ETV Bharat / state

কোরোনা সরঞ্জাম কেনায় রাজ্যে দুর্নীতি হয়েছে : রাজ্যপাল

আজ NICED-এর কোভ্যাকসিনের ট্রায়ালের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেখানে কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের আয়ূষ্মান ভারত প্রকল্পের প্রশংসা করেছেন তিনি । পাশাপাশি , এই সুবিধা থেকে রাজ্য বঞ্চিত হওয়ায় রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি । পাশাপাশি , কোরোনার সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ তুলে এই বিষয়ে রিপোর্ট সকলের সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন রাজ্যপাল ।

Jagdeep Dhakhar
জগদীপ ধনকড়
author img

By

Published : Dec 2, 2020, 1:43 PM IST

Updated : Dec 3, 2020, 10:01 PM IST

কলকাতা , 2 ডিসেম্বর : NICED-এ কোভ্যাকসিন ট্রায়ালের উদ্বোধনে এসে ফের একবার রাজ্যকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁর অভিযোগ, কোরোনা সরঞ্জাম কেনায় রাজ্যে দুর্নীতি হয়েছে । আয়ূষ্মান ভারত-এর সাহায্য না নেওয়ায় রাজ্যে স্বাস্থ্য কাঠামো দুর্বল বলে অভিযোগ তাঁর ।

NICED-এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল । তিনি বলেন ," রাজ্যে এই কোরোনা পরিস্থিতির মধ্যে NICED-এর এই উদ্যোগ উল্লেখযোগ্য অবদান রেখেছে । আমি তাদের অভিনন্দন জানাই । এক হাজারের বেশি স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষামূলক প্রয়োগ করা হবে । অনেকেই আমাকে স্বেচ্ছাসেবক হিসাবে অংশগ্রহণের আর্জি জানাচ্ছেন । এটাই ভারতের জনগণ । "

পাশাপাশি , কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন তিনি । কেন্দ্রীয় সরকারের আয়ূষ্মান ভারত প্রকল্পেরও প্রশংসা করেছেন । এই প্রকল্পের জন্য স্বাস্থ্যের সবক্ষেত্রে অর্থাৎ হাসপাতাল , নার্স , ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদিতে উন্নতি হয়েছে বলে দাবি তাঁর । সেইসঙ্গে তিনি জানান , এই প্রকল্পের অংশ হতে পারেনি অনেকে । দুর্ভাগ্যবশত, পশ্চিমবঙ্গ তার মধ্যে একজন । এই কারণে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো দুর্বল ।

কোরোনা সরঞ্জাম কেনায় রাজ্যে দুর্নীতি হয়েছে : রাজ্যপাল

তিনি আরও বলেন , "কোভিড সরঞ্জাম কেনায় দুর্নীতি হয়েছে । এর তদন্ত করারও নির্দেশ দেওয়া হয়েছিল । সেই তদন্তের কী হল ? তার রিপোর্ট-ই বা কী ? কোন ভিত্তিতে তদন্ত বন্ধ হয়ে গেল ? এবং যাঁরা তদন্ত করছেন তাঁরাই বা কারা ? কারাই বা টেন্ডারের সুবিধা পেয়েছেন ? রিপোর্ট জনসাধারণের সামনে নিয়ে আসা উচিত। " বক্তব্যের শেষে তিনি কোরোনায় মৃত পুলিশ, নার্স , ডাক্তারদের প্রতি সমবেদনা জানান ।

কলকাতা , 2 ডিসেম্বর : NICED-এ কোভ্যাকসিন ট্রায়ালের উদ্বোধনে এসে ফের একবার রাজ্যকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁর অভিযোগ, কোরোনা সরঞ্জাম কেনায় রাজ্যে দুর্নীতি হয়েছে । আয়ূষ্মান ভারত-এর সাহায্য না নেওয়ায় রাজ্যে স্বাস্থ্য কাঠামো দুর্বল বলে অভিযোগ তাঁর ।

NICED-এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল । তিনি বলেন ," রাজ্যে এই কোরোনা পরিস্থিতির মধ্যে NICED-এর এই উদ্যোগ উল্লেখযোগ্য অবদান রেখেছে । আমি তাদের অভিনন্দন জানাই । এক হাজারের বেশি স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষামূলক প্রয়োগ করা হবে । অনেকেই আমাকে স্বেচ্ছাসেবক হিসাবে অংশগ্রহণের আর্জি জানাচ্ছেন । এটাই ভারতের জনগণ । "

পাশাপাশি , কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন তিনি । কেন্দ্রীয় সরকারের আয়ূষ্মান ভারত প্রকল্পেরও প্রশংসা করেছেন । এই প্রকল্পের জন্য স্বাস্থ্যের সবক্ষেত্রে অর্থাৎ হাসপাতাল , নার্স , ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদিতে উন্নতি হয়েছে বলে দাবি তাঁর । সেইসঙ্গে তিনি জানান , এই প্রকল্পের অংশ হতে পারেনি অনেকে । দুর্ভাগ্যবশত, পশ্চিমবঙ্গ তার মধ্যে একজন । এই কারণে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো দুর্বল ।

কোরোনা সরঞ্জাম কেনায় রাজ্যে দুর্নীতি হয়েছে : রাজ্যপাল

তিনি আরও বলেন , "কোভিড সরঞ্জাম কেনায় দুর্নীতি হয়েছে । এর তদন্ত করারও নির্দেশ দেওয়া হয়েছিল । সেই তদন্তের কী হল ? তার রিপোর্ট-ই বা কী ? কোন ভিত্তিতে তদন্ত বন্ধ হয়ে গেল ? এবং যাঁরা তদন্ত করছেন তাঁরাই বা কারা ? কারাই বা টেন্ডারের সুবিধা পেয়েছেন ? রিপোর্ট জনসাধারণের সামনে নিয়ে আসা উচিত। " বক্তব্যের শেষে তিনি কোরোনায় মৃত পুলিশ, নার্স , ডাক্তারদের প্রতি সমবেদনা জানান ।

Last Updated : Dec 3, 2020, 10:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.