ETV Bharat / state

Paranjoy Guha Thakurta: 'আনমাস্কিং আদানি'! হিন্ডেনবার্গের আগে সরব হয়েছিলেন বাঙালি সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা - Paranjoy Guha Thakurta at Unmasking Adani

কলকাতায় প্রেসক্লাবে 'আনমাস্কিং আদানি' শীর্ষক একটি আলোচনাসভায় শিল্পপতি গৌতম আদানি সম্পর্কে তাঁর মতামত থেকে শুরু করে অভিজ্ঞতা ভাগ করে নিলেন প্রবীণ সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা (Paranjoy Guha Thakurta on Adani) ৷

Paranjoy Guha Thakurta Journalist
প্রেসক্লাবে পরঞ্জয় গুহঠাকুরতা
author img

By

Published : Mar 16, 2023, 11:37 AM IST

Updated : Mar 16, 2023, 1:49 PM IST

প্রেসক্লাবে আনমাস্কিং আদানি শীর্ষক আলোচনাসভায় সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা

কলকাতা, 16 মার্চ: বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি আজ 22 নম্বরে নেমে এসেছেন ৷ ভারতের এই শিল্পপতি গৌতম আদানির পতনের নেপথ্যে রয়েছে আমেরিকার একটি শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবর্গ রিসার্চ রিপোর্ট ৷ 24 জানুয়ারি 32 হাজার শব্দের 106 পাতার এই রিপোর্টটি প্রকাশিত হয় ৷ তারপর শেয়ার বাজারে বড়সড় ধাক্কা খেয়েছে আদানিরা ৷ এ নিয়ে সংসদে বাজেট অধিবেশনের প্রথম পর্বে শাসক-বিরোধী তুমুল তরজা হয়েছে ৷ এখনও চলছে (Paranjoy Guha Thakurta at Unmasking Adani event in Press Club Kolkata) ৷

তবে অনেকের কাছে এটা অজানা যে, হিন্ডেনবার্গের এই রিপোর্টের বহু আগে বর্ষীয়ান বাঙালি সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা এ বিষয়ে সরব হয়েছিলেন ৷ তাঁর কথায় তেমন কোনও মূল্য দেয়নি কেউ ৷ বুধবার কলকাতা প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় এসেছিলেন এই সাংবাদিক-লেখক ৷ গৌতম আদানি যখন বম্বের (অধুনা মুম্বই) জাভেরি বাজারে হিরে ব্যবসায়ী ছিলেন, সেই সময় তাঁর সঙ্গে প্রথম পরিচয় পরঞ্জয়ের ৷ প্রেস ক্লাবে অনুষ্ঠানের ফাঁকে ইটিভি ভারতের প্রতিনিধিকে আদানির সম্পর্কে তাঁর মতামত জানালেন পরঞ্জয় ৷

হিন্ডেনবার্গ রিপোর্টটি নিয়ে দুনিয়ায় টানটান উত্তেজনা চলছে ৷ সেই সময় নিজের কাজ নিয়ে মুখ না খুলে এত দেরিতে কেন কথা বললেন সাংবাদিক ? এই প্রসঙ্গে পরাঞ্জয় গুহ ঠাকুরতা বলেন, "আজ দেড় মাস পর আমি কেন মুখ খুললাম, কারণ এতদিন পর্যন্ত আমার উপরে গ্যাগ অর্ডার ছিল ৷ অর্থাৎ আমি চাইলেও কোথাও এ বিষয়ে কথা বলতে পারতাম না ৷ তাই আমি এতদিন পর্যন্ত কোথাও কিছু বলিনি ৷ তবে আমার মনে হয়, এবার সময় এসেছে ৷ আমি আদালতের সম্মতিক্রমে আজ আপনাদের সঙ্গে এই বিষয় কথা বলছি ৷"

আদানির সঙ্গে পরঞ্জয়ের প্রথম দেখা নিয়ে তিনি বলেন, "একদা হিরের ব্যবসায়ী গৌতম আদানি খুব স্বল্প সময়ের মধ্যে রকেট গতিতে উপরে ওঠেন ৷ শুধু তাই নয়, করোনাকালে যখন সারা বিশ্ব এক অজানা অতিমারির সঙ্গে লড়াই করছে, তখন ঠিক একইভাবে উল্কার গতিতে আদানি গোষ্ঠীর সম্পত্তির গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী ৷ আমার মনে হয় না ভারতের আর কোনও শিল্পপতির এত তাড়াতাড়ি এত বিপুল সম্পত্তি অধিকারী হয়েছেন ৷ ভারতীয় অর্থনীতির বহুদিকে এই আদানি গোষ্ঠী নিজেদের শাখা প্রশাখা বিস্তার করেছে ৷ আর এই রিপোর্টের ফলে যে কেবলমাত্র আদানি গোষ্ঠীর শেয়ারে ধস নামবে, এই বিষয়টি আরও বেশি আশ্চর্য করেছে মানুষকে ৷ পৃথিবীর আর পাঁচটা সভ্য দেশে এমনটা হয় বলে আমার জানা নেই ৷"

আরও পড়ুন: আদানি নয়, উদ্বেগের কারণ বিকেন্দ্রীকরণ ! দাবি এলআইসি কর্মীদের

আদানি সম্পর্কিত হিন্ডেনবার্গ রিপোর্টের পাশাপাশি গুজরাত দাঙ্গায় মোদির ভূমিকা নিয়ে বিবিসি তথ্যচিত্র নিয়েও তুমুল চর্চা চলছে ৷ রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, 2024 সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মোদি সরকারকে টার্গেট করেই হয়তো এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত ৷ শিল্পপতি গৌতম আদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ তাই রিপোর্ট ও তথ্যচিত্র কি কোনও ভাবে লোকসভা নির্বাচনে মোদি সরকারকে প্রভাবিত করতে পারে ? এ বিষয়ে যদিও পরঞ্জয় গুহ ঠাকুরতার সাফ জবাব, "আমি জ্যোতিষী নই । ভবিষ্যৎ দেখতে পাই না ৷ তাই এই রিপোর্ট আগামী বছর নির্বাচনকে প্রভাবিত করতে করবে কি না, সেটা এক বছর আগে থেকে অনুমান করা সম্ভব নয় ৷"

একদিকে আদানি-আম্বানিদের মতো গোষ্ঠী, অন্যদিকে দেশের আমজনতা ৷ তবে দেশের মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষদের কিছুটা হলেও জীবনধারণ উন্নত হয়েছে কি ? সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি সাংবাদিক ৷ তবে একটা বিষয়ে তিনি একমত, দেশের ধনীরা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করে আরও ধনী হয়েছে ৷ পরঞ্জয় গুহ ঠাকুরতা বলেন, "মোদি সরকার মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্তদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছেন ৷ কিন্তু একটা কথা মানতেই হবে যে গত কয়েক বছরে ধনী দেশের ধনী এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষের মধ্যে যে ব্যবধান সেটা লক্ষণীয়ভাবে বেড়েছে । "

আরও পড়ুন: আদানি ইস্যুতে ইডি'র কাছে অভিযোগ দায়ের বিরোধীদের

প্রেসক্লাবে আনমাস্কিং আদানি শীর্ষক আলোচনাসভায় সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা

কলকাতা, 16 মার্চ: বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি আজ 22 নম্বরে নেমে এসেছেন ৷ ভারতের এই শিল্পপতি গৌতম আদানির পতনের নেপথ্যে রয়েছে আমেরিকার একটি শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবর্গ রিসার্চ রিপোর্ট ৷ 24 জানুয়ারি 32 হাজার শব্দের 106 পাতার এই রিপোর্টটি প্রকাশিত হয় ৷ তারপর শেয়ার বাজারে বড়সড় ধাক্কা খেয়েছে আদানিরা ৷ এ নিয়ে সংসদে বাজেট অধিবেশনের প্রথম পর্বে শাসক-বিরোধী তুমুল তরজা হয়েছে ৷ এখনও চলছে (Paranjoy Guha Thakurta at Unmasking Adani event in Press Club Kolkata) ৷

তবে অনেকের কাছে এটা অজানা যে, হিন্ডেনবার্গের এই রিপোর্টের বহু আগে বর্ষীয়ান বাঙালি সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা এ বিষয়ে সরব হয়েছিলেন ৷ তাঁর কথায় তেমন কোনও মূল্য দেয়নি কেউ ৷ বুধবার কলকাতা প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় এসেছিলেন এই সাংবাদিক-লেখক ৷ গৌতম আদানি যখন বম্বের (অধুনা মুম্বই) জাভেরি বাজারে হিরে ব্যবসায়ী ছিলেন, সেই সময় তাঁর সঙ্গে প্রথম পরিচয় পরঞ্জয়ের ৷ প্রেস ক্লাবে অনুষ্ঠানের ফাঁকে ইটিভি ভারতের প্রতিনিধিকে আদানির সম্পর্কে তাঁর মতামত জানালেন পরঞ্জয় ৷

হিন্ডেনবার্গ রিপোর্টটি নিয়ে দুনিয়ায় টানটান উত্তেজনা চলছে ৷ সেই সময় নিজের কাজ নিয়ে মুখ না খুলে এত দেরিতে কেন কথা বললেন সাংবাদিক ? এই প্রসঙ্গে পরাঞ্জয় গুহ ঠাকুরতা বলেন, "আজ দেড় মাস পর আমি কেন মুখ খুললাম, কারণ এতদিন পর্যন্ত আমার উপরে গ্যাগ অর্ডার ছিল ৷ অর্থাৎ আমি চাইলেও কোথাও এ বিষয়ে কথা বলতে পারতাম না ৷ তাই আমি এতদিন পর্যন্ত কোথাও কিছু বলিনি ৷ তবে আমার মনে হয়, এবার সময় এসেছে ৷ আমি আদালতের সম্মতিক্রমে আজ আপনাদের সঙ্গে এই বিষয় কথা বলছি ৷"

আদানির সঙ্গে পরঞ্জয়ের প্রথম দেখা নিয়ে তিনি বলেন, "একদা হিরের ব্যবসায়ী গৌতম আদানি খুব স্বল্প সময়ের মধ্যে রকেট গতিতে উপরে ওঠেন ৷ শুধু তাই নয়, করোনাকালে যখন সারা বিশ্ব এক অজানা অতিমারির সঙ্গে লড়াই করছে, তখন ঠিক একইভাবে উল্কার গতিতে আদানি গোষ্ঠীর সম্পত্তির গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী ৷ আমার মনে হয় না ভারতের আর কোনও শিল্পপতির এত তাড়াতাড়ি এত বিপুল সম্পত্তি অধিকারী হয়েছেন ৷ ভারতীয় অর্থনীতির বহুদিকে এই আদানি গোষ্ঠী নিজেদের শাখা প্রশাখা বিস্তার করেছে ৷ আর এই রিপোর্টের ফলে যে কেবলমাত্র আদানি গোষ্ঠীর শেয়ারে ধস নামবে, এই বিষয়টি আরও বেশি আশ্চর্য করেছে মানুষকে ৷ পৃথিবীর আর পাঁচটা সভ্য দেশে এমনটা হয় বলে আমার জানা নেই ৷"

আরও পড়ুন: আদানি নয়, উদ্বেগের কারণ বিকেন্দ্রীকরণ ! দাবি এলআইসি কর্মীদের

আদানি সম্পর্কিত হিন্ডেনবার্গ রিপোর্টের পাশাপাশি গুজরাত দাঙ্গায় মোদির ভূমিকা নিয়ে বিবিসি তথ্যচিত্র নিয়েও তুমুল চর্চা চলছে ৷ রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, 2024 সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মোদি সরকারকে টার্গেট করেই হয়তো এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত ৷ শিল্পপতি গৌতম আদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ তাই রিপোর্ট ও তথ্যচিত্র কি কোনও ভাবে লোকসভা নির্বাচনে মোদি সরকারকে প্রভাবিত করতে পারে ? এ বিষয়ে যদিও পরঞ্জয় গুহ ঠাকুরতার সাফ জবাব, "আমি জ্যোতিষী নই । ভবিষ্যৎ দেখতে পাই না ৷ তাই এই রিপোর্ট আগামী বছর নির্বাচনকে প্রভাবিত করতে করবে কি না, সেটা এক বছর আগে থেকে অনুমান করা সম্ভব নয় ৷"

একদিকে আদানি-আম্বানিদের মতো গোষ্ঠী, অন্যদিকে দেশের আমজনতা ৷ তবে দেশের মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষদের কিছুটা হলেও জীবনধারণ উন্নত হয়েছে কি ? সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি সাংবাদিক ৷ তবে একটা বিষয়ে তিনি একমত, দেশের ধনীরা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করে আরও ধনী হয়েছে ৷ পরঞ্জয় গুহ ঠাকুরতা বলেন, "মোদি সরকার মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্তদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছেন ৷ কিন্তু একটা কথা মানতেই হবে যে গত কয়েক বছরে ধনী দেশের ধনী এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষের মধ্যে যে ব্যবধান সেটা লক্ষণীয়ভাবে বেড়েছে । "

আরও পড়ুন: আদানি ইস্যুতে ইডি'র কাছে অভিযোগ দায়ের বিরোধীদের

Last Updated : Mar 16, 2023, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.