ETV Bharat / state

রাজভবনের সঙ্গে "লকডাউন" শেষ করতে মমতাকে আবেদন ধনকড়ের - Lockdown in state

রাজ্যের সঙ্গে সম্পর্ক ভালো করার ইঙ্গিত দিলেন জগদীপ ধনকড় ৷ আজ টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে তাঁৎ আবেদন, রাজভবনের সঙ্গে লকডাউন শেষ করা হোক ৷

মমতাকে আবেদন ধনকড়ের
মমতাকে আবেদন ধনকড়ের
author img

By

Published : Apr 13, 2020, 8:15 PM IST

কলকাতা, 13 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে ৷ মুখ্যমন্ত্রীদের সৃঙ্গে বৈঠকে লকডাউনের মেয়াদ আরও দু'সপ্তাহ বাডা়নোর কথা বলেছেন প্রধানমন্ত্রী । এরপরই 30 এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর এর মাঝেই লকডাউন তুলে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তবে, এই লকডাউন কোরোনা সংক্রমণ রুখতে নয় ৷ রাজভবনের সঙ্গে লকডাউন তোলার আবেদন জানিয়েছেন তিনি ।

দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়ে পড়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন । রাজ্যের শিক্ষাব্যবস্থার বিরুদ্ধেও বারবার অভিযোগ করে এসেছেন ৷ যাদবপুর বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি ৷ তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান তোলার পাশাপাশি কালো পতাকাও দেখানো হয় ।

বিধানসভায় অর্থমন্ত্রীর বাজেট পেশ লাইভ দেখানো হলেও, বাজেট অধিবেশনের শুরুতে তাঁর বক্তব্য লাইভ না দেখানোতেও ক্ষুব্ধ হয়েছিলেন রাজ্যপাল ৷ তবে, এবছরের শুরুর দিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বরফ কিছুটা গলেছিল বলেই মনে হয়েছিল ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি বলেও জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু, কিছুদিন পর ফের রাজ্যের সমালোচনা করতে দেখা যায় তাঁকে ৷ উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্য পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ হতে আহ্বান জানান তিনি ৷ সঙ্গে জানিয়ে দেন, কেন্দ্র-রাজ্য সংঘাত তিনি একেবারেই পছন্দ করছেন না ৷ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন করা যেতে পারে ৷

বর্তমানে কোরোনা পরিস্থিতি নিয়েও বহুবার টুইট করতে দেখা গিয়েছে রাজ্যপালকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে অংশগ্রহণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণও জানিয়ে ছিলেন তিনি ৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে তাঁর টুইট, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, রাজভবনের সঙ্গে লকডাউনটা শেষ করুন ৷"

  • Urge @MamataOfficial to end Lockdown with Raj Bhawan.

    We are in combat mode #CoronaPandemic and must act in togetherness in State interest.

    MHA warnings must lead to correctional approach.

    Officials be held accountable for lapses #SocialDistancing and religious congregations.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি, কোরোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করারও আহ্বান জানান রাজ্যপাল ৷ রাজ্যের সুরক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে টুইটে জানান তিনি ৷ বলেন, স্বাস্থ্যমন্ত্রকের বিধিগুলিকে মেনে চলতে হবে ৷ কোনও ধর্মীয় সভায় জমায়েত হলে এবং সামাজিক দূরত্ব মানা না হলে তার জন্য আধিকারিকদেরই দায়ি করা হবে বলেও আজ টুইটে লেখেন তিনি ৷

কলকাতা, 13 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে ৷ মুখ্যমন্ত্রীদের সৃঙ্গে বৈঠকে লকডাউনের মেয়াদ আরও দু'সপ্তাহ বাডা়নোর কথা বলেছেন প্রধানমন্ত্রী । এরপরই 30 এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর এর মাঝেই লকডাউন তুলে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তবে, এই লকডাউন কোরোনা সংক্রমণ রুখতে নয় ৷ রাজভবনের সঙ্গে লকডাউন তোলার আবেদন জানিয়েছেন তিনি ।

দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়ে পড়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন । রাজ্যের শিক্ষাব্যবস্থার বিরুদ্ধেও বারবার অভিযোগ করে এসেছেন ৷ যাদবপুর বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি ৷ তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান তোলার পাশাপাশি কালো পতাকাও দেখানো হয় ।

বিধানসভায় অর্থমন্ত্রীর বাজেট পেশ লাইভ দেখানো হলেও, বাজেট অধিবেশনের শুরুতে তাঁর বক্তব্য লাইভ না দেখানোতেও ক্ষুব্ধ হয়েছিলেন রাজ্যপাল ৷ তবে, এবছরের শুরুর দিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বরফ কিছুটা গলেছিল বলেই মনে হয়েছিল ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি বলেও জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু, কিছুদিন পর ফের রাজ্যের সমালোচনা করতে দেখা যায় তাঁকে ৷ উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্য পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ হতে আহ্বান জানান তিনি ৷ সঙ্গে জানিয়ে দেন, কেন্দ্র-রাজ্য সংঘাত তিনি একেবারেই পছন্দ করছেন না ৷ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন করা যেতে পারে ৷

বর্তমানে কোরোনা পরিস্থিতি নিয়েও বহুবার টুইট করতে দেখা গিয়েছে রাজ্যপালকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে অংশগ্রহণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণও জানিয়ে ছিলেন তিনি ৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে তাঁর টুইট, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, রাজভবনের সঙ্গে লকডাউনটা শেষ করুন ৷"

  • Urge @MamataOfficial to end Lockdown with Raj Bhawan.

    We are in combat mode #CoronaPandemic and must act in togetherness in State interest.

    MHA warnings must lead to correctional approach.

    Officials be held accountable for lapses #SocialDistancing and religious congregations.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি, কোরোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করারও আহ্বান জানান রাজ্যপাল ৷ রাজ্যের সুরক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে টুইটে জানান তিনি ৷ বলেন, স্বাস্থ্যমন্ত্রকের বিধিগুলিকে মেনে চলতে হবে ৷ কোনও ধর্মীয় সভায় জমায়েত হলে এবং সামাজিক দূরত্ব মানা না হলে তার জন্য আধিকারিকদেরই দায়ি করা হবে বলেও আজ টুইটে লেখেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.