ETV Bharat / state

জমি-বাড়ির যাবতীয় তথ্য মিলবে কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে

কোন বাড়ির মালিক কে, বাড়িটির কতদিনের পৌর-কর বাকি রয়েছে , বাড়িটির পূর্বে কোন মালিকের ছিল, বাড়িটি হেরিটেজ বিল্ডিং কি না সমস্ত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে । জমির ক্ষেত্রে ওই জমির বর্তমান অবস্থা কী, সরকারি খাতায় জমিটি কী হিসেবে নথিভুক্ত করা হয়েছে, সমস্ত তথ্য মিলবে এই সাইটের মাধ্যমে ।

author img

By

Published : Sep 19, 2020, 10:26 PM IST

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম

কলকাতা, 19 সেপ্টেম্বর : জমির বাড়ি সংক্রান্ত প্রতারণা রুখতে এবার যাবতীয় তথ্য ও মিলবে কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে । মিউটেশন ও অ্যাসেসমেন্ট সম্পর্কে যাবতীয় তথ্য এবার মিলবে অনলাইনের মাধ্যমে । এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম অনলাইন পরিষেবাটির উদ্বোধন করেন । এই অনলাইন পরিষেবা চালু হাওয়াতে প্রতারণার হাত থেকে রক্ষা পাবে বহু মানুষ । পৌরনিগমের ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলেই যে কোনও বাড়ি-জমি সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে । www.kmcgov.in এই ওয়েবসাইটে রয়েছে কলকাতা পৌরনিগমের যাবতীয় তথ্য । যে কোনও বাড়ি বা জমির অ্যাসেসমেন্ট নম্বর দিয়ে সেই বাড়ি অথবা জমির ঘর থেকে জমির মালিকানা সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে । শুধু তাই নয়, অ্যাসেসমেন্ট নম্বর না জানা থাকলেও শুধু ঠিকানা দিয়ে সংশ্লিষ্ট বাড়িটি অথবা জমিটি সম্পর্কে যাবতীয় তথ্য উঠে আসবে একটি ক্লিকে এই ওয়েবসাইটে ।

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসকের কাছে বিভিন্ন সময় বহু নাগরিক অভিযোগ অভিযোগ করেছেন জমি কেনার পর জানতে পেরেছেন জলাশয় বা পুকুর বুজিয়ে এখানে জমি করা হয়েছে । সেই ক্ষেত্রে মিউটেশন বা রেজিস্ট্রেশন করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে । তার কারণ, কলকাতা পৌরনিগমের খাতায় পুকুর অথবা জলাশয় হিসেবে নিবন্ধিত রয়েছে যে জমি, সেখানে বাড়ি অথবা কোন নির্মাণ কাজের অনুমতি দেয়া সম্ভব নয় । সেই ক্ষেত্রে বহু মানুষের প্রতারণা সম্মুখীন হয়েছে । বহু ক্ষেত্রেই দেখা গেছে বাড়ি কেনার পর জানা গেছে সেই বাড়ির মোটা অঙ্কের পৌর-কর বকেয়া রয়েছে । এর ফলে যিনি বাড়ি কিনেছেন, তাঁকে চরম সমস্যায় পড়তে হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্নভাবে মানুষকে ঠকিয়ে প্রতারণা করে জমি বাড়ি বিক্রি করছেন জলাশয় ভরাট করে বিক্রি করেছে । এই সমস্ত অভিযোগ আসার পরেই কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক গত শনিবার পৌর কমিশনারকে নির্দেশ দেন অনলাইনে মাধ্যমে যাতে মানুষ সম্পূর্ণ তথ্য পেতে পারেন তার একটি ব্যবস্থা করতে । এক সপ্তাহের মধ্যে বিনোদ কুমার এই অনলাইন পেজটি তৈরি করেছেন । এখানে যে কোনও বাড়ি বা জমির ঠিকানা লিখে ক্লিক করলেই তার যাবতীয় তথ্য উঠে আসবে ।

আরও পড়ুন : অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও অনলাইন পরিষেবা চালু কলকাতা পৌরনিগমে

কোন বাড়ির মালিক কে, বাড়িটির কতদিনের পৌর-কর বাকি রয়েছে , বাড়িটির পূর্বে কোন মালিকের ছিল, বাড়িটি হেরিটেজ বিল্ডিং কি না সমস্ত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে । জমির ক্ষেত্রে ওই জমির বর্তমান অবস্থা কী, সরকারি খাতায় জমিটি কী হিসেবে নথিভুক্ত করা হয়েছে, সমস্ত তথ্য মিলবে এই সাইটের মাধ্যমে । আজ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সকল নাগরিকের উদ্দেশে বলেন প্রত্যেকেই জমি বাড়ি ক্রয়-বিক্রয় করার আগে যেন এই সাইটে গিয়ে একবার ক্লিক করে সমস্ত তথ্য দেখে নিতে। এতে ভবিষ্যতে আর কোনও মানুষকে প্রতারিত হতে হবে না।

কলকাতা, 19 সেপ্টেম্বর : জমির বাড়ি সংক্রান্ত প্রতারণা রুখতে এবার যাবতীয় তথ্য ও মিলবে কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে । মিউটেশন ও অ্যাসেসমেন্ট সম্পর্কে যাবতীয় তথ্য এবার মিলবে অনলাইনের মাধ্যমে । এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম অনলাইন পরিষেবাটির উদ্বোধন করেন । এই অনলাইন পরিষেবা চালু হাওয়াতে প্রতারণার হাত থেকে রক্ষা পাবে বহু মানুষ । পৌরনিগমের ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলেই যে কোনও বাড়ি-জমি সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে । www.kmcgov.in এই ওয়েবসাইটে রয়েছে কলকাতা পৌরনিগমের যাবতীয় তথ্য । যে কোনও বাড়ি বা জমির অ্যাসেসমেন্ট নম্বর দিয়ে সেই বাড়ি অথবা জমির ঘর থেকে জমির মালিকানা সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে । শুধু তাই নয়, অ্যাসেসমেন্ট নম্বর না জানা থাকলেও শুধু ঠিকানা দিয়ে সংশ্লিষ্ট বাড়িটি অথবা জমিটি সম্পর্কে যাবতীয় তথ্য উঠে আসবে একটি ক্লিকে এই ওয়েবসাইটে ।

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসকের কাছে বিভিন্ন সময় বহু নাগরিক অভিযোগ অভিযোগ করেছেন জমি কেনার পর জানতে পেরেছেন জলাশয় বা পুকুর বুজিয়ে এখানে জমি করা হয়েছে । সেই ক্ষেত্রে মিউটেশন বা রেজিস্ট্রেশন করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে । তার কারণ, কলকাতা পৌরনিগমের খাতায় পুকুর অথবা জলাশয় হিসেবে নিবন্ধিত রয়েছে যে জমি, সেখানে বাড়ি অথবা কোন নির্মাণ কাজের অনুমতি দেয়া সম্ভব নয় । সেই ক্ষেত্রে বহু মানুষের প্রতারণা সম্মুখীন হয়েছে । বহু ক্ষেত্রেই দেখা গেছে বাড়ি কেনার পর জানা গেছে সেই বাড়ির মোটা অঙ্কের পৌর-কর বকেয়া রয়েছে । এর ফলে যিনি বাড়ি কিনেছেন, তাঁকে চরম সমস্যায় পড়তে হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্নভাবে মানুষকে ঠকিয়ে প্রতারণা করে জমি বাড়ি বিক্রি করছেন জলাশয় ভরাট করে বিক্রি করেছে । এই সমস্ত অভিযোগ আসার পরেই কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক গত শনিবার পৌর কমিশনারকে নির্দেশ দেন অনলাইনে মাধ্যমে যাতে মানুষ সম্পূর্ণ তথ্য পেতে পারেন তার একটি ব্যবস্থা করতে । এক সপ্তাহের মধ্যে বিনোদ কুমার এই অনলাইন পেজটি তৈরি করেছেন । এখানে যে কোনও বাড়ি বা জমির ঠিকানা লিখে ক্লিক করলেই তার যাবতীয় তথ্য উঠে আসবে ।

আরও পড়ুন : অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও অনলাইন পরিষেবা চালু কলকাতা পৌরনিগমে

কোন বাড়ির মালিক কে, বাড়িটির কতদিনের পৌর-কর বাকি রয়েছে , বাড়িটির পূর্বে কোন মালিকের ছিল, বাড়িটি হেরিটেজ বিল্ডিং কি না সমস্ত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে । জমির ক্ষেত্রে ওই জমির বর্তমান অবস্থা কী, সরকারি খাতায় জমিটি কী হিসেবে নথিভুক্ত করা হয়েছে, সমস্ত তথ্য মিলবে এই সাইটের মাধ্যমে । আজ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সকল নাগরিকের উদ্দেশে বলেন প্রত্যেকেই জমি বাড়ি ক্রয়-বিক্রয় করার আগে যেন এই সাইটে গিয়ে একবার ক্লিক করে সমস্ত তথ্য দেখে নিতে। এতে ভবিষ্যতে আর কোনও মানুষকে প্রতারিত হতে হবে না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.