কলকাতা, 30 নভেম্বর: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রসায়ন বিভাগের প্রধানকে শারীরিক এবং মানসিক হেনস্থা করার অভিযোগ উঠল এক কর্মচারীর বিরুদ্ধে । আজ এই ঘটনার নিন্দা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেয় । শিক্ষক সমিতির (JUTA)-র পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের 64 বছরের বিভাগীয় প্রধানকে শিক্ষাকর্মী নেতা বিনয় সিংহের নেতৃত্বে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়েছে (JU Worker accused of assaulting chemistry professor ) ।
যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী দিনের পর দিন ক্লাস রুমের দরজা খুলছেন না । ফলে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা ক্লাস করতে বা করাতে পারছেন না । কর্মচারীকে বারে বারে বলা সত্ত্বেও তিনি দরজা খোলেননি । আজও তিনি দরজা খোলেননি । তিনি এসে বলেন ক্লাস খুলবেন না । তারপর বিভাগীয় প্রধান নিজে গিয়ে ঘর খুলেছেন । স্বাভাবিকভাবেই হাজিরা খাতা প্রধানের কাছেই ছিল । এরপর গতকাল ওই কর্মচারী দেরি করে এসেছিলেন বলে ফার্স্ট হাফের পরিবর্তে সেকেন্ড হাফে সই করতে বলেন প্রধান । এরপর সেই কর্মী বিভাগীয় প্রধানের উপরে গিয়ে চড়াও হন এবং তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেন । হাজিরা খাতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় । বিভাগীয় প্রধানকে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকেন ওই কর্মচারী ।"
আরও পড়ুন: রাজ্যের 6 কোটির অনুদানেও সমস্যা মিটবে না, দাবি অধ্য়াপকদের
তিনি আরও বলেন, "কোনও শিক্ষকের অপমান আমরা মেনে নেব না । তাই আজ আমরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালাম । অভিযুক্তকে দোষ শিকার করতে হবে । আমরা মনে করি সকলের নিজেদের দায়িত্বের বিষয়ে অবগত থাকা প্রয়োজন । এভাবে বিশ্ববিদ্যালয়ের কাজের পরিবেশ নষ্ট হচ্ছে । তাই এই প্রেক্ষিতে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালাম আমরা ।"