কলকাতা , ২ অগাস্ট : রাজনৈতিক হিংসা থেকে আমফান দুর্নীতি একাধিক ইশুতে রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়ে পড়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ ফের টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন তিনি । সেখানে তিনি রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছেন । তথ্য জানার জন্য আবেদন করলে বাড়িতে পুলিশ পাঠানো হয় । আজ এই অভিযোগ এনেই রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি ।
প্রতি বছর রাজ্য সরকারের তরফে যে গ্লোবাল বিজ়নেস সামিটের আয়োজন করা হয় , তার লাভ-লোকসানের বিষয়ে প্রশ্ন তুলে গতকালই তিনটি টুইট করেছিলেন রাজ্যপাল । আজ ফের তিনি তিনটি টুইট করেন । বিভিন্ন বিষয়ে তথ্য গোপন করে দুর্নীতিকে জন্ম দিচ্ছে রাজ্য সরকার । এমনটাই অভিযোগ তুলেছেন তিনি ।
প্রথম টুইটে তিনি রাজ্যপালের অধিকার ও কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে আইন ও গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন । তিনি টুইটে লেখেন , "রাজনৈতিক হিংসা ,শিল্প সম্মেলনে দুর্নীতি , রেশন ব্যবস্থা ,আমফানের ত্রাণ বিলিতে অনিয়ম সহ বিবিধ বিষয়ে রিপোর্ট চাওয়া রাজ্যপালের অধিকার ও কর্তব্য । সেই তথ্য পাওয়া যায় না । শাসক দলের অবস্থান হল, রাজ্যপাল রাজনৈতিক পক্ষপাতদুষ্ট । আমার প্রশ্ন, এটা কি আইনের শাসন বা গণতন্ত্র !"
-
রাজনৈতিক হিংসা,শিল্প সম্মেলনে দুর্নীতি,রেশন ব্যবস্থা, আমফানের ত্রাণ বিলিতে অনিয়ম সহ বিবিধ বিষয়ে @MamataOfficial এর রিপোর্ট চাওয়া রাজ্যপালের অধিকার ও কর্তব্য।সেই তথ্য পাওয়া যায় না।শাসক দলের অবস্থান হল, রাজ্যপাল রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। আমার প্রশ্ন, এটা কি আইনের শাসন বা গণতন্ত্র
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">রাজনৈতিক হিংসা,শিল্প সম্মেলনে দুর্নীতি,রেশন ব্যবস্থা, আমফানের ত্রাণ বিলিতে অনিয়ম সহ বিবিধ বিষয়ে @MamataOfficial এর রিপোর্ট চাওয়া রাজ্যপালের অধিকার ও কর্তব্য।সেই তথ্য পাওয়া যায় না।শাসক দলের অবস্থান হল, রাজ্যপাল রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। আমার প্রশ্ন, এটা কি আইনের শাসন বা গণতন্ত্র
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 2, 2020রাজনৈতিক হিংসা,শিল্প সম্মেলনে দুর্নীতি,রেশন ব্যবস্থা, আমফানের ত্রাণ বিলিতে অনিয়ম সহ বিবিধ বিষয়ে @MamataOfficial এর রিপোর্ট চাওয়া রাজ্যপালের অধিকার ও কর্তব্য।সেই তথ্য পাওয়া যায় না।শাসক দলের অবস্থান হল, রাজ্যপাল রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। আমার প্রশ্ন, এটা কি আইনের শাসন বা গণতন্ত্র
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 2, 2020
এরপর আর একটি টুইট করে তিনি সরকারের কাছে তথ্য গোপনের কারণ জানতে চেয়েছেন । পাশাপাশি , যারা তথ্য দিচ্ছে না তাদের চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন তিনি । লেখেন , " তথ্য দেওয়া হয় না কেন? এত লুকানোর কী আছে ? সরকার তার ব্যাখ্যা দিক । যারা তথ্য দিচ্ছে না, স্বচ্ছতা ও দায়িত্বের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের চিহ্নিত করুন । এই অস্পষ্টতা দুর্নীতির জন্ম দেবে । বাক্সের ভিতর কঙ্কালের সংখ্যা আরও বাড়বে । "
-
তথ্য দেওয়া হয় না কেন? এত লুকানোর কি আছে? সরকার তার ব্যাখ্যা দিক। যাঁরা তথ্য দিচ্ছেন না, স্বচ্ছতা ও দায়িত্বের স্বার্থে @MamataOfficial তাঁদের চিহ্নিত করুন। এই অস্পষ্টতা দুর্নীতির জন্ম দেবে। বাক্সের ভিতর কঙ্কালের সংখ্যা আরও বাড়বে।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">তথ্য দেওয়া হয় না কেন? এত লুকানোর কি আছে? সরকার তার ব্যাখ্যা দিক। যাঁরা তথ্য দিচ্ছেন না, স্বচ্ছতা ও দায়িত্বের স্বার্থে @MamataOfficial তাঁদের চিহ্নিত করুন। এই অস্পষ্টতা দুর্নীতির জন্ম দেবে। বাক্সের ভিতর কঙ্কালের সংখ্যা আরও বাড়বে।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 2, 2020তথ্য দেওয়া হয় না কেন? এত লুকানোর কি আছে? সরকার তার ব্যাখ্যা দিক। যাঁরা তথ্য দিচ্ছেন না, স্বচ্ছতা ও দায়িত্বের স্বার্থে @MamataOfficial তাঁদের চিহ্নিত করুন। এই অস্পষ্টতা দুর্নীতির জন্ম দেবে। বাক্সের ভিতর কঙ্কালের সংখ্যা আরও বাড়বে।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 2, 2020
রাজ্যপালের দাবি , তথ্য গোপন বা তথ্য না দেওয়ার ব্যাপারটি সরকারের করুণ অবস্থার পরিচয় দেয় । শেষ টুইটে তিনি লেখেন , "রাজ্যপালকে তথ্য না দেওয়ার ব্যর্থতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তথ্যের অধিকারের করুণ অবস্থার পরিচায়ক । মুখ্য তথ্য কমিশনারকে ডেকে আগেই সতর্ক করেছি । তথ্য চেয়ে আবেদন করলেই এই রাজ্যে বাড়িতে পুলিশ যায় । ভয় দেখানো হয় । তাই এত কম আবেদন জমা হয় । দুর্নীতি রোধে তথ্য প্রকাশ সবচেয়ে জরুরি ।"
-
রাজ্যপালকে তথ্য না দেওয়ার ব্যর্থতা @MamataOfficial এর আমলে তথ্যের অধিকারের করুণ অবস্থার পরিচায়ক। মুখ্য তথ্য কমিশনারকে ডেকে আগেই সতর্ক করেছি। তথ্য চেয়ে আবেদন করলেই এ রাজ্যে বাড়িতে পুলিশ যায়। ভয় দেখানো হয়। তাই এত কম আবেদন জমা হয়। দুর্নীতি রোধে তথ্য প্রকাশ সবচেয়ে জরুরি।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">রাজ্যপালকে তথ্য না দেওয়ার ব্যর্থতা @MamataOfficial এর আমলে তথ্যের অধিকারের করুণ অবস্থার পরিচায়ক। মুখ্য তথ্য কমিশনারকে ডেকে আগেই সতর্ক করেছি। তথ্য চেয়ে আবেদন করলেই এ রাজ্যে বাড়িতে পুলিশ যায়। ভয় দেখানো হয়। তাই এত কম আবেদন জমা হয়। দুর্নীতি রোধে তথ্য প্রকাশ সবচেয়ে জরুরি।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 2, 2020রাজ্যপালকে তথ্য না দেওয়ার ব্যর্থতা @MamataOfficial এর আমলে তথ্যের অধিকারের করুণ অবস্থার পরিচায়ক। মুখ্য তথ্য কমিশনারকে ডেকে আগেই সতর্ক করেছি। তথ্য চেয়ে আবেদন করলেই এ রাজ্যে বাড়িতে পুলিশ যায়। ভয় দেখানো হয়। তাই এত কম আবেদন জমা হয়। দুর্নীতি রোধে তথ্য প্রকাশ সবচেয়ে জরুরি।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 2, 2020