সেইসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করুন ৷" শুক্রবার জেলা স্কুল পরিদর্শকদের (DI) মৌখিকভাবে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ৷

ঠিক কোন বিষয়ে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ?

বিচারপতির কড়া বার্তা, যদি কোনও স্কুল শিক্ষকদের অবসরকালীন সুযোগ-সুবিধা দিতে দেরি বা টালবাহানা করে, এবার থেকে সেই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে ডিআইদের ৷ বিচারপতি মান্থার এজলাসে বেশ কয়েকটি আদালত অবমাননার মামলা চলছে ৷ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, স্কুলের প্রধান শিক্ষকের উদাসীনতায় অবসরপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ৷

বিষয়টি নিয়ে এদিন উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ তিনি বলেন, "স্কুলের প্রধান শিক্ষকদের এমন ক্যাজুয়াল অ্যাপ্রোচের জন্য অবসরপ্রাপ্তরা কেন তার ফল ভোগ করবেন ? এবার থেকে এমন ক্ষেত্রে ডিআইরা অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করবেন ৷ তা না-হলে এই প্রবণতা বন্ধ করা যাবে না ৷ শিক্ষক বা শিক্ষাকর্মীরা যখন বছরের পর বছর পরিষেবা দিয়ে যাচ্ছেন, তখন তাঁরা কেন প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন না ? কেন এটা খেয়াল করা হচ্ছে না ?"

উল্লেখ্য, হাওড়ার একটি স্কুলের একজন শিক্ষাকর্মী অবসর নেওয়ার দু'বছর পরও তাঁর অবসরকালীন মাসিক ভাতা পাচ্ছেন না ! এর জন্য সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করেছেন তিনি ৷ এই মামলার শুনানি চলাকালীন গত শুক্রবারও ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি মান্থা ৷ তিনি বলেছিলেন, "অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি হচ্ছে ? শিক্ষকদের ক্ষেত্রে সরকারের আরও সচেতন হওয়া উচিত ৷ শিক্ষকরা শিক্ষাদান করেন ৷ এটি অত্যন্ত পবিত্র কাজ ৷ তাই তাঁদের যদি অবসরের পর প্রাপ্য আর্থিক সুবিধা পেতে বিলম্ব হয়, তা অত্যন্ত দুঃখজনক বিষয় ৷ এই বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন ৷ আপনারা (সংশ্লিষ্ট প্রশাসন) এই বিষয়ে কী করছেন ? আপনাদের এই ব্যুরোক্রেসি আদালত মানতে রাজি নয় ৷ আপনাদের সরকারি বিভিন্ন বিভাগের মধ্যে ফাইল স্থানান্তরে দেরি হবে, আর তার জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবেন, এটা চলতে পারে না ৷"

আরও পড়ুন: রাজ্যে কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

গত শুক্রবারের এই মন্তব্যের পর এদিন সরাসরি অভিযুক্ত প্রধান শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন বিচারপতি মান্থা ৷ তাঁর এই কড়া হুঁশিয়ারিতে আশার আলো দেখছেন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা ৷ তাঁদের আশা, এবার হয়তো কর্তৃপক্ষের টনক নড়বে ৷ তাঁরা তাঁদের প্রাপ্য সুবিধা ভোগ করতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.