ETV Bharat / state

Corona Update in India: করোনা সংক্রমণ 8 হাজার ছুঁইছুঁই, মৃতের সংখ্যা কমে 16

করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী ৷ গত কয়েক দিন ধরে কখনও 5 হাজার, তো কখনও 6 হাজারে ওঠানামা করছিল করোনা সংক্রমণ ৷ এবার তা সাড়ে 7 হাজারেরও বেশি ৷ তবে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে বুধবারের রিপোর্টে ৷

Corona in India
করোনা সংক্রমণ
author img

By

Published : Apr 12, 2023, 11:47 AM IST

Updated : Apr 12, 2023, 12:11 PM IST

নয়াদিল্লি, 12 এপ্রিল: এক ধাক্কায় 2 হাজারেরও বেশি বাড়ল আক্রান্তের সংখ্যা ৷ বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 7 হাজার 830 জন ৷ এটি বিগত 223 দিন অর্থাৎ 7 মাস 13 দিন সময়ে সর্বোচ্চ ৷ মঙ্গলবারের প্রকাশিত রিপোর্টে সংখ্যাটা ছিল 5 হাজার 676 ৷ এ নিয়ে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল 4 কোটি 42 লক্ষ 4 হাজার 771 ৷ গত বছর 1 সেপ্টেম্বরে করোনার দৈনিক সংক্রমণ হয়েছিল 7 হাজার 946 ৷ তারপর আজ 12 এপ্রিল সকালের রিপোর্টে ফের সংক্রমণ 8 হাজারের কাছাকাছি ৷

কেরলে আক্রান্তের সংখ্যা 1 হাজার 886 ৷ এরপরে দিল্লিতে 980 জন, মহারাষ্ট্রে 919 জন, হরিয়ানায় 595 জন, উত্তরপ্রদেশে 402 জন, তামিলনাড়ুতে 401 জন, গুজরাতে 364 জন, কর্ণাটকে 245 জন, ওড়িশায় 212 জন, রাজস্থানে 190 জন, পঞ্জাবে 185 জন করোনায় সংক্রমিত হয়েছেন ৷

গত 24 ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 16 জন ৷ তা গতকালের রিপোর্টের তুলনায় কম ৷ মঙ্গলবার 21 জনের মৃত্যুর খবর মিলেছিল ৷ দেশে এখনও পর্যন্ত 5 কোটি 31 হাজার 16 জনের করোনায় মৃত্যু হয়েছে ৷ বুধবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দিল্লি, পঞ্জাব ও হিমাচলপ্রদেশ- প্রতিটি রাজ্যে 2 জন, গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ- প্রতিটি রাজ্য়ে 1 জন এবং কেরলে 5 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর হার 1.19 শতাংশ ৷ অ্যাকটিভ অর্থাৎ সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 40 হাজার 215 । সেটি মোট সংক্রমণের 0.09 শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার 3.65 শতাংশ ৷

আরও পড়ুন: 'সংক্রমণের হট স্পট চিহ্নিত করুন' ! করোনা ইস্যুতে রাজ্যগুলিকে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সকাল 8টায় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 24 ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন 4 হাজার 692 জন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 42 লক্ষ 4 হাজার 771 জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.72 শতাংশ ৷ দেশে চলছে জাতীয় কোভিড টিকাকরণ প্রক্রিয়া ৷ এখনও পর্যন্ত 220 কোটি 66 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 12 এপ্রিল: এক ধাক্কায় 2 হাজারেরও বেশি বাড়ল আক্রান্তের সংখ্যা ৷ বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 7 হাজার 830 জন ৷ এটি বিগত 223 দিন অর্থাৎ 7 মাস 13 দিন সময়ে সর্বোচ্চ ৷ মঙ্গলবারের প্রকাশিত রিপোর্টে সংখ্যাটা ছিল 5 হাজার 676 ৷ এ নিয়ে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল 4 কোটি 42 লক্ষ 4 হাজার 771 ৷ গত বছর 1 সেপ্টেম্বরে করোনার দৈনিক সংক্রমণ হয়েছিল 7 হাজার 946 ৷ তারপর আজ 12 এপ্রিল সকালের রিপোর্টে ফের সংক্রমণ 8 হাজারের কাছাকাছি ৷

কেরলে আক্রান্তের সংখ্যা 1 হাজার 886 ৷ এরপরে দিল্লিতে 980 জন, মহারাষ্ট্রে 919 জন, হরিয়ানায় 595 জন, উত্তরপ্রদেশে 402 জন, তামিলনাড়ুতে 401 জন, গুজরাতে 364 জন, কর্ণাটকে 245 জন, ওড়িশায় 212 জন, রাজস্থানে 190 জন, পঞ্জাবে 185 জন করোনায় সংক্রমিত হয়েছেন ৷

গত 24 ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 16 জন ৷ তা গতকালের রিপোর্টের তুলনায় কম ৷ মঙ্গলবার 21 জনের মৃত্যুর খবর মিলেছিল ৷ দেশে এখনও পর্যন্ত 5 কোটি 31 হাজার 16 জনের করোনায় মৃত্যু হয়েছে ৷ বুধবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দিল্লি, পঞ্জাব ও হিমাচলপ্রদেশ- প্রতিটি রাজ্যে 2 জন, গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ- প্রতিটি রাজ্য়ে 1 জন এবং কেরলে 5 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর হার 1.19 শতাংশ ৷ অ্যাকটিভ অর্থাৎ সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 40 হাজার 215 । সেটি মোট সংক্রমণের 0.09 শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার 3.65 শতাংশ ৷

আরও পড়ুন: 'সংক্রমণের হট স্পট চিহ্নিত করুন' ! করোনা ইস্যুতে রাজ্যগুলিকে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সকাল 8টায় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 24 ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন 4 হাজার 692 জন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 42 লক্ষ 4 হাজার 771 জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.72 শতাংশ ৷ দেশে চলছে জাতীয় কোভিড টিকাকরণ প্রক্রিয়া ৷ এখনও পর্যন্ত 220 কোটি 66 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

Last Updated : Apr 12, 2023, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.