কলকাতা, 20 ডিসেম্বর : কলকাতা সহ রাজ্যজুড়েই বেড়েছে শীতের প্রকোপ । আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি নিচে রয়েছে । কলকাতা সহ অন্য জেলাগুলোতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম রয়েছে ।
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 85 শতাংশ, সর্বনিম্ন 40 শতাংশ ছিল । আগামী 24 ঘণ্টায় কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।
আরও পড়ুন : মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা, কাঁপছে বীরভূম
অন্যদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কম রয়েছে । হাড় কাঁপুনি শীতের অনুভূতি চলছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত শীতের প্রকোপ থাকবে । মঙ্গলবারের পর থেকে আবার আবহাওয়ার পরিবর্তন ঘটবে । মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রার পারদ ।
আরও পড়ুন : আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে তাপমাত্রা
25 ডিসেম্বর পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে । আগামী 24 ঘণ্টায় আকাশ মূলত পরিষ্কার থাকবে । আগামী 24 ঘণ্টা আরও কিছুটা তাপমাত্রা কমবে ।