ETV Bharat / state

Jagat Prakash Nadda: বাংলার জনগণের উপর তৃণমূলের অত্যাচার বিজেপি সহ্য করবে না, হুঁশিয়ারি নাড্ডার - তৃণমূলের অত্যাচার বিজেপি সহ্য করবে না

পঞ্চায়েতের হিংসায় বাংলায় মহিলারা আক্রান্ত বলে অভিযোগ ওঠে ৷ তা খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে মহিলা সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়েছিল বিজেপি ৷ সেই প্রতিনিধি দল বৃহস্পতিবার বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করে ৷ ওই রিপোর্ট দেখে টুইটারে নাড্ডার হুঁশিয়ারি, বাংলার জনগণের উপর তৃণমূলের অত্যাচার বিজেপি সহ্য করবে না ৷

Jagat Prakash Nadda
Jagat Prakash Nadda
author img

By

Published : Jul 20, 2023, 3:38 PM IST

কলকাতা, 20 জুলাই: পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ৷ বৃহস্পতিবার টুইট করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলার জনগণের উপর অত্যাচার বিজেপি সহ্য করবে না ৷

পঞ্চায়েত ভোট ও ভোটের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিরোধীরা আক্রান্ত বলে অভিযোগ উঠেছে ৷ সেই কারণে বাংলায় বিজেপির জাতীয় নেতৃত্বের তরফে দু’টি তথ্য অনুসন্ধানকারী দল পাঠানো হয় ৷ একটি দলের নেতৃত্বে ছিলেন বর্ষীয়ান সাংসদ রবিশংকর প্রসাদ ৷ আর মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ মহিলা সাংসদের একটি দল পাঠায় বিজেপি ৷ সেই দলের নেতৃত্বে ছিলেন গেরুয়া শিবিরের সাংসদ সরোজ পাণ্ডে ৷

  • Received the report by the BJP Fact Finding Team, constituted to inquire about the violence and atrocities inflicted upon women during the Panchayat Election in West Bengal.

    This report exposes the utter state of lawlessness in West Bengal and the state government's… pic.twitter.com/J72fQqwGK3

    — Jagat Prakash Nadda (@JPNadda) July 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার নয়াদিল্লিতে জেপি নাড্ডার কাছে গিয়ে ওই প্রতিনিধি দলের তরফে একটি রিপোর্ট তুলে দেওয়া হয় ৷ তার পর তাঁদের সঙ্গে বৈঠকও করেন নাড্ডা ৷ সেই সাক্ষাতের ভিডিয়ো টুইট করেছেন বিজেপির জাতীয় সভাপতি ৷ আর সেই টুইটেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে ৷

জেপি নাড্ডা বলেন, ‘‘পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় মহিলাদের উপর হিংসার ঘটনা সম্পর্কে অনুসন্ধানের জন্য গঠিত বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট পেয়েছি । এই রিপোর্টে পশ্চিমবঙ্গের চরম খারাপ অবস্থা ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি রাজ্য সরকারের অসংবেদনশীলতার বিষয় উল্লেখ করা হয়েছে । জনগণের উপর এই অত্যাচার বিজেপি কখনও সহ্য করবে না ।’’

প্রসঙ্গত, বিজেপির ওই প্রতিনিধি সরোজ পাণ্ডে ছাড়াও ছিলেন রমা দেবী, অপরাজিতা সারঙ্গী, কবিতা পতিদার ও সন্ধ্যা রায় ৷ গত 17 জুলাই বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই পাঁচজনের প্রতিনিধি দলের কথা ঘোষণা করা হয় ৷ তার পর পশ্চিমবঙ্গে এসে ওই প্রতিনিধি দল বিভিন্ন জায়গায় ঘোরেন ৷ যাঁরা পঞ্চায়েতের হিংসায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, তাঁদের সঙ্গে কথা বলেন ৷

আরও পড়ুন: 'মমতার রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে', কটাক্ষ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির

তারই মাঝে সংবাদমাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপও দাগেন তাঁরা ৷ কমিটির প্রধান সরোজ পাণ্ডে উত্তর 24 পরগনার দেগঙ্গার বিভিন্ন এলাকা পরিদর্শনের পর অভিযোগ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র রক্ষার কথা বলেন সবসময় ৷ অথচ তাঁর রাজ্যেই গণতন্ত্র রক্ষা হয় না ৷ তাই মমতার মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও তিনি কটাক্ষ করেছিলেন ৷

কলকাতা, 20 জুলাই: পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ৷ বৃহস্পতিবার টুইট করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলার জনগণের উপর অত্যাচার বিজেপি সহ্য করবে না ৷

পঞ্চায়েত ভোট ও ভোটের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিরোধীরা আক্রান্ত বলে অভিযোগ উঠেছে ৷ সেই কারণে বাংলায় বিজেপির জাতীয় নেতৃত্বের তরফে দু’টি তথ্য অনুসন্ধানকারী দল পাঠানো হয় ৷ একটি দলের নেতৃত্বে ছিলেন বর্ষীয়ান সাংসদ রবিশংকর প্রসাদ ৷ আর মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ মহিলা সাংসদের একটি দল পাঠায় বিজেপি ৷ সেই দলের নেতৃত্বে ছিলেন গেরুয়া শিবিরের সাংসদ সরোজ পাণ্ডে ৷

  • Received the report by the BJP Fact Finding Team, constituted to inquire about the violence and atrocities inflicted upon women during the Panchayat Election in West Bengal.

    This report exposes the utter state of lawlessness in West Bengal and the state government's… pic.twitter.com/J72fQqwGK3

    — Jagat Prakash Nadda (@JPNadda) July 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার নয়াদিল্লিতে জেপি নাড্ডার কাছে গিয়ে ওই প্রতিনিধি দলের তরফে একটি রিপোর্ট তুলে দেওয়া হয় ৷ তার পর তাঁদের সঙ্গে বৈঠকও করেন নাড্ডা ৷ সেই সাক্ষাতের ভিডিয়ো টুইট করেছেন বিজেপির জাতীয় সভাপতি ৷ আর সেই টুইটেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে ৷

জেপি নাড্ডা বলেন, ‘‘পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় মহিলাদের উপর হিংসার ঘটনা সম্পর্কে অনুসন্ধানের জন্য গঠিত বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট পেয়েছি । এই রিপোর্টে পশ্চিমবঙ্গের চরম খারাপ অবস্থা ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি রাজ্য সরকারের অসংবেদনশীলতার বিষয় উল্লেখ করা হয়েছে । জনগণের উপর এই অত্যাচার বিজেপি কখনও সহ্য করবে না ।’’

প্রসঙ্গত, বিজেপির ওই প্রতিনিধি সরোজ পাণ্ডে ছাড়াও ছিলেন রমা দেবী, অপরাজিতা সারঙ্গী, কবিতা পতিদার ও সন্ধ্যা রায় ৷ গত 17 জুলাই বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই পাঁচজনের প্রতিনিধি দলের কথা ঘোষণা করা হয় ৷ তার পর পশ্চিমবঙ্গে এসে ওই প্রতিনিধি দল বিভিন্ন জায়গায় ঘোরেন ৷ যাঁরা পঞ্চায়েতের হিংসায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, তাঁদের সঙ্গে কথা বলেন ৷

আরও পড়ুন: 'মমতার রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে', কটাক্ষ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির

তারই মাঝে সংবাদমাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপও দাগেন তাঁরা ৷ কমিটির প্রধান সরোজ পাণ্ডে উত্তর 24 পরগনার দেগঙ্গার বিভিন্ন এলাকা পরিদর্শনের পর অভিযোগ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র রক্ষার কথা বলেন সবসময় ৷ অথচ তাঁর রাজ্যেই গণতন্ত্র রক্ষা হয় না ৷ তাই মমতার মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও তিনি কটাক্ষ করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.