ETV Bharat / state

আগামী 2 দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

author img

By

Published : Jun 18, 2020, 9:05 PM IST

রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু । পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ।

alipur
alipur

কলকাতা, 18 জুন : আগামী দু'দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রাজ্যের পশ্চিমে ও উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । বিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে কলকাতায় । নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টিপাত ।

পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে । মাঝেমধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । কলকাতায় বিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলিতে আগামী দুই তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবেই রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা । রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু । পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । যার জেরে রাজ্যে আগামী দুইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বৃদ্ধি হবে । দার্জিলিং ও কালিম্পং জেলায় 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে । শনিবার ও রবিবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে ।

কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 .5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 71 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.7 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা, 18 জুন : আগামী দু'দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রাজ্যের পশ্চিমে ও উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । বিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে কলকাতায় । নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টিপাত ।

পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে । মাঝেমধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । কলকাতায় বিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলিতে আগামী দুই তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবেই রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা । রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু । পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । যার জেরে রাজ্যে আগামী দুইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বৃদ্ধি হবে । দার্জিলিং ও কালিম্পং জেলায় 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে । শনিবার ও রবিবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে ।

কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 .5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 71 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.7 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.