কলকাতা, 2 ফেব্রুয়ারি: ফের সিবিআই'কে তীব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) । 7 দিনের মধ্যে সিবিআই তদন্তের অগ্রগতি রিপোর্ট না-পেলে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাবেন, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly slams CBI)। তিনি বলেন, "সিবিআই অফিসারেরা কোনও তদন্তের জন্য উপযোগী নয় । 10 মাস ধরে সিবিআই তদন্ত করছে, এটা ইয়ার্কি হচ্ছে। সারা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে সিবিআইয়ের দিকে (Justice Ganguly on CBI delay in Probe in WB) । এমন গা-ছাড়া তদন্ত সিবিআইয়ের । সিবিআইয়ের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং করা হোক ।"
সিবিআই আধিকারিকদের উপর ক্ষিপ্ত বিচারপতি । এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "নিয়োগ দুর্নীতির তদন্তের সঙ্গে যুক্ত প্রত্যেক সিবিআই অফিসারের সম্পত্তির হিসাব নেবে আদালত । আমাকে তো দেখছি সিবিআইয়ের পরিবর্তে ইংল্যান্ডের তদন্তকারী সংস্থা MI5-এর ওপর ভরসা করতে হবে । এবার যদি কাজ না-করেন তাহলে আদালত আপনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ।"
একই সঙ্গে সিবিআই'কে প্রাথমিক নিয়োগ তদন্তের চূড়ান্ত সময়সীমাও দিয়ে দিয়েছেন তিনি । 10 ফেব্রুয়ারির মধ্যে সিবিআই'কে মানিক ভট্টাচার্যকে বিশদ জিজ্ঞাসাবাদ করে রিপোর্ট দিতে হবে । এস বাসু রায় কোম্পানির সঙ্গে মানিক ভট্টাচার্যের বোর্ডের কীসের এত ঘনিষ্ঠতা, এই প্রশ্নের উত্তর চায় আদালত । বিচারপতি আরও বলেন, "আমি এখনই কোনও তদন্তকারী আধিকারিক নিযুক্ত করব না । এখন কি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে আমাকে যেতে হবে ? " সিবিআই আধিকারিক সোমনাথ বিশ্বাসকে নিয়ে বিচারপতি বলেন, "প্রাথমিক তদন্তকারী অফিসার কোনও সিভিল সার্ভিস করার যোগ্য নন ।"
আরও পড়ুন: মানিক ভট্টাচার্যের দ্বিতীয় পাসপোর্টের খোঁজ মিলেছে, হাইকোর্টে দাবি সিবিআইয়ের
2016 নিয়োগে অতিরিক্ত প্যানেল প্রকাশই হয়নি । অতিরিক্ত প্যানেল নিয়ে পুরো সিদ্ধান্ত তৎকালীন বোর্ড সভাপতি মানিক ভট্টাচার্যের ছিল বলে এদিন এজলাসে জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচি । তিনি জানান, 'বোর্ডের কনফিডেনসিয়াল সেকশন হয়ে কাজ করেছে এস বাসু রায় কোম্পানি এবং তাঁর চেয়ারম্যান গৌতম মুখোপাধ্যায় । তিনি প্রয়াত । এই সংস্থা প্যানেল প্রকাশ না-করার বিষয় জানতে পারে ।"
আরও পড়ুন: কুন্তলের ঘনিষ্ঠ অভিনেত্রী কে ? ইডির কাছে নাম চাইলেন বিচারপতি
তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, বোর্ডের প্রাক্তন সচিব হলফনামা দিয়ে তথ্য জানাবেন । এজলাসে আজকের দেওয়া তথ্য হলফনামায় 7 দিনের মধ্যে জানাতে হবে ।