যাদবপুর,16 ডিসেম্বর : জামিয়ার পাশে যাদবপুর । বিক্ষোভে একসুরে দেশের পড়ুয়ারা । জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয় । প্রতিবাদে পথে নামল আলিয়া বিশ্ববিদ্যালয়ও ।
রবিবার মধ্যরাত । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট । পড়ুয়াদের জমায়েত শুরু হয় গেটের বাইরে । শীতের রাত। তাই পড়ুয়ারা মশাল হাতে বিক্ষোভে সামিল হন । জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে সামিল হলেন যাদবপুরের পড়ুয়ারা । পুলিশি বর্বরতার বিরুদ্ধে মধ্যরাতে গর্জে উঠল কলকাতার পড়ুয়ারা ।
অন্যদিকে, পার্ক সার্কাসের সাত মাথা মোড়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জমায়েত হন । আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাস থেকে পড়ুয়াদের মিছিল শুরু হয় । তাঁরা যোগ দেন পার্ক সার্কাসে । যাদবপুরের ছাত্রছাত্রীরাও সেই প্রতিবাদ মিছিলে যোগ দেন ।
রবিবার প্রতিবাদের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। জামিয়ার পড়ুয়াদের উপর অত্যাচারে নেটিজেনরাও সোচ্চার হয়ে ওঠেন । পড়ুয়াদের বক্তব্য গণতান্ত্রিক দেশে আন্দোলনের অধিকার তাঁদের আছে ।
রবিবারই দিল্লির জামিয়া মিলিয়া এবং উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বিক্ষোভ দেখানো ছাত্রছাত্রীদের উপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।পড়ুয়াদের উপর লাঠিচার্জ করা হয় । একাধিক পড়ুয়াকে আটক করা হয় ।