ETV Bharat / state

Teacher Recruitment Scam: 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব', 2016-র পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

শিক্ষক নিয়োগে (Teacher Recruitment Scam) 2016 সালের পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)৷ রেগে গিয়ে তিনি এ দিন বলেন, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব ৷

Justice Abhijit Gangopadhyay warns of suspending entire 2016 panel in Teacher Recruitment Scam
ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব, 2016-র পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
author img

By

Published : Dec 6, 2022, 8:04 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: 42,500 প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এ দিন শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার (Teacher Recruitment Scam) শুনানিতে সওয়াল জবাবের সময় ক্রুদ্ধ হয়ে তিনি বলেন, "ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব ৷"

মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন । এ দিন রেগে গিয়ে তিনি বলেন, "আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব । যেদিন 2014-র প্রাথমিক টেটের ভিত্তিতে গড়া 2016-র পুরো প্যানেল বাতিল করব, সেদিন ঢাকি সমেত বিসর্জনের মানে বলব ।" তিনি আরও বলেন, "আমি বুঝতে পারছি মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌঁছনোর ক্ষমতা নেই বলে চাকরি পাননি মামলাকারীরা ।"

2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরির আবেদন জানিয়ে মামলা করেন 140 জন অপ্রশিক্ষিত প্রার্থী । তাঁদের দাবি, সেই সময়কার নিয়ম অনুযায়ী অপ্রশিক্ষিতদের নিয়োগ করা যেত (Abhijit Gangopadhyay warns of suspending entire 2016 panel)। প্রায় 32 হাজার অপ্রশিক্ষিত প্রার্থী 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপত্র পেয়েছেন । মামলাকারীদের আরও দাবি, সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ হয়েছে । সেই তালিকা থেকে দেখা যাচ্ছে যে, তাঁদের থেকে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরি পেয়েছেন । মামলকারীদের আরও বেশকিছু নথি পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন: প্রার্থী পেয়েছিলেন শূন্য, সেটাই হয়েছে 53; সিবিআইয়ের দেওয়া তথ্যে চোখ কপালে বিচারপতির

16 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি । মামলাকারীদের তরফে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, 2014 প্রাথমিক টেটের ভিত্তিতে হাজার হাজার অপ্রিশিক্ষিত প্রার্থী চাকরি পেয়েছিলেন । সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে তালিকা প্রকাশ করেছে তাতেই এটা দেখা গিয়েছে । প্রায় 500 জন অপ্রিশিক্ষিত প্রার্থী যাঁদের নম্বর, চাকরি পেয়েছে এমন প্রার্থীদের থেকে অনেক বেশি, তাঁরা মামলা করেছিলেন । সেই মামলাতেই বিচারপতি আরও কিছু নথি পেশের নির্দেশ দিয়েছেন ।"

কলকাতা, 6 ডিসেম্বর: 42,500 প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এ দিন শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার (Teacher Recruitment Scam) শুনানিতে সওয়াল জবাবের সময় ক্রুদ্ধ হয়ে তিনি বলেন, "ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব ৷"

মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন । এ দিন রেগে গিয়ে তিনি বলেন, "আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব । যেদিন 2014-র প্রাথমিক টেটের ভিত্তিতে গড়া 2016-র পুরো প্যানেল বাতিল করব, সেদিন ঢাকি সমেত বিসর্জনের মানে বলব ।" তিনি আরও বলেন, "আমি বুঝতে পারছি মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌঁছনোর ক্ষমতা নেই বলে চাকরি পাননি মামলাকারীরা ।"

2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরির আবেদন জানিয়ে মামলা করেন 140 জন অপ্রশিক্ষিত প্রার্থী । তাঁদের দাবি, সেই সময়কার নিয়ম অনুযায়ী অপ্রশিক্ষিতদের নিয়োগ করা যেত (Abhijit Gangopadhyay warns of suspending entire 2016 panel)। প্রায় 32 হাজার অপ্রশিক্ষিত প্রার্থী 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপত্র পেয়েছেন । মামলাকারীদের আরও দাবি, সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ হয়েছে । সেই তালিকা থেকে দেখা যাচ্ছে যে, তাঁদের থেকে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরি পেয়েছেন । মামলকারীদের আরও বেশকিছু নথি পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন: প্রার্থী পেয়েছিলেন শূন্য, সেটাই হয়েছে 53; সিবিআইয়ের দেওয়া তথ্যে চোখ কপালে বিচারপতির

16 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি । মামলাকারীদের তরফে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, 2014 প্রাথমিক টেটের ভিত্তিতে হাজার হাজার অপ্রিশিক্ষিত প্রার্থী চাকরি পেয়েছিলেন । সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে তালিকা প্রকাশ করেছে তাতেই এটা দেখা গিয়েছে । প্রায় 500 জন অপ্রিশিক্ষিত প্রার্থী যাঁদের নম্বর, চাকরি পেয়েছে এমন প্রার্থীদের থেকে অনেক বেশি, তাঁরা মামলা করেছিলেন । সেই মামলাতেই বিচারপতি আরও কিছু নথি পেশের নির্দেশ দিয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.