কলকাতা, 13 ফেব্রুয়ারি: গত তিন বছর হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন । তাই অবিলম্বে ছাত্র সংগঠনের নির্বাচন করাতে হবে ৷ এই দাবিতে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় 'হোক ইউনিয়ন' কর্মসূচির ডাক দিয়ে একটি মিছিল করে ৷ তাতে অংশ নেয় তিনটি ছাত্র সংগঠন । মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে এদিনের এই মিছিলের ডাক দেওয়া হয় ৷ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন (FETSU) ও সাইন্স ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নও এই মিছিলে যোগ দেয় ।
আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভায়ন আচার্য মজুমদার বলেন, "শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ই নয়, প্রেসিডেন্সি এবং রবীন্দ্রভারতীতে গত তিন বছর ছাত্র সংসদের নির্বাচন হয়নি । তবে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয় টানা সাত বছর নির্বাচন হয়নি । এই বিশ্ববিদ্যালয়গুলিতে শেষবার 2014 সালে নির্বাচন হয় । তাই সবকটি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচনের ঘোষণা করতে হবে । বর্তমানে যে সংসদ রয়েছে তাতে ইউনিয়ন চালাতে সমস্যা হচ্ছে । কারণ যারা ছাত্র সংসদের বিভিন্ন পদে ছিল তারা কলেজ পাশ করে বেরিয়ে গিয়েছে । এর ফলে ছাত্র সংসদ চালানোর ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে । এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য সরকার ঘোষণা করলেই নির্বাচন করানো সম্ভব ।"
তিনি আরও বলেন, "তাহলে কী রাজ্য সরকার আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ছাত্র সংসদের নির্বাচন হোক সেটা চাইছে না? তাই আমরা অবিলম্বে একটি ত্রিপাক্ষিক বৈঠকের দাবি জানিয়েছি ৷ যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিনিধি এবং রাজ্য সরকারের শিক্ষা দফতরের আধিকারিকরাও থাকবেন । যাতে এর থেকে সুরাহার পথ বের করা যায় ।"
প্রসঙ্গত, গতবছর 24 ডিসেম্বর 65তম সমবর্তন সভায় নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস যোগ দিতে এলে তাঁর সামনেই যাদবপুরের ছাত্ররা নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে সমাবর্তন সভা চলাকালীন বাইরে লাগাতার ছাত্রদের নির্বাচন এবং একাধিক দাবি-দাবা নিয়ে আন্দোলনের জেরে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে । সমাবর্তন শেষে রাজ্যপাল চারজন বিক্ষোভকারী পড়ুয়ার সঙ্গে দেখাও করেছিলেন এবং তাদের দাবি শুনেছিলেন ।
আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচনের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক এসএফআইয়ের