ETV Bharat / state

Calcutta High Court: 'যত দোষ পুলিশের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে নিলেই হয়ে গেল ?' উষ্মা প্রকাশ বিচারপতির - Justice Rajasekhar Mantha

যত দোষ রয়েছে সব পুলিশের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে নিলেই হয়ে গেল ? কলকাতা হাইকোর্টে এ ভাবেই উষ্মা প্রকাশ করলেন বিচারপতি রাজা শেখর মান্থা ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By

Published : Jun 30, 2023, 7:09 PM IST

কলকাতা, 30 জুন: যত দোষ নন্দ ঘোষের ! যা কিছু সব পুলিশের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে হাত ধুয়ে নিলেই হয়ে গেল ? একটি মামলায় মামলাকারীদের এ ভাবেই ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ।

খেজুরির সোমনাথ প্রামাণিক-সহ 61 জন আবেদনকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ তাঁদের অভিযোগ, বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসিয়ে হেনস্তা করা হচ্ছে তাঁদের । বারে বারে থানায় ডাকা হচ্ছে হেনস্তা করার জন্য । বিচারপতি অভিযোগ শোনার পর বলেন, "যে পারছে সে-ই পুলিশের ঘাড়ে দায় চাপিয়ে যাচ্ছে । কিছু ঘটনা যে ঘটে না, তা নিশ্চয়ই নয় । কিন্তু এখন যে কোনও গন্ডগোল, গোলমালই ভোটের হিংসা হয়ে যাচ্ছে ৷ পুলিশ অভিযুক্ত হয়ে যাচ্ছে ৷ আদালতকে মিথ্যে বলে ব্যবহার করা হচ্ছে । এই মামলাকারীকে বিশ্বাস না করার যথেষ্ট কারণ আছে কোর্টের । এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে । মিথ্যে তথ্য দিয়ে কিছু লোক মামলা করে বিভ্রান্ত করছে ।"

রাজ্যের তরফে আদালতকে বলা হয়, খেজুরির ওই মামলাকারি 19 জুন বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান । আগেই আদালত এঁদের রক্ষাকবচ দিলেও পুলিশের সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয় । কিন্তু তাঁকে ডাকা হলে থানায় হাজির হননি তিনি । উলটে আদালতকে ঢাল করছেন ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে 28 কুড়মি প্রার্থীকে নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

রাজ্য সরকারের এই বক্তব্য শোনার পর বিচারপতি রাজা শেখর মান্থা বলেন, "দিনের পর দিন এমন মামলাকারীদের জন্য আদালতের সময় নষ্ট হচ্ছে । আর আজ কেন্দ্রীয় বাহিনী আছে । কিন্তু পুলিশ তো সারা বছর থাকবে । তাদের সঙ্গে ঘর করতে হবে । কোর্টকে কতদিন মিথ্যে বলে ব্যবহার করবেন !"

আদালত আগেই এঁদের যে রক্ষাকবচ দিয়েছিল, এ দিন সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ানোর জন্য আবেদন করা হয় । তাতেই আদালত প্রথমে আপত্তি করে মামলাকারীদের আচরণ নিয়ে । পরে 15 জুলাই পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েও তাঁর অসন্তোষ গোপন রাখেননি বিচারপতি ।

কলকাতা, 30 জুন: যত দোষ নন্দ ঘোষের ! যা কিছু সব পুলিশের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে হাত ধুয়ে নিলেই হয়ে গেল ? একটি মামলায় মামলাকারীদের এ ভাবেই ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ।

খেজুরির সোমনাথ প্রামাণিক-সহ 61 জন আবেদনকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ তাঁদের অভিযোগ, বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসিয়ে হেনস্তা করা হচ্ছে তাঁদের । বারে বারে থানায় ডাকা হচ্ছে হেনস্তা করার জন্য । বিচারপতি অভিযোগ শোনার পর বলেন, "যে পারছে সে-ই পুলিশের ঘাড়ে দায় চাপিয়ে যাচ্ছে । কিছু ঘটনা যে ঘটে না, তা নিশ্চয়ই নয় । কিন্তু এখন যে কোনও গন্ডগোল, গোলমালই ভোটের হিংসা হয়ে যাচ্ছে ৷ পুলিশ অভিযুক্ত হয়ে যাচ্ছে ৷ আদালতকে মিথ্যে বলে ব্যবহার করা হচ্ছে । এই মামলাকারীকে বিশ্বাস না করার যথেষ্ট কারণ আছে কোর্টের । এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে । মিথ্যে তথ্য দিয়ে কিছু লোক মামলা করে বিভ্রান্ত করছে ।"

রাজ্যের তরফে আদালতকে বলা হয়, খেজুরির ওই মামলাকারি 19 জুন বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান । আগেই আদালত এঁদের রক্ষাকবচ দিলেও পুলিশের সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয় । কিন্তু তাঁকে ডাকা হলে থানায় হাজির হননি তিনি । উলটে আদালতকে ঢাল করছেন ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে 28 কুড়মি প্রার্থীকে নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

রাজ্য সরকারের এই বক্তব্য শোনার পর বিচারপতি রাজা শেখর মান্থা বলেন, "দিনের পর দিন এমন মামলাকারীদের জন্য আদালতের সময় নষ্ট হচ্ছে । আর আজ কেন্দ্রীয় বাহিনী আছে । কিন্তু পুলিশ তো সারা বছর থাকবে । তাদের সঙ্গে ঘর করতে হবে । কোর্টকে কতদিন মিথ্যে বলে ব্যবহার করবেন !"

আদালত আগেই এঁদের যে রক্ষাকবচ দিয়েছিল, এ দিন সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ানোর জন্য আবেদন করা হয় । তাতেই আদালত প্রথমে আপত্তি করে মামলাকারীদের আচরণ নিয়ে । পরে 15 জুলাই পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েও তাঁর অসন্তোষ গোপন রাখেননি বিচারপতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.