কলকাতা, 20 জুলাই: পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ৷ বৃহস্পতিবার টুইট করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলার জনগণের উপর অত্যাচার বিজেপি সহ্য করবে না ৷
পঞ্চায়েত ভোট ও ভোটের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিরোধীরা আক্রান্ত বলে অভিযোগ উঠেছে ৷ সেই কারণে বাংলায় বিজেপির জাতীয় নেতৃত্বের তরফে দু’টি তথ্য অনুসন্ধানকারী দল পাঠানো হয় ৷ একটি দলের নেতৃত্বে ছিলেন বর্ষীয়ান সাংসদ রবিশংকর প্রসাদ ৷ আর মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ মহিলা সাংসদের একটি দল পাঠায় বিজেপি ৷ সেই দলের নেতৃত্বে ছিলেন গেরুয়া শিবিরের সাংসদ সরোজ পাণ্ডে ৷
-
Received the report by the BJP Fact Finding Team, constituted to inquire about the violence and atrocities inflicted upon women during the Panchayat Election in West Bengal.
— Jagat Prakash Nadda (@JPNadda) July 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
This report exposes the utter state of lawlessness in West Bengal and the state government's… pic.twitter.com/J72fQqwGK3
">Received the report by the BJP Fact Finding Team, constituted to inquire about the violence and atrocities inflicted upon women during the Panchayat Election in West Bengal.
— Jagat Prakash Nadda (@JPNadda) July 20, 2023
This report exposes the utter state of lawlessness in West Bengal and the state government's… pic.twitter.com/J72fQqwGK3Received the report by the BJP Fact Finding Team, constituted to inquire about the violence and atrocities inflicted upon women during the Panchayat Election in West Bengal.
— Jagat Prakash Nadda (@JPNadda) July 20, 2023
This report exposes the utter state of lawlessness in West Bengal and the state government's… pic.twitter.com/J72fQqwGK3
বৃহস্পতিবার নয়াদিল্লিতে জেপি নাড্ডার কাছে গিয়ে ওই প্রতিনিধি দলের তরফে একটি রিপোর্ট তুলে দেওয়া হয় ৷ তার পর তাঁদের সঙ্গে বৈঠকও করেন নাড্ডা ৷ সেই সাক্ষাতের ভিডিয়ো টুইট করেছেন বিজেপির জাতীয় সভাপতি ৷ আর সেই টুইটেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে ৷
জেপি নাড্ডা বলেন, ‘‘পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় মহিলাদের উপর হিংসার ঘটনা সম্পর্কে অনুসন্ধানের জন্য গঠিত বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট পেয়েছি । এই রিপোর্টে পশ্চিমবঙ্গের চরম খারাপ অবস্থা ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি রাজ্য সরকারের অসংবেদনশীলতার বিষয় উল্লেখ করা হয়েছে । জনগণের উপর এই অত্যাচার বিজেপি কখনও সহ্য করবে না ।’’
প্রসঙ্গত, বিজেপির ওই প্রতিনিধি সরোজ পাণ্ডে ছাড়াও ছিলেন রমা দেবী, অপরাজিতা সারঙ্গী, কবিতা পতিদার ও সন্ধ্যা রায় ৷ গত 17 জুলাই বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই পাঁচজনের প্রতিনিধি দলের কথা ঘোষণা করা হয় ৷ তার পর পশ্চিমবঙ্গে এসে ওই প্রতিনিধি দল বিভিন্ন জায়গায় ঘোরেন ৷ যাঁরা পঞ্চায়েতের হিংসায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, তাঁদের সঙ্গে কথা বলেন ৷
আরও পড়ুন: 'মমতার রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে', কটাক্ষ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির
তারই মাঝে সংবাদমাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপও দাগেন তাঁরা ৷ কমিটির প্রধান সরোজ পাণ্ডে উত্তর 24 পরগনার দেগঙ্গার বিভিন্ন এলাকা পরিদর্শনের পর অভিযোগ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র রক্ষার কথা বলেন সবসময় ৷ অথচ তাঁর রাজ্যেই গণতন্ত্র রক্ষা হয় না ৷ তাই মমতার মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও তিনি কটাক্ষ করেছিলেন ৷