কলকাতা, 27 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতির তদন্ত চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) বঞ্চিত মেধা তালিকাভুক্ত প্রার্থীরা । সোমবার কলেজ সার্ভিস কমিশনের 2018 সালের মেধাতালিকাভুক্তদের একাংশ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ইমেল করেছেন (Job aspirants send email to Governor) ।
রাজ্যপালকে ইমেলে কী লেখা হয়েছে ?
মেধাতালিকাভুক্তরা লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের অভিভাবক হিসাবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের (বিজ্ঞাপন নং 1/2018) দুর্ভাগ্যজনক তালিকাভুক্ত প্রার্থীরা নিয়োগের বিষয়ে গভীর বেদনা ও যন্ত্রণা প্রকাশ করছি । পশ্চিমবঙ্গে উচ্চ শিক্ষার মান বজায় রাখার পাশাপাশি একটি প্রগতিশীল সমাজের ভিত্তি তৈরিতে যোগ্য, মেধাবী ও স্থায়ী শিক্ষকদের ভূমিকা অপরিসীম ।’’
তাঁরা আরও লিখেছেন, ‘‘বর্তমান সরকারের যেকোনও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আপনার শক্তিশালী কণ্ঠস্বর থাকায় আপনার কাছ থেকে জোরালো পদক্ষেপ আশা করছি । বর্তমানে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন, আপনি, ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যক্তি, নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারেন এবং ডাব্লুবিসিএসসি (WBCSC) নিয়োগে অনিয়ম তদন্তের আদেশ দিতে পারেন ।’’
শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন , "প্রতিদিনই নতুন নতুন দুর্নীতি প্রকাশ্যে আসছে । কার্যত সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে । ডাব্লুবিসিএসসি-র যোগ্য চাকরি প্রার্থীরা রাজ্যপালকে নিজেদের কথা জানিয়েছেন । ভালো কথা । কারণ, তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান । আশা করি, তিনি দ্রুত পদক্ষেপ নেবেন । আমি-আমরা চাকরি প্রার্থীদের পাশে ছিলাম । আছি । দুর্নীতি তদন্তের পাশাপাশি যোগ্যদের দ্রুত নিয়োগ দেওয়া হোক ।"
কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্তদের মধ্যে হিমাদ্রী মণ্ডল বলেন, "রাজ্যে প্রত্যেক দিন শিক্ষক নিয়োগের দুর্নীতির এক একটা পর্দা ফাঁসের খবর বিস্মিত করছে । 2018 সালে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে মেধা তালিকাভুক্তদের কিছু অংশ দীর্ঘদিন আন্দোলন করে চলেছেন । তাঁদের অভিযোগ, 2018-র নিয়োগের ক্ষেত্রে কোনও নিয়মই মানা হয়নি ।’’
তিনি আরও জানান, মেধা তালিকায় প্রার্থীদের নামের পাশে কোনও নম্বর প্রকাশ করা হয়নি, অধিকাংশক্ষেত্রে কম যোগ্য প্রার্থীরা অর্থের বিনিময়ে বা প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে চাকরি পেয়েছেন ৷ অথচ যাবতীয় বিচারে যাঁদের মেধা তালিকার সামনের দিকে থাকার কথা, তাঁদেরকে ঠেলে দেওয়া হয়েছে মেধা তালিকার পিছনের দিকে । মেধাতালিকাভুক্ত প্রার্থীরা নিয়োগ পাননি ৷ অথচ মেধাতালিকা বহির্ভূত প্রার্থীরা নিয়োগ পেয়েছেন ।
আরও পড়ুন: কলেজ সার্ভিস কমিশনের মেধাতালিকায় নাম থাকলেও হয়নি নিয়োগ, প্রতিবাদে কাশফুল দিয়ে বালিশ তৈরি প্রার্থীদের