কলকাতা, 26 অগাস্ট : জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । আজ সকালে STF-এর গোয়েন্দারা বিহারের গয়ার বুনিয়াদপুর থেকে গ্রেপ্তার করে ইজ়াজ় আহমেদকে ।
ইজ়াজ় আদতে বীরভূমের পাড়ুইয়ের বাসিন্দা । জঙ্গি খাতায় নাম লেখানোর পর থেকে ফেরার ছিল সে । তার বুদ্ধির জোরে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের আমের নির্বাচিত হয়েছিল । জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার অন্যতম শীর্ষ কর্তা হিসেবে কাজ করছিল ইজ়াজ় আহমেদ । সে জামাতের ভারত চ্যাপ্টারের প্রধান রিক্রুটার । টার্গেটে থাকা যুবকদের মগজধোলাইয়ের কাজ করে জঙ্গি খাতায় নাম লেখানোর মূল কাজটা করত এই ইজ়াজ় । জামাত চিফ সালাউদ্দিন ও কওসরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেই জিহাদি চক্রান্ত চালিয়ে যেত সে । জানা গেছে, এখনও সে রিক্রুটের কাজেই বিহারে গেছিল ।
দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল । সূত্র মারফত খবর পাওয়া যায়, ইজ়াজ় গয়ায় রয়েছে । সেই মতো আজ সকালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারী দল হানা দিয়ে গ্রেপ্তার করে ইজ়াজ়কে ।