ETV Bharat / state

কলকাতা NICED-এ শুরু কোভ্যাকসিনের ট্রায়াল , উদ্বোধন রাজ্যপালের

author img

By

Published : Dec 2, 2020, 12:14 PM IST

Updated : Dec 2, 2020, 1:36 PM IST

1 হাজারের বেশি স্বেচ্ছাসেবকের উপর এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে । এখনও পর্যন্ত 350 অনুরোধ এসেছে ।

Covaxine
ছবিটির প্রতীকী

কলকাতা, 2 ডিসেম্বর : রাজ্যে শুরু হল কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল । কলকাতার NICED-এ এর উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । 1 হাজারের বেশি স্বেচ্ছাসেবকের উপর এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে । আপাতত দুই থেকে তিনজনের উপর প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন NICED-এর অধিকর্তা সান্তা দত্ত

বিশ্বের বিভিন্ন প্রান্তে COVID-19-এর বিভিন্ন ভ‍্যাকসিনের ট্রায়াল চলছে। পরীক্ষামূলক প্রয়োগ চলছে ভারতের বিভিন্ন প্রান্তেও। এদিকে, কলকাতায় শুধুমাত্র NICED-এ যে COVID-19 ভ‍্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে, তা নয়। এই ডিসেম্বর মাসের শেষের দিকে COVID-19-এর অন্য আর একটি ভ‍্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার কথা রয়েছে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন (STM)-এ ।

আজ কোভ্যাকসিন ট্রায়ালের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি জানান , কোরোনার কঠিন পরিস্থিতির মধ্যে ICMR NICED যে উদ্যোগ নিয়েছে , তা প্রশংসা-যোগ্য । তিনি NICED কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।

শুনে নিন , NICED-এর অধিকর্তা সান্তা দত্তের বক্তব্য

অন্যদিকে, NICED-এর অধিকর্তা সান্তা দত্ত বলেন , "তিনমাসের মধ্যে এক হাজারের বেশি স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষামূলক প্রয়োগের লক্ষ্য পূরণ করা হবে । সবাইকেই আমন্ত্রণ জানানো হচ্ছে । তবে প্রয়োগের আগে ভলান্টিয়ারদের কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করা হবে । এখনও পর্যন্ত 350 অনুরোধ এসেছে ।"

NICED-এ যে ভ‍্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে, সেই কো-ভ‍্যাকসিন তৈরি হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (NIV) এবং ভারত বায়োটেকের উদ্যোগে । দেশজুড়ে 24টি সেন্টারে 25 হাজার 800 মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ করা হবে । এই 24টি সেন্টারের একটি হল NICED । NICED-এ এই কো-ভ্যাকসিন -4 ডিগ্রি সে. তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয়েছে ।

কলকাতা, 2 ডিসেম্বর : রাজ্যে শুরু হল কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল । কলকাতার NICED-এ এর উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । 1 হাজারের বেশি স্বেচ্ছাসেবকের উপর এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে । আপাতত দুই থেকে তিনজনের উপর প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন NICED-এর অধিকর্তা সান্তা দত্ত

বিশ্বের বিভিন্ন প্রান্তে COVID-19-এর বিভিন্ন ভ‍্যাকসিনের ট্রায়াল চলছে। পরীক্ষামূলক প্রয়োগ চলছে ভারতের বিভিন্ন প্রান্তেও। এদিকে, কলকাতায় শুধুমাত্র NICED-এ যে COVID-19 ভ‍্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে, তা নয়। এই ডিসেম্বর মাসের শেষের দিকে COVID-19-এর অন্য আর একটি ভ‍্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার কথা রয়েছে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন (STM)-এ ।

আজ কোভ্যাকসিন ট্রায়ালের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি জানান , কোরোনার কঠিন পরিস্থিতির মধ্যে ICMR NICED যে উদ্যোগ নিয়েছে , তা প্রশংসা-যোগ্য । তিনি NICED কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।

শুনে নিন , NICED-এর অধিকর্তা সান্তা দত্তের বক্তব্য

অন্যদিকে, NICED-এর অধিকর্তা সান্তা দত্ত বলেন , "তিনমাসের মধ্যে এক হাজারের বেশি স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষামূলক প্রয়োগের লক্ষ্য পূরণ করা হবে । সবাইকেই আমন্ত্রণ জানানো হচ্ছে । তবে প্রয়োগের আগে ভলান্টিয়ারদের কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করা হবে । এখনও পর্যন্ত 350 অনুরোধ এসেছে ।"

NICED-এ যে ভ‍্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে, সেই কো-ভ‍্যাকসিন তৈরি হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (NIV) এবং ভারত বায়োটেকের উদ্যোগে । দেশজুড়ে 24টি সেন্টারে 25 হাজার 800 মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ করা হবে । এই 24টি সেন্টারের একটি হল NICED । NICED-এ এই কো-ভ্যাকসিন -4 ডিগ্রি সে. তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয়েছে ।

Last Updated : Dec 2, 2020, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.