ETV Bharat / state

"পাগড়ি খুলে নেওয়া কি আইনসম্মত ?" রাজ্যপালের সঙ্গে দেখা করে প্রশ্ন শিখ প্রতিনিধি দলের - জগদীপ ধনকড়

"রাজ্য সরকার বিষয়টি নিয়ে সাফাই দিচ্ছে । বলছে, পুলিশ আইন অনুযায়ী কাজ করেছে । একজন শিখের মাথা থেকে পাগড়ি খুলে নেওয়া কি আইনসম্মত ?" প্রশ্ন তুললেন মনজিন্দর সিং ।

Balbinder Singh arrested
মনজিন্দর সিং
author img

By

Published : Oct 11, 2020, 6:52 PM IST

কলকাতা, 11 অক্টোবর : রাজ্যপালের সঙ্গে দেখা করলেন দিল্লির শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা । এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন তিনি ।

রাজ্যপালের সঙ্গে দেখা করে মনজিন্দর সিং বলেন, "ধৃত বলবিন্দর সিংয়ের থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তার লাইসেন্স সারা দেশে প্রযোজ্য ।" পাশাপাশি পুলিশ হেপাজতের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই বলবিন্দর সিংকে আদালতে পেশ করা নিয়েও আজ রাজ্যপালের কাছে অভিযোগ করেন তিনি । বলেন, "তিনদিন পুলিশ হেপাজত হয়েছিল । আমরা আসছি জানতে পেরে তিনদিন শেষ হওয়ার আগেই আজ আদালতে পেশ করা হয় । পুলিশ যে ধরনের আচরণ করছে, দেখে মনে হচ্ছে মানবিকতার মৃত্যু হয়েছে ।"

Balbinder Singh arrested
রাজ্যপালকে দেওয়া চিঠির প্রতিলিপি

আজ সকালে পাগড়ি বিতর্ক নিয়ে মুখ খোলে রাজ্য প্রশাসন । স্বরাষ্ট্রদপ্তরের তরফে টুইটারে লেখা হয়, "পশ্চিমবঙ্গ সরকার শিখ সম্প্রদায়ের মানুষকে সম্মান করে । পুলিশ আইন অনুযায়ী কাজ করছিল । একটি দল বিষয়টিতে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে । এই সংকীর্ণ ভাবাদর্শে বাংলা বিশ্বাসী নয় ।"

আরও পড়ুন : বলবিন্দর সিংয়ের আটদিনের পুলিশি হেপাজত

রাজভবন থেকে বেরিয়ে আজ এই টুইট প্রসঙ্গেও রাজ্যকে আক্রমণ করেন মনজিন্দর সিং । বলেন, " রাজ্য সরকার বিষয়টি নিয়ে সাফাই দিচ্ছে । বলছে, পুলিশ আইন অনুযায়ী কাজ করেছে । একজন শিখের মাথা থেকে পাগড়ি খুলে দেওয়া কি আইনসম্মত ?"

কী বললেন মনজিন্দর সিং ?

এদিকে আজ মনজিন্দর সিংয়ের নেতৃত্বে শিখদের এক প্রতিনিধি দল রাজ্যপালকে দু'পাতার একটি চিঠিও দেন । সাক্ষাতের পর সেই চিঠির প্রাপ্তিস্বীকার করে টুইট করেন রাজ্যপাল ।

আরও পড়ুন : মামলা পুলিশের বিরুদ্ধেও হওয়া উচিত, দাবি শিখ প্রতিনিধি দলের

কলকাতা, 11 অক্টোবর : রাজ্যপালের সঙ্গে দেখা করলেন দিল্লির শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা । এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন তিনি ।

রাজ্যপালের সঙ্গে দেখা করে মনজিন্দর সিং বলেন, "ধৃত বলবিন্দর সিংয়ের থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তার লাইসেন্স সারা দেশে প্রযোজ্য ।" পাশাপাশি পুলিশ হেপাজতের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই বলবিন্দর সিংকে আদালতে পেশ করা নিয়েও আজ রাজ্যপালের কাছে অভিযোগ করেন তিনি । বলেন, "তিনদিন পুলিশ হেপাজত হয়েছিল । আমরা আসছি জানতে পেরে তিনদিন শেষ হওয়ার আগেই আজ আদালতে পেশ করা হয় । পুলিশ যে ধরনের আচরণ করছে, দেখে মনে হচ্ছে মানবিকতার মৃত্যু হয়েছে ।"

Balbinder Singh arrested
রাজ্যপালকে দেওয়া চিঠির প্রতিলিপি

আজ সকালে পাগড়ি বিতর্ক নিয়ে মুখ খোলে রাজ্য প্রশাসন । স্বরাষ্ট্রদপ্তরের তরফে টুইটারে লেখা হয়, "পশ্চিমবঙ্গ সরকার শিখ সম্প্রদায়ের মানুষকে সম্মান করে । পুলিশ আইন অনুযায়ী কাজ করছিল । একটি দল বিষয়টিতে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে । এই সংকীর্ণ ভাবাদর্শে বাংলা বিশ্বাসী নয় ।"

আরও পড়ুন : বলবিন্দর সিংয়ের আটদিনের পুলিশি হেপাজত

রাজভবন থেকে বেরিয়ে আজ এই টুইট প্রসঙ্গেও রাজ্যকে আক্রমণ করেন মনজিন্দর সিং । বলেন, " রাজ্য সরকার বিষয়টি নিয়ে সাফাই দিচ্ছে । বলছে, পুলিশ আইন অনুযায়ী কাজ করেছে । একজন শিখের মাথা থেকে পাগড়ি খুলে দেওয়া কি আইনসম্মত ?"

কী বললেন মনজিন্দর সিং ?

এদিকে আজ মনজিন্দর সিংয়ের নেতৃত্বে শিখদের এক প্রতিনিধি দল রাজ্যপালকে দু'পাতার একটি চিঠিও দেন । সাক্ষাতের পর সেই চিঠির প্রাপ্তিস্বীকার করে টুইট করেন রাজ্যপাল ।

আরও পড়ুন : মামলা পুলিশের বিরুদ্ধেও হওয়া উচিত, দাবি শিখ প্রতিনিধি দলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.