কলকাতা, 27 জুলাই : আজ নানুর দিবস ৷ 2000 সালে এই দিন 11 জন কৃষককে খুন করা হয়েছিল ৷ আজ টুইট করে নিহত কৃষকদের শ্রদ্ধার্ঘ্য জানালেন মুখ্যমন্ত্রী ৷
34 বছরের বাম আমলে রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলেন এই কৃষকরা ৷ মুখ্যমন্ত্রী মনে করছেন এমনই ৷ তিনি টুইটে লেখেন, "আজ নানুর দিবস ৷ 2000 সালে আজকের দিনে নিরীহ কৃষকদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ৷ 34 বছরের বাম রাজনৈতিক হিংসার কারণে যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ৷"
কেন পালিত হয় নানুর দিবস ?
2000 সালের 27 জুলাই বীরভূমের নানুর থানা এলাকার সূচপুরে 11জন কৃষককে হত্যা করা হয় ৷ স্থানীয় CPI(M) সদস্যরা এই গণহত্যা কাণ্ডে অভিযুক্ত হন ৷ বর্তমানে তৃণমূল এই তারিখটিকে নানুর দিবস হিসেবে পালন করে থাকে ৷
প্রথমে CPI(M)-র তরফে দাবি করা হয়েছিল নিহতরা ডাকাত ৷ কিন্তু কিছুদিন পর CPI(M) নেতারা মেনে নেন যে নিহতরা কৃষক ৷ তবে, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কর্মীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে তারা ৷
2005 সালের 12 মে নানুর হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী আবদুল খালেক ও তাঁর দেহরক্ষী দুষ্কৃতীদের হামলায় আহত হন ৷ অভিযোগ ওঠে CPI(M)-কর্মীদের বিরুদ্ধে ৷ পরদিন এই ঘটনার দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয় ৷ এই গণহত্যার তদন্তের কোনও মীমাংসা হয়নি ৷ 2004 সালে কলকাতা হাইকোর্ট নানুর গণহত্যা মামলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা করেছিল ৷