কলকাতা, 15 ডিসেম্বর : উত্তর দিনাজপুর , মালদা মুর্শিদাবাদ হাওড়া ও উত্তর 24 পরগনার বারাসাত ও বসিরহাট মহকুমা ইন্টারনেট পরিষেবা বন্ধ করল রাজ্য সরকার । একই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমাতেও ইন্টারনেট বন্ধ করা হল। মোট 6টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল বলে নবান্ন সূত্রে খবর ।
তৃতীয় দিনে হিংসা অব্যাহত রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ সকাল থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ ৷ হিংসা রুখতে রাজ্যের কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করল রাজ্য সরকার ৷
দফায় দফায় অবরোধ চলছে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা ও হাওড়ার বিভিন্ন অংশে ৷ উত্তর 24 পরগনার আমডাঙা, দক্ষিণ 24 পরগনার ভাঙড়, সংগ্রামপুর, মগরাহাট, ফলতা, মালদার হরিশচন্দ্রপুর, ভালুকা রোড, কোচবিহারের শুটকাবাড়িতে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় ৷ বাঁকুড়ার জয়পুরের আরামবাগ রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা ৷