ETV Bharat / state

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভে জুটা

Jadavpur University: গত বছরের শেষের দিকে সমাবর্তনের আগের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস ৷ তার পর থেকে ওই বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য নেই ৷ তাই ওই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটাতে আন্দোলনে নামল শিক্ষক সংগঠন জুটা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 6:29 AM IST

Updated : Jan 17, 2024, 6:56 AM IST

Jadavpur University
Jadavpur University

কলকাতা, 16 জানুয়ারি: চিঠি দেওয়া-নেওয়া চললেও জট কাটছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে, তা নিয়ে এখনও মেলেনি কোনও রফাসূত্র । তাই মঙ্গলবার ত্রিগুণা সেনের মূর্তির নিচে অবস্থান-আন্দোলন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন জুটা । বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে এবং অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে এ দিন কালো ব্যাচ পরে দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত অবস্থান আন্দোলন করেন সংগঠনের সদস্যরা অধ্যাপকরা । এ দিন তাঁদের এই অবস্থা-আন্দোলনে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রায় 250 জন শিক্ষক ।

এই অবস্থানকে কেন্দ্র করে জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "স্থায়ী উপাচার্যের পাশাপাশি বর্তমানে ফ্যাকাল্টিগুলিতে স্থায়ী ডিন নেই । বেশ কিছু বিভাগে বিভাগীয় প্রধান নেই । আচার্য (রাজ্যপাল সিভি আনন্দ বোস) এবং শিক্ষা দফতরের টালবাহানার জন্য ইসি বা কোট বৈঠক করা যাচ্ছে না । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থাও ভেঙে পড়েছে । তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আর্থিক অভিশাসনিকভাবে পঙ্গু করে দেওয়ার এই চেষ্টা আদতে দেশের পাবলিক ফান্ডেড এডুকেশন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থাকে কেন্দ্র করে সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘এই অচলাবস্থা কেন, কিভাবে সৃষ্টি হয়েছে, তা সকলের জানা । এটা চলতে পারে না । এভাবে একক মানসিকতা এককভাবে কুক্ষিগত করে বিশ্ববিদ্যালয়গুলিকে ধ্বংসের পথে তুলে দেওয়া হচ্ছে । আমি ওঁকে বলব সরকারি নির্দেশিকা ও সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলতে ।"

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধদেব সাউকে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস ৷ কিন্তু গত বছরের শেষের দিকে সমাবর্তনের আগের দিন বুদ্ধদেব সাউকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তার পর থেকে ওই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী বা অস্থায়ী কোনও উপাচার্য নেই ৷

আরও পড়ুন:

  1. কোন আইনি যুক্তিতে সমাবর্তন, যাদবপুরের রেজিস্ট্রারের কাছে রিপোর্ট তলব করতে পারেন রাজ্যপাল
  2. কলকাতায় এসেও যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন না ইউজিসি'র চেয়ারম্যান!
  3. 24 ডিসেম্বরেই সমাবর্তন ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন নিয়ে বিতর্কে অন্তর্বর্তী উপাচার্য-আচার্য

কলকাতা, 16 জানুয়ারি: চিঠি দেওয়া-নেওয়া চললেও জট কাটছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে, তা নিয়ে এখনও মেলেনি কোনও রফাসূত্র । তাই মঙ্গলবার ত্রিগুণা সেনের মূর্তির নিচে অবস্থান-আন্দোলন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন জুটা । বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে এবং অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে এ দিন কালো ব্যাচ পরে দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত অবস্থান আন্দোলন করেন সংগঠনের সদস্যরা অধ্যাপকরা । এ দিন তাঁদের এই অবস্থা-আন্দোলনে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রায় 250 জন শিক্ষক ।

এই অবস্থানকে কেন্দ্র করে জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "স্থায়ী উপাচার্যের পাশাপাশি বর্তমানে ফ্যাকাল্টিগুলিতে স্থায়ী ডিন নেই । বেশ কিছু বিভাগে বিভাগীয় প্রধান নেই । আচার্য (রাজ্যপাল সিভি আনন্দ বোস) এবং শিক্ষা দফতরের টালবাহানার জন্য ইসি বা কোট বৈঠক করা যাচ্ছে না । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থাও ভেঙে পড়েছে । তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আর্থিক অভিশাসনিকভাবে পঙ্গু করে দেওয়ার এই চেষ্টা আদতে দেশের পাবলিক ফান্ডেড এডুকেশন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থাকে কেন্দ্র করে সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘এই অচলাবস্থা কেন, কিভাবে সৃষ্টি হয়েছে, তা সকলের জানা । এটা চলতে পারে না । এভাবে একক মানসিকতা এককভাবে কুক্ষিগত করে বিশ্ববিদ্যালয়গুলিকে ধ্বংসের পথে তুলে দেওয়া হচ্ছে । আমি ওঁকে বলব সরকারি নির্দেশিকা ও সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলতে ।"

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধদেব সাউকে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস ৷ কিন্তু গত বছরের শেষের দিকে সমাবর্তনের আগের দিন বুদ্ধদেব সাউকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তার পর থেকে ওই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী বা অস্থায়ী কোনও উপাচার্য নেই ৷

আরও পড়ুন:

  1. কোন আইনি যুক্তিতে সমাবর্তন, যাদবপুরের রেজিস্ট্রারের কাছে রিপোর্ট তলব করতে পারেন রাজ্যপাল
  2. কলকাতায় এসেও যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন না ইউজিসি'র চেয়ারম্যান!
  3. 24 ডিসেম্বরেই সমাবর্তন ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন নিয়ে বিতর্কে অন্তর্বর্তী উপাচার্য-আচার্য
Last Updated : Jan 17, 2024, 6:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.